ETV Bharat / state

Missing Driver Body Recovered: অবশেষে পাথর খাদান থেকে উদ্ধার নিখোঁজ চালকের দেহ - Finally the Body of the Missing Driver was Recovered from Stone Quarry

আসানসোলে রাস্তা থেকে উধাও গাড়ি-সহ চালকের ঘটনায় (Man missing in Asansol) উদ্ধার করা হল চালকের দেহ (Missing Driver Body Recovered) ৷

Missing Driver Body Recovered
পাথর খাদান থেকে উদ্ধার নিখোঁজ চালকের দেহ
author img

By

Published : Jul 26, 2022, 9:03 PM IST

আসানসোল, 26 জুলাই: রবিবার সন্ধ্যায় আসানসোলের ধাদকা র‍্যাকিট কোলম্যান এলাকার রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বোলেরো গাড়ি-সহ চালক পাথর খাদানের গভীর জলে তলিয়ে গিয়েছিল (Missing Driver Body Recovered)। পরে ওই খাদানের জলেই গাড়িটির লগ বুক পাওয়া যায় । এরপরেই নিশ্চিত হয়ে উদ্ধার কাজ শুরু হয় । সোমবার বিকেলে জলে ডুবে যাওয়া গাড়িটির সন্ধান মেলে । এরপরে ক্রেনের সাহায্য নিয়ে সেই গাড়িটি তোলা হয় । মঙ্গলবার সকালে এনডিআরএফের উদ্ধারকারী দল ওই বোলেরোর চালক সুনীল হাঁসদার দেহ উদ্ধার করে ।

প্রসঙ্গত, সিএমপিডিআই-এর গাড়ি চালক সুনীল হাঁসদা রবিবার রাতে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল স্টেশন যাওয়ার উদ্দেশে । কিন্তু তারপর থেকে আর খোঁজ ছিল না সুনীলের । সোমবার বিকেলে একটি পাথর খাদান থেকে উদ্ধার হয় সুনীলের গাড়িটি । যদিও সুনীলের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি সোমবার ।

পাথর খাদান থেকে উদ্ধার নিখোঁজ চালকের দেহ

আরও পড়ুন : রাস্তা থেকে উধাও গাড়ি-সহ চালক, তলিয়ে গিয়েছে পাথর খাদানে ?

মঙ্গলবার সকাল থেকেই এনডিআরএফের উদ্ধারকারী দল এলাকায় যায় এবং তারা উদ্ধার কাজ শুরু করে । নামানো হয় ডুবুরি । কিছু সময় পরেই সুনীল হাঁসদার দেহ উদ্ধার করে এনডিআরএফের দল । দেহটি আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । এই ঘটনায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে আসানসোল পৌরনিগমের 15 নম্বর ওয়ার্ড এলাকায় ।

আসানসোল, 26 জুলাই: রবিবার সন্ধ্যায় আসানসোলের ধাদকা র‍্যাকিট কোলম্যান এলাকার রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বোলেরো গাড়ি-সহ চালক পাথর খাদানের গভীর জলে তলিয়ে গিয়েছিল (Missing Driver Body Recovered)। পরে ওই খাদানের জলেই গাড়িটির লগ বুক পাওয়া যায় । এরপরেই নিশ্চিত হয়ে উদ্ধার কাজ শুরু হয় । সোমবার বিকেলে জলে ডুবে যাওয়া গাড়িটির সন্ধান মেলে । এরপরে ক্রেনের সাহায্য নিয়ে সেই গাড়িটি তোলা হয় । মঙ্গলবার সকালে এনডিআরএফের উদ্ধারকারী দল ওই বোলেরোর চালক সুনীল হাঁসদার দেহ উদ্ধার করে ।

প্রসঙ্গত, সিএমপিডিআই-এর গাড়ি চালক সুনীল হাঁসদা রবিবার রাতে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল স্টেশন যাওয়ার উদ্দেশে । কিন্তু তারপর থেকে আর খোঁজ ছিল না সুনীলের । সোমবার বিকেলে একটি পাথর খাদান থেকে উদ্ধার হয় সুনীলের গাড়িটি । যদিও সুনীলের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি সোমবার ।

পাথর খাদান থেকে উদ্ধার নিখোঁজ চালকের দেহ

আরও পড়ুন : রাস্তা থেকে উধাও গাড়ি-সহ চালক, তলিয়ে গিয়েছে পাথর খাদানে ?

মঙ্গলবার সকাল থেকেই এনডিআরএফের উদ্ধারকারী দল এলাকায় যায় এবং তারা উদ্ধার কাজ শুরু করে । নামানো হয় ডুবুরি । কিছু সময় পরেই সুনীল হাঁসদার দেহ উদ্ধার করে এনডিআরএফের দল । দেহটি আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । এই ঘটনায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে আসানসোল পৌরনিগমের 15 নম্বর ওয়ার্ড এলাকায় ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.