ETV Bharat / state

মুখে কাপড় বেঁধে এসে ইসিএল কর্মীকে গুলি দুষ্কৃতীদের - অন্ডালে শুট আউট, আশঙ্কাজনক ইসিএল কর্মী

গুলিবিদ্ধ ইসিএল কর্মীকে প্রথমে কাজোড়ার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ৷ তবে অবস্থা অবনতি হলে তাঁকে দুর্গাপুরে স্থানান্তরিত করা হয় ৷

অন্ডাল শুট আউটে  গুলিবিদ্ধ ইসিএল  কর্মী ৷
অন্ডাল শুট আউটে গুলিবিদ্ধ ইসিএল কর্মী ৷
author img

By

Published : Jan 21, 2021, 9:57 AM IST

দুর্গাপুর, 21 জানুয়ারি : নিজের গ্রামে গুলিবিদ্ধ এক ইসিএল কর্মী ৷ রঞ্জিত বাউরি ৷ ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার হরিশপুর গ্রামে ৷ বুধবার রাত 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে ৷

গ্রামের প্রাইমারি স্কুল ময়দানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রঞ্জিতবাবু ৷ সেইসময় দু’জন দুষ্কৃতী বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ । দুষ্কৃতীদের চালানো গুলি রঞ্জিতবাবুর পিঠে লাগে ।

বন্ধুদের সাহায্যে তাঁকে প্রথমে কাজোড়ার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁর অবস্থার অবনতি হলে পুলিশের সহযোগিতায় তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । তবে অন্ধকার ও দুষ্কৃতীরা মুখে কাপড় বেঁধে থাকায় তাদের চেনা সম্ভব হয়নি । ঘটনার পরে অন্ডাল থানার পুলিশ তদন্তে নেমেছে । কী কারণে এই গুলি ? পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷

দুর্গাপুর, 21 জানুয়ারি : নিজের গ্রামে গুলিবিদ্ধ এক ইসিএল কর্মী ৷ রঞ্জিত বাউরি ৷ ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার হরিশপুর গ্রামে ৷ বুধবার রাত 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে ৷

গ্রামের প্রাইমারি স্কুল ময়দানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রঞ্জিতবাবু ৷ সেইসময় দু’জন দুষ্কৃতী বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ । দুষ্কৃতীদের চালানো গুলি রঞ্জিতবাবুর পিঠে লাগে ।

বন্ধুদের সাহায্যে তাঁকে প্রথমে কাজোড়ার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁর অবস্থার অবনতি হলে পুলিশের সহযোগিতায় তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । তবে অন্ধকার ও দুষ্কৃতীরা মুখে কাপড় বেঁধে থাকায় তাদের চেনা সম্ভব হয়নি । ঘটনার পরে অন্ডাল থানার পুলিশ তদন্তে নেমেছে । কী কারণে এই গুলি ? পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.