ETV Bharat / state

পাণ্ডবেশ্বরে কয়লা খনিতে ডুলি বিভ্রাট, দীর্ঘক্ষণ আটকে 2 শ্রমিক - durgapur

আজ সকালে পাণ্ডবেশ্বরের এবি পিট কয়লা খনিতে শ্রমিকরা খনিগর্ভে নামার সময় মাঝপথে আটকে যায় ডুলি । দু'জন দীর্ঘক্ষণ আটকে থাকেন । প্রায় তিন ঘণ্টা ধরে চেষ্টার পর যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ওই ডুলি আবার উপরে তোলা হয় ।

colliery
খনি
author img

By

Published : Apr 23, 2020, 1:42 PM IST

দুর্গাপুর, 23 এপ্রিল: ECL-এর পাণ্ডবেশ্বরের কয়লা খনিতে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে আটকে গেল ডুলি । দুইজন দীর্ঘক্ষণ আটকে থাকেন খনিতে । আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য শ্রমিকরা । নিয়মিত এই ডুলিগুলিকে রক্ষণাবেক্ষণ করা হয় না বলে অভিযোগ শ্রমিকদের একাংশের ।

আজ সকালে পাণ্ডবেশ্বরের এবি পিট কয়লা খনির শ্রমিকরা খনিগর্ভে নামার সময় মাঝপথে আটকে যায় ডুলি । দু'জন দীর্ঘক্ষণ আটকে থাকেন । প্রায় তিন ঘণ্টা ধরে চেষ্টার পর যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ওই ডুলি আবার উপরে তোলা হয় । কিন্তু বারবার কয়লা খনিগুলিতে এই ধরনের বিভ্রাট কেন হচ্ছে ? কেন ঠিকমতো রক্ষণাবেক্ষণের বিষয়গুলি দেখা হচ্ছে না ? তা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিকরা । ডুলি খনিগর্ভে পড়ে গেলে আটকে থাকা দু'জন শ্রমিকের মারাত্মক বিপদ হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা । এর আগেও একাধিক কয়লা খনিতে সমস্যায় পড়তে হয়েছে শ্রমিকদের ।

খনি শ্রমিকরা তাঁদের নিরাপত্তা নিয়ে বহুবার সরব হলেও ECL-এর বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠছে । বারবার ECL কর্তৃপক্ষের কাছে সমস্যার বিষয়গুলি জানানো হয়েছে শ্রমিক সংগঠনগুলির তরফে । কিন্তু লাভের লাভ কিছুই হয়নি বলে অভিযোগ । এখনও পর্যন্ত কয়লা খনিগুলির জরুরি ক্ষেত্রগুলিতে প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণ হয় না বলে অভিযোগ তুলেছেন শ্রমিকরা । ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই কাজ করতে হয় তাঁদের ।

দুর্গাপুর, 23 এপ্রিল: ECL-এর পাণ্ডবেশ্বরের কয়লা খনিতে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে আটকে গেল ডুলি । দুইজন দীর্ঘক্ষণ আটকে থাকেন খনিতে । আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য শ্রমিকরা । নিয়মিত এই ডুলিগুলিকে রক্ষণাবেক্ষণ করা হয় না বলে অভিযোগ শ্রমিকদের একাংশের ।

আজ সকালে পাণ্ডবেশ্বরের এবি পিট কয়লা খনির শ্রমিকরা খনিগর্ভে নামার সময় মাঝপথে আটকে যায় ডুলি । দু'জন দীর্ঘক্ষণ আটকে থাকেন । প্রায় তিন ঘণ্টা ধরে চেষ্টার পর যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ওই ডুলি আবার উপরে তোলা হয় । কিন্তু বারবার কয়লা খনিগুলিতে এই ধরনের বিভ্রাট কেন হচ্ছে ? কেন ঠিকমতো রক্ষণাবেক্ষণের বিষয়গুলি দেখা হচ্ছে না ? তা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিকরা । ডুলি খনিগর্ভে পড়ে গেলে আটকে থাকা দু'জন শ্রমিকের মারাত্মক বিপদ হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা । এর আগেও একাধিক কয়লা খনিতে সমস্যায় পড়তে হয়েছে শ্রমিকদের ।

খনি শ্রমিকরা তাঁদের নিরাপত্তা নিয়ে বহুবার সরব হলেও ECL-এর বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠছে । বারবার ECL কর্তৃপক্ষের কাছে সমস্যার বিষয়গুলি জানানো হয়েছে শ্রমিক সংগঠনগুলির তরফে । কিন্তু লাভের লাভ কিছুই হয়নি বলে অভিযোগ । এখনও পর্যন্ত কয়লা খনিগুলির জরুরি ক্ষেত্রগুলিতে প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণ হয় না বলে অভিযোগ তুলেছেন শ্রমিকরা । ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই কাজ করতে হয় তাঁদের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.