দুর্গাপুর, 22 এপ্রিল : রাজ্য সরকারের উদ্যোগে ঊষর মুক্তি প্রকল্পে (Ushar Mukti Project) রুক্ষ জমিতে চাষ করিয়ে আদিবাসীদের স্বনির্ভর করার লক্ষ্য নেওয়া হয়েছে ৷ সেই লক্ষ্যে কাঁকসার ফারাকিডাঙাতে 15 বিঘা রুক্ষ জমিতে উচ্ছে গাছ লাগানো হয় দু’মাস আগে ৷ সেই ঊষর মুক্তি প্রকল্পের মাধ্যমে রুক্ষ জমিতে উচ্ছে চাষ করে লাভের মুখ দেখছেন আদিবাসীরা (Financial Profit in Bitter Melon Cultivating in Rough land Under Ushar Mukti Project) ৷
বৃহস্পতিবার দুপুরে সেই চাষের জমি পরিদর্শনে গেলেন এই প্রকল্পের দায়িত্বে থাকা আধিকারিকরা ৷ রাজ্য সরকারের প্রচেষ্টা ছিল আদিবাসী এলাকায় এই ধরনের সবজি চাষ করে বাড়তি উপার্জনের পথ খুলে দেওয়া ৷ সেই উদ্দেশ্য নিয়েই এই রুক্ষ জমিতে উচ্ছে চাষ করানো হয় ৷ দু’মাস পরে সেই উচ্ছে চাষের ফল পাওয়া যাচ্ছে ৷ প্রচুর পরিমাণে করলা ফসল হচ্ছে ৷
আরও পড়ুন : Bengal Dragon Fruit Cultivation: জঙ্গলমহলে ড্রাগন ফলের চাষ করে বিকল্প আয়ের দিশা আদিবাসী যুবকের
ঊষর মুক্তি প্রকল্পের ফলে আদিবাসীরা আর্থিকভাবে লাভবান হচ্ছে চাষের উচ্ছে বাজারে বিক্রি করে ৷ আগামী দিনে এই ধরনের লাভজনক চাষ করতে ইচ্ছুক কাঁকসার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ৷ তাই সমস্তরকম ভাবে তৎপর কাঁকসা ব্লক প্রশাসন ৷ কাঁকসার আরও বিভিন্ন জায়গায় এই চাষ করা হবে আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসনের আধিকারিক ৷