ETV Bharat / state

সময়ে পড়া শেষ না করায় দুই শিশুর মিলল 'নৃশংস' শাস্তি - শিশুদের শাস্তি দিল বাবা

সময়ের মধ্যে পড়া শেষ করে উঠতে না পারায় নৃশংস মারধর শিশুকে । অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে । শাস্তির দাবি জানায় প্রতিবেশীরা ।

সময়ে পড়া শেষ না করায় দুই শিশুর মিলল নৃশংস শাস্তি
সময়ে পড়া শেষ না করায় দুই শিশুর মিলল নৃশংস শাস্তি
author img

By

Published : Jan 16, 2021, 7:13 PM IST

পাণ্ডবেশ্বর, 16 জানুয়ারি : অন্যান্য 5 টা দিনের মতোই সকালে পড়তে বসেছিল বছর এগারোর ঈশিতা ও বছর দশেকের মানস, দুই ভাইবোন । কিন্তু সময়ের মধ্যে পড়া করে উঠতে পারেনি তারা । আর তার বদলে মিলল গরম তাওয়ার মার, পেনের নিব ফুটিয়ে দেওয়া । এমনই অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে । পাণ্ডবেশ্বর থানা এলাকার খোট্টাডিহির ঘটনা ।

আজ সকালে প্রতিবেশীদের চোখে পড়ে, ঈশিতার মুখের একাংশ পুড়ে গেছে, মানসের কান ফোলা । এমনকি হাতে পেনের নিব ফুটিয়ে দেওয়ার অসংখ্য ক্ষতচিহ্ন । প্রতিবেশীদের জেরার মুখে পড়ে ঘটনার কথা স্বীকার করতে বাধ্য হয় ঈশিতা ও মানসের বাবা অশোক তিওয়ারি । এমনকি কান ধরে উঠবোস করে ক্ষমাও চেয়ে নেন তিনি ।

আরও পড়ুন : স্বাস্থ্যকর্মী না হয়েও ভ্যাকসিন নিলেন তৃণমূল নেতা, শুরু বিতর্ক

জানা যায়, এক ইংরেজি মাধ্যম স্কুলের পড়ে ঈশিতা ও মানস । প্রতিবেশীদের অভিযোগ, এমন ঘটনা কেবল আজকের নয়, বছর খানেক ধরে দুই শিশুর উপর অত্যাচার করছেন অশোক । নিজের ছেলে মেয়ের উপর নৃশংস মারধরের ঘটনায় স্থানীয়রা অশোকের শাস্তির দাবি জানায় ।

পাণ্ডবেশ্বর, 16 জানুয়ারি : অন্যান্য 5 টা দিনের মতোই সকালে পড়তে বসেছিল বছর এগারোর ঈশিতা ও বছর দশেকের মানস, দুই ভাইবোন । কিন্তু সময়ের মধ্যে পড়া করে উঠতে পারেনি তারা । আর তার বদলে মিলল গরম তাওয়ার মার, পেনের নিব ফুটিয়ে দেওয়া । এমনই অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে । পাণ্ডবেশ্বর থানা এলাকার খোট্টাডিহির ঘটনা ।

আজ সকালে প্রতিবেশীদের চোখে পড়ে, ঈশিতার মুখের একাংশ পুড়ে গেছে, মানসের কান ফোলা । এমনকি হাতে পেনের নিব ফুটিয়ে দেওয়ার অসংখ্য ক্ষতচিহ্ন । প্রতিবেশীদের জেরার মুখে পড়ে ঘটনার কথা স্বীকার করতে বাধ্য হয় ঈশিতা ও মানসের বাবা অশোক তিওয়ারি । এমনকি কান ধরে উঠবোস করে ক্ষমাও চেয়ে নেন তিনি ।

আরও পড়ুন : স্বাস্থ্যকর্মী না হয়েও ভ্যাকসিন নিলেন তৃণমূল নেতা, শুরু বিতর্ক

জানা যায়, এক ইংরেজি মাধ্যম স্কুলের পড়ে ঈশিতা ও মানস । প্রতিবেশীদের অভিযোগ, এমন ঘটনা কেবল আজকের নয়, বছর খানেক ধরে দুই শিশুর উপর অত্যাচার করছেন অশোক । নিজের ছেলে মেয়ের উপর নৃশংস মারধরের ঘটনায় স্থানীয়রা অশোকের শাস্তির দাবি জানায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.