ETV Bharat / state

দুর্গাপুরে পুড়ে ছাই কারখানার একটি ইউনিট - কারখানায় আগুন

রবিবার রাতে আগুন লাগে দুর্গাপুরের একটি কারখানার বিশেষ বিভাগে ৷ ওই বিভাগে আলকাতরা মজুত ছিল ৷ তাই সহজেই তা ভয়াবহ আকার ধারণ করে ৷

ভয়াবহ অগ্নিকাণ্ড কারখানায়
ভয়াবহ অগ্নিকাণ্ড কারখানায়
author img

By

Published : Jun 7, 2021, 2:46 PM IST

দুর্গাপুর, 7 জুন : একটি বেসরকারি কারখানায় আগুন লেগে প্রায় ভস্মীভূত একটি বিশেষ বিভাগ ৷ রবিবার রাত 10 টা নাগাদ দুর্গাপুরের গ্রাফাইট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কারখানার একটি বিশেষ বিভাগে আগুন লাগে । এই বিভাগে উৎপাদনের প্রয়োজনে তরল পিচের ব্যবহার কারা হয়।

আরও পড়ুন : ব্ল্যাক বক্স অ্যাটাক করে এটিএম থেকে কোটি টাকা লুঠ

সেই তরল পিচের লাইনে আগুন লেগে পুরো ডিপার্টমেন্টে ছড়িয়ে পড়ে । ভয়াবহ আকার ধারণ করে ৷ দমকল আসার আগে গ্রাফাইটের কর্মীরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়েন আগুন নেভাতে ৷ পরে দমকলের একটি ইঞ্জিন এসে কর্বন ডাই অক্সাইড ফোম ও জলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে ।

ভয়াবহ অগ্নিকাণ্ড কারখানায়

ওই বিভাগের আগুন নেভাতে তিন ঘণ্টা সময় লাগে ৷ তবে এই অগ্নিকাণ্ডে যে ভাবে ওই বিভাগের ক্ষতি হয়েছে, তাতে কয়েক মাস ওই বিভাগে উৎপাদন বন্ধ রাখতে হবে বলে মনে করছে কারখানা কর্তৃপক্ষ । সোমবার সকাল থেকে বাকি বিভাগগুলিতে উৎপাদন শুরু হয়েছে ৷

দুর্গাপুর, 7 জুন : একটি বেসরকারি কারখানায় আগুন লেগে প্রায় ভস্মীভূত একটি বিশেষ বিভাগ ৷ রবিবার রাত 10 টা নাগাদ দুর্গাপুরের গ্রাফাইট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কারখানার একটি বিশেষ বিভাগে আগুন লাগে । এই বিভাগে উৎপাদনের প্রয়োজনে তরল পিচের ব্যবহার কারা হয়।

আরও পড়ুন : ব্ল্যাক বক্স অ্যাটাক করে এটিএম থেকে কোটি টাকা লুঠ

সেই তরল পিচের লাইনে আগুন লেগে পুরো ডিপার্টমেন্টে ছড়িয়ে পড়ে । ভয়াবহ আকার ধারণ করে ৷ দমকল আসার আগে গ্রাফাইটের কর্মীরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়েন আগুন নেভাতে ৷ পরে দমকলের একটি ইঞ্জিন এসে কর্বন ডাই অক্সাইড ফোম ও জলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে ।

ভয়াবহ অগ্নিকাণ্ড কারখানায়

ওই বিভাগের আগুন নেভাতে তিন ঘণ্টা সময় লাগে ৷ তবে এই অগ্নিকাণ্ডে যে ভাবে ওই বিভাগের ক্ষতি হয়েছে, তাতে কয়েক মাস ওই বিভাগে উৎপাদন বন্ধ রাখতে হবে বলে মনে করছে কারখানা কর্তৃপক্ষ । সোমবার সকাল থেকে বাকি বিভাগগুলিতে উৎপাদন শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.