ETV Bharat / state

Fake Doctor: দুর্গাপুরে গ্রেফতার ভুয়ো চিকিৎসক - Fake Doctor Arrest

অন্যের রেজিস্ট্রেশন ব্যবহার করে চিকিৎসা করার অভিযোগ (Fake Doctor Arrest) । কাঁকসায় গ্রেফতার ভুয়ো চিকিৎসক । ধৃতকে তোলা হয় মহকুমা আদালতে ।

Fake Doctor News
দুর্গাপুরে ভুয়ো চিকিৎসক গ্রেফতার
author img

By

Published : Sep 28, 2022, 2:18 PM IST

দুর্গাপুর, 28 সেপ্টেম্বর: অন্যের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা করানোর অভিযোগে এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করা হল (Fake Doctor Arrest)। ঘটনাটি ঘটেছে কাঁকসায় ৷ ধৃতকে এদিন তোলা হয় মহকুমা আদালতে । ধৃত ওই ভুয়ো চিকিৎসকের নাম দেবাশিস পোড়ে ।

জানা গিয়েছে, ওই চিকিৎসক কলকাতার গড়িয়ার বাসিন্দা । দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসকের পরিচয় দিয়ে পানাগড়ের একটি ক্লিনিকে চিকিৎসা করছিল ।‌ কিছু মানুষের সন্দেহ হওয়ায় স্বাস্থ্য আধিকারিকেরর কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হয় তার নামে ।‌ স্বাস্থ্য আধিকারিক তদন্তে নামে এবং জানতে পারে সম্পূর্ণ ভুয়াে চিকিৎসক এই দেবাশিস পোড়ে । তারপর থেকেই পুলিশের নজর এড়িয়ে ছিলেন ওই ভুয়ো চিকিৎসক ।‌

দুর্গাপুরে ভুয়ো চিকিৎসক গ্রেফতার

আরও পড়ুন: বাপের বাড়ি যেতে বাধা, রাগের চোটে একটানে শ্বশুরের অণ্ডকোষ ছিঁড়লেন বধূ

মঙ্গলবার পানাগড় বাজার বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয় তাকে । বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয় । পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে তোলা হয় মহকুমা আদালতে । পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ ।

দুর্গাপুর, 28 সেপ্টেম্বর: অন্যের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা করানোর অভিযোগে এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করা হল (Fake Doctor Arrest)। ঘটনাটি ঘটেছে কাঁকসায় ৷ ধৃতকে এদিন তোলা হয় মহকুমা আদালতে । ধৃত ওই ভুয়ো চিকিৎসকের নাম দেবাশিস পোড়ে ।

জানা গিয়েছে, ওই চিকিৎসক কলকাতার গড়িয়ার বাসিন্দা । দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসকের পরিচয় দিয়ে পানাগড়ের একটি ক্লিনিকে চিকিৎসা করছিল ।‌ কিছু মানুষের সন্দেহ হওয়ায় স্বাস্থ্য আধিকারিকেরর কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হয় তার নামে ।‌ স্বাস্থ্য আধিকারিক তদন্তে নামে এবং জানতে পারে সম্পূর্ণ ভুয়াে চিকিৎসক এই দেবাশিস পোড়ে । তারপর থেকেই পুলিশের নজর এড়িয়ে ছিলেন ওই ভুয়ো চিকিৎসক ।‌

দুর্গাপুরে ভুয়ো চিকিৎসক গ্রেফতার

আরও পড়ুন: বাপের বাড়ি যেতে বাধা, রাগের চোটে একটানে শ্বশুরের অণ্ডকোষ ছিঁড়লেন বধূ

মঙ্গলবার পানাগড় বাজার বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয় তাকে । বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয় । পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে তোলা হয় মহকুমা আদালতে । পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.