ETV Bharat / state

Cattle Smuggling Case: রাজ্যে ফেরার পথ কি তবে বন্ধ কেষ্ট'র ? গরুপাচার মামলা দিল্লি নিয়ে যেতে চায় ইডি - আসানসোল আদালত

গরুপাচার সংক্রান্ত মামলা এরাজ্য থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে যেতে চায় ইডি ৷ এই মর্মে শুক্রবার আসানসোলে বিশেষ সিবিআই আদালতে আবেদন করেছে ইডি ৷ বর্তমানে এই মামলাতেই দিল্লির তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডল ৷

ETV Bharat
অনুব্রত মণ্ডল
author img

By

Published : Jul 28, 2023, 10:41 PM IST

আসানসোল, 28 জুলাই: গরুপাচার সংক্রান্ত সমস্ত মামলা দিল্লিতে সরিয়ে নিয়ে যেতে চায় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ৷ শুক্রবার আসানসোলে বিশেষ সিবিআই আদালতে এই সংক্রান্ত একটি আবেদন করেছে ইডি । আসানসোল সিবিআই আদালতের বিচারক আগামী 19 অগস্ট এই মামলার শুনানীর দিন ধার্য করেছেন । গরুপাচার মামলায় ধৃত বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের আইনজীবী সোমনাথ চট্টরাজ ইডি-র এই আবেদনের বিরোধিতা করবেন বলে জানিয়েছেন ৷

উল্লেখ্য, এই মুহূর্তে গরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল, তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, অনুব্রতকন্যা সুকন্যা মণ্ডল কিংবা গরুপাচার কাণ্ডের মূলচক্রী এনামূল হক দিল্লির তিহাড় জেলে আছেন । দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে ইডি'র মামলা চলার পাশাপাশি আসানসোল সিবিআই আদালতেও গরুপাচার সংক্রান্ত মামলা চলছে । এই মামলার তদন্তের সঙ্গে যুক্ত সিবিআইও ৷ গরুপাচার মামলায় সিবিআই চার্জশিটও জমা করেছে । এবার ট্রায়াল শুরু হওয়ার কথা । কিন্তু তার মধ্যে ইডি আবেদন, গরুপাচার সংক্রান্ত সমস্ত মামলাকে দিল্লি নিয়ে যাওয়া হোক ।

আরও পড়ুন: কামদুনি গণধর্ষণ মামলায় দোষীদের ফাঁসির দাবিতে মামলা, রায়দান স্থগিত হাইকোর্টে

এক্ষেত্রে ইডি-র যুক্তি, যখন এই মামলার সমস্ত মূল অভিযুক্তরা দিল্লির তিহাড়ে জেলে আছেন, তখন এই মামলার শুনানি রাউজ অ্যাভিনিউ কোর্টে নিয়ে যাওয়া হলে সুবিধে হবে । যদিও অনুব্রত মণ্ডলের আইনজীবী সোমনাথ চট্টরাজের মতে, আসানসোল সিবিআই আদালত অনুমতি দিলে গরুপাচার মামলার ট্রায়াল দিল্লিতেই হবে । সেক্ষেত্রে সমস্ত সাক্ষীকে দিল্লিতে নিয়ে যেতে হবে ট্রায়ালের সময় । শুধু তাই নয় সিবিআই মামলার সব নথিও দিল্লি নিয়ে যেতে হবে ।

আরও পড়ুন: রামনবমী মামলায় এনআইএ তদন্ত ঠেকাতে মরিয়া রাজ্য, আবেদনই শুনলেন না বিচারপতি

তাই আদালত কী রায় দেয়, সেদিকেই সবাই তাকিয়ে । যদিও অনুব্রত মণ্ডলের আইনজীবী জানিয়েছেন, তিনি আদালতে ইডি-র আবেদনের বিরোধিতা করবেন । পাশাপাশি তিনি আবেদন জানাবেন, যদি আইনগতভাবে সম্ভব হয় তাহলে ইডি মামলাটিকে বিশেষ আদালত করে এখানেই শুনানি করা হোক । কারণ এই মামলার সাক্ষ্যরা সব এখানকারই । তাঁদের ট্রায়ালের সময় দিল্লি নিয়ে গিয়ে সাক্ষ্যদানের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হতে পারে । আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়েছেন, এই সংক্রান্ত মামলার শুনানি আগামী 19 অগস্ট হবে ৷ তবে যদি গরুপাচার সংক্রান্ত সব মামলার শুনানি সত্যিই দিল্লিতে হয়। কিংবা সিবিআই মামলার ট্রায়াল দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে হয়, তবে অনুব্রত'র এরাজ্যে এখন ফেরা প্রায় অনিশ্চিত বলা যায় ।

আসানসোল, 28 জুলাই: গরুপাচার সংক্রান্ত সমস্ত মামলা দিল্লিতে সরিয়ে নিয়ে যেতে চায় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ৷ শুক্রবার আসানসোলে বিশেষ সিবিআই আদালতে এই সংক্রান্ত একটি আবেদন করেছে ইডি । আসানসোল সিবিআই আদালতের বিচারক আগামী 19 অগস্ট এই মামলার শুনানীর দিন ধার্য করেছেন । গরুপাচার মামলায় ধৃত বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের আইনজীবী সোমনাথ চট্টরাজ ইডি-র এই আবেদনের বিরোধিতা করবেন বলে জানিয়েছেন ৷

উল্লেখ্য, এই মুহূর্তে গরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল, তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, অনুব্রতকন্যা সুকন্যা মণ্ডল কিংবা গরুপাচার কাণ্ডের মূলচক্রী এনামূল হক দিল্লির তিহাড় জেলে আছেন । দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে ইডি'র মামলা চলার পাশাপাশি আসানসোল সিবিআই আদালতেও গরুপাচার সংক্রান্ত মামলা চলছে । এই মামলার তদন্তের সঙ্গে যুক্ত সিবিআইও ৷ গরুপাচার মামলায় সিবিআই চার্জশিটও জমা করেছে । এবার ট্রায়াল শুরু হওয়ার কথা । কিন্তু তার মধ্যে ইডি আবেদন, গরুপাচার সংক্রান্ত সমস্ত মামলাকে দিল্লি নিয়ে যাওয়া হোক ।

আরও পড়ুন: কামদুনি গণধর্ষণ মামলায় দোষীদের ফাঁসির দাবিতে মামলা, রায়দান স্থগিত হাইকোর্টে

এক্ষেত্রে ইডি-র যুক্তি, যখন এই মামলার সমস্ত মূল অভিযুক্তরা দিল্লির তিহাড়ে জেলে আছেন, তখন এই মামলার শুনানি রাউজ অ্যাভিনিউ কোর্টে নিয়ে যাওয়া হলে সুবিধে হবে । যদিও অনুব্রত মণ্ডলের আইনজীবী সোমনাথ চট্টরাজের মতে, আসানসোল সিবিআই আদালত অনুমতি দিলে গরুপাচার মামলার ট্রায়াল দিল্লিতেই হবে । সেক্ষেত্রে সমস্ত সাক্ষীকে দিল্লিতে নিয়ে যেতে হবে ট্রায়ালের সময় । শুধু তাই নয় সিবিআই মামলার সব নথিও দিল্লি নিয়ে যেতে হবে ।

আরও পড়ুন: রামনবমী মামলায় এনআইএ তদন্ত ঠেকাতে মরিয়া রাজ্য, আবেদনই শুনলেন না বিচারপতি

তাই আদালত কী রায় দেয়, সেদিকেই সবাই তাকিয়ে । যদিও অনুব্রত মণ্ডলের আইনজীবী জানিয়েছেন, তিনি আদালতে ইডি-র আবেদনের বিরোধিতা করবেন । পাশাপাশি তিনি আবেদন জানাবেন, যদি আইনগতভাবে সম্ভব হয় তাহলে ইডি মামলাটিকে বিশেষ আদালত করে এখানেই শুনানি করা হোক । কারণ এই মামলার সাক্ষ্যরা সব এখানকারই । তাঁদের ট্রায়ালের সময় দিল্লি নিয়ে গিয়ে সাক্ষ্যদানের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হতে পারে । আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়েছেন, এই সংক্রান্ত মামলার শুনানি আগামী 19 অগস্ট হবে ৷ তবে যদি গরুপাচার সংক্রান্ত সব মামলার শুনানি সত্যিই দিল্লিতে হয়। কিংবা সিবিআই মামলার ট্রায়াল দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে হয়, তবে অনুব্রত'র এরাজ্যে এখন ফেরা প্রায় অনিশ্চিত বলা যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.