দুর্গাপুর, 17 নভেম্বর : ভারতীয় সেনার গোয়েন্দা বিভাগের জওয়ানদের তৎপরতায় এক ভুয়ো সেনা জওয়ানকে গ্রেফতার করা হল বুদবুদের মানকরে।
পানাগড় সেনা ছাউনির গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গিয়েছে, নদিয়ার নাকাশিপাড়ার বাসিন্দা ওই ব্যক্তির নাম স্বপন মণ্ডল ৷ মঙ্গলবার বুদবুদের মানকর স্টেশনের কাছে এক যুবতীকে রাজ্য পুলিশের মহিলা কনস্টেবল পদে চাকরি দেওয়ার জন্য ডাকে সে। এক যুবককে সঙ্গে নিয়ে ওই যুবতী ওই ব্য়ক্তির সঙ্গে দেখা করতে আসেন। স্বপন মণ্ডল সেনার উচ্চ-পদস্থ জওয়ানের পোশাক পরে আসে তাঁদের সঙ্গে দেখা করতে।
জানা গিয়েছে, ওই যুবতী একা নন, পুলিশে চাকরি দেওয়ার নাম করে মঙ্গলবার 13 জনকে ডেকেছিলেন ওই ব্যক্তি মানকর স্টেশনের সামনে যখন ওই ব্যক্তি ওই যুবতীর সঙ্গে কথা বলছিলেন, সে সময় তাকে দেখে সন্দেহ হয় সেখানে উপস্থিত সেনার গোয়েন্দা বিভাগের কয়েকজন আধিকারিকের ৷ শুরু হয় স্বপন মণ্ডলের জিজ্ঞাসাবাদ ৷ কিন্তু পরিস্থিতি বেগতিক দেখা স্কুটি নিয়ে এলাকা ছেড়ে পালায় ওই অভিযুক্ত ৷
আরও পড়ুন : R G Kar Medical College : জুনিয়র ডাক্তারদের পরিষেবার বিষয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে, হলফনামা আন্দোলনকারীদের
পরে পানাগড় সেনা ছাউনির 1 নম্বর গেটের কাছে তাকে আটক করে সেনার গোয়েন্দা বিভাগের কর্মীরা। তাকে জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার সন্ধ্যায় বুদবুদ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ স্বপন মণ্ডল নামের ওই ভুয়ো সেনা জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে তার স্কুটিটিও। সেনা সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি 2012 সালে সেনার চাকরি ছেড়ে পালিয়ে যায়। সেনার তরফ থেকে ওই ব্যক্তিকে পলাতক তকমা দেওয়া হয়েছিল।