ETV Bharat / state

Kerosene Price Hike: রেশনে অমিল কেরোসিন, বন্ধ সাবমার্সিবল পাম্প; সমস্যায় সবজি চাষিরা

রেশনে পাওয়া যাচ্ছে না কেরোসিন (Kerosene Price Hike) ৷ যার জেরে বন্ধ হয়ে রয়েছে কয়েকশো সাবমার্সিবল পাম্প ৷ কেন্দ্রের বঞ্চনায় সেচের অভাবে ফলছে না ফসল বলে অভিযোগ চাষিদের ৷ চরম ক্ষতির মুখে পড়েছে কাঁকসার চাষিরা ৷

author img

By

Published : Dec 3, 2022, 11:01 PM IST

Kerosene Price Hike
Kerosene Price Hike

কাঁকসা, 3 ডিসেম্বর: 2020-21 অর্থবর্ষে কেরোসিনের উপর ভরতুকি তুলে নেয় কেন্দ্রীয় সরকার ৷ যার জেরে বেড়েছে কেরোসিনের দাম (Kerosene Price Hike) । অন্যদিকে, কেন্দ্রীয় সরকার এ রাজ্যে পর্যাপ্ত কেরোসিন পাঠাচ্ছে না বলেও অভিযোগ । ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে রেশনে বন্ধ হতে বসেছে কেরোসিন দেওয়া ।

কেরোসিন বন্ধ হওয়ায় পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার চাষিদের মাথায় হাত পড়েছে । কেরোসিনের অভাবে সাবমার্সিবল পাম্পও বন্ধের মুখে । পেট্রোলে দাম চড়া হওয়ায় পাম্প চালানো সম্ভব হচ্ছে না বলে দাবি চাষিদের । যার জেরে কাঁকসার বিদবিহার গ্রামপঞ্চায়েত ও মলানদিঘি এলাকার কয়েকশো বিঘা জমিতে সবজি চাষ করেও লাভের মুখ দেখছেন না চাষিরা (Farmers facing problems in Kanksa ) । সেচের অভাবে সবজি গাছ মরে যাচ্ছে ৷ কোথাও কোথাও পড়ে রয়েছে বিঘার পর বিঘা জমি । ফলস্বরূপ স্থানীয় বাজারগুলিতেও সবজির ঘাটতি দেখা দিচ্ছে । চাষিদের দাবি, দ্রুত রেশনে কেরোসিন দেওয়া হোক, না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তাঁরা ।

রেশনে অমিল কেরোসিন, বন্ধ সাবমার্সিবল পাম্প; সমস্যায় সবজি চাষিরা

রেশন দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে কেরোসিন পাঠানো কমিয়ে দিয়েছে কেন্দ্র । অন্যদিকে কেরোসিনের চড়া দাম । রেশন ডিলাররা কেরোসিন কিনেও লাভের মুখ দেখছে না ৷ ফলে অনেক জায়গায় রেশনে কেরোসিন দেওয়া কমেছে ৷ আবার অনেক জায়গায় তা বন্ধও রয়েছে ।

আরও পড়ুন: পর্যাপ্ত দাম মিলছে না তুলাইপাঞ্জি চালের, চিন্তায় রায়গঞ্জের কৃষকরা

কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর বলেন,"কেন্দ্রীয় সরকার বারেবের বঞ্চনা করছে রাজ্যবাসীকে । সেচের কাজে চাষিদের সুবিধার জন্য বিকল্প হিসাবে সোলার সাবমার্সিবল করা হচ্ছে । দ্রুত রেশনে কেরোসিন দেওয়া না-হলে চাষিদের নিয়ে আমরাও আন্দোলন শুরু করব ।"

কাঁকসা, 3 ডিসেম্বর: 2020-21 অর্থবর্ষে কেরোসিনের উপর ভরতুকি তুলে নেয় কেন্দ্রীয় সরকার ৷ যার জেরে বেড়েছে কেরোসিনের দাম (Kerosene Price Hike) । অন্যদিকে, কেন্দ্রীয় সরকার এ রাজ্যে পর্যাপ্ত কেরোসিন পাঠাচ্ছে না বলেও অভিযোগ । ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে রেশনে বন্ধ হতে বসেছে কেরোসিন দেওয়া ।

কেরোসিন বন্ধ হওয়ায় পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার চাষিদের মাথায় হাত পড়েছে । কেরোসিনের অভাবে সাবমার্সিবল পাম্পও বন্ধের মুখে । পেট্রোলে দাম চড়া হওয়ায় পাম্প চালানো সম্ভব হচ্ছে না বলে দাবি চাষিদের । যার জেরে কাঁকসার বিদবিহার গ্রামপঞ্চায়েত ও মলানদিঘি এলাকার কয়েকশো বিঘা জমিতে সবজি চাষ করেও লাভের মুখ দেখছেন না চাষিরা (Farmers facing problems in Kanksa ) । সেচের অভাবে সবজি গাছ মরে যাচ্ছে ৷ কোথাও কোথাও পড়ে রয়েছে বিঘার পর বিঘা জমি । ফলস্বরূপ স্থানীয় বাজারগুলিতেও সবজির ঘাটতি দেখা দিচ্ছে । চাষিদের দাবি, দ্রুত রেশনে কেরোসিন দেওয়া হোক, না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তাঁরা ।

রেশনে অমিল কেরোসিন, বন্ধ সাবমার্সিবল পাম্প; সমস্যায় সবজি চাষিরা

রেশন দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে কেরোসিন পাঠানো কমিয়ে দিয়েছে কেন্দ্র । অন্যদিকে কেরোসিনের চড়া দাম । রেশন ডিলাররা কেরোসিন কিনেও লাভের মুখ দেখছে না ৷ ফলে অনেক জায়গায় রেশনে কেরোসিন দেওয়া কমেছে ৷ আবার অনেক জায়গায় তা বন্ধও রয়েছে ।

আরও পড়ুন: পর্যাপ্ত দাম মিলছে না তুলাইপাঞ্জি চালের, চিন্তায় রায়গঞ্জের কৃষকরা

কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর বলেন,"কেন্দ্রীয় সরকার বারেবের বঞ্চনা করছে রাজ্যবাসীকে । সেচের কাজে চাষিদের সুবিধার জন্য বিকল্প হিসাবে সোলার সাবমার্সিবল করা হচ্ছে । দ্রুত রেশনে কেরোসিন দেওয়া না-হলে চাষিদের নিয়ে আমরাও আন্দোলন শুরু করব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.