ETV Bharat / state

TMC MLA Narendranath Chakraborty : প্রকাশ্যে ভোটারদের হুমকি ! তৃণমূল বিধায়কের পায়ে বেড়ি নির্বাচন কমিশনের

ভিডিয়োয় দেখা গিয়েছে তৃণমূল বিধায়ক বিজেপি ভোটারদের হুমকি দেওয়ার কতা বলছেন ঘাসফুলের কর্মীদের ৷ এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছিল বঙ্গ বিজেপি (TMC MLA Narendranath Chakraborty) ৷

EC steps against TMC MLA Narendranath Chakraborty
পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী
author img

By

Published : Mar 30, 2022, 12:34 PM IST

Updated : Mar 30, 2022, 1:17 PM IST

পাণ্ডবেশ্বর, 30 মার্চ : আসন্ন উপনির্বাচন সংক্রান্ত কোনও জনসভা, ব়্যালি, রোড শো এবং সাক্ষাৎকার দিতে পারবেন না তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ৷ এই নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন ৷ 30 মার্চ সকাল 10টা থেকে 6 এপ্রিল রাত 8টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা মেনে চলতে হবে পাণ্ডবেশ্বরের বিধায়ককে ৷ অভিযোগ, তিনি আদর্শ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন ৷ (EC prohibits Pandabeswar TMC MLA Narendranath Chakraborty from holding any public meetings, rallies, roadshows for 7 days) ৷

বিষয়টি জানিয়ে টুইট করেছেন বিজেপি-র আইটি সেলের অমিত মালব্য (Amit Malviya) ৷ তিনি লিখেছেন, "তৃণমূল বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী আসানসোলে ভোটারদের ভয় দেখাচ্ছিলেন ৷ নির্বাচন কমিশনের এই পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের শয়তানের সাম্রাজ্যের বিরুদ্ধে একটা সতর্কতা ৷" অমিত জানান, বাংলার মানুষ এর প্রতিটি ইট ধ্বংস করে একটা অন্ধকার জায়গায় পুঁতে দেবে ৷ যেখান থেকে আর কখনও উঠে আসতে পারবে না তৃণমূল ৷

  • EC’s action against TMC MLA Naren Chakraborty for intimidating voters in Asansol is a grim reminder of the evil regime Mamata Banerjee runs. But the people of Bengal will demolish it brick by brick and bury it in some dark place from where it won’t be able to rise ever again… pic.twitter.com/gIj264Khx0

    — Amit Malviya (@amitmalviya) March 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Asansol Bye Election 2022 : বিরোধীদের শায়েরি-তোপ, দুর্গাপুরে প্রচারে শত্রুঘ্ন সিনহা

সম্প্রতি একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, নরেন্দ্রনাথ চক্রবর্তী দলীয় সভায় বিজেপি সমর্থকদের খোলাখুলি হুমকি দিচ্ছেন ৷ পশ্চিম বর্ধমানের হরিপুরে তিনি তৃণমূলের কর্মীদের নির্দেশ দিচ্ছেন, তারা যেন বিজেপি সমর্থকদের ভয় দেখায় ৷ যাতে কোনও বিজেপি সমর্থক, কর্মী পদ্মফুলে ভোট না দেয় ৷ এর প্রতিবাদে মঙ্গলবার বিজেপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে বিষয়টি জানায় ৷ তারপরে এই পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন ৷ ওই বিতর্কিত ভিডিয়োটি পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে লিখেছিলেন, "পাণ্ডবেশ্বরের (আসানসোল) বিধায়ক নরেন চক্রবর্তী বিজেপি ভোটারদের খোলাখুলি হুমকি দিচ্ছে ৷"

  • TMC’s Pandaveswar (Asansol) MLA Naren Chakraborty, is seen issuing open threats to BJP voters and supporters, asking them not to come out and vote, or else face consequences. Such criminals should be behind bars but in Bengal Mamata Banerjee patronises them.

    ECI must take note. pic.twitter.com/5KiPsPZHVG

    — Amit Malviya (@amitmalviya) March 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাণ্ডবেশ্বর, 30 মার্চ : আসন্ন উপনির্বাচন সংক্রান্ত কোনও জনসভা, ব়্যালি, রোড শো এবং সাক্ষাৎকার দিতে পারবেন না তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ৷ এই নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন ৷ 30 মার্চ সকাল 10টা থেকে 6 এপ্রিল রাত 8টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা মেনে চলতে হবে পাণ্ডবেশ্বরের বিধায়ককে ৷ অভিযোগ, তিনি আদর্শ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন ৷ (EC prohibits Pandabeswar TMC MLA Narendranath Chakraborty from holding any public meetings, rallies, roadshows for 7 days) ৷

বিষয়টি জানিয়ে টুইট করেছেন বিজেপি-র আইটি সেলের অমিত মালব্য (Amit Malviya) ৷ তিনি লিখেছেন, "তৃণমূল বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী আসানসোলে ভোটারদের ভয় দেখাচ্ছিলেন ৷ নির্বাচন কমিশনের এই পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের শয়তানের সাম্রাজ্যের বিরুদ্ধে একটা সতর্কতা ৷" অমিত জানান, বাংলার মানুষ এর প্রতিটি ইট ধ্বংস করে একটা অন্ধকার জায়গায় পুঁতে দেবে ৷ যেখান থেকে আর কখনও উঠে আসতে পারবে না তৃণমূল ৷

  • EC’s action against TMC MLA Naren Chakraborty for intimidating voters in Asansol is a grim reminder of the evil regime Mamata Banerjee runs. But the people of Bengal will demolish it brick by brick and bury it in some dark place from where it won’t be able to rise ever again… pic.twitter.com/gIj264Khx0

    — Amit Malviya (@amitmalviya) March 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Asansol Bye Election 2022 : বিরোধীদের শায়েরি-তোপ, দুর্গাপুরে প্রচারে শত্রুঘ্ন সিনহা

সম্প্রতি একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, নরেন্দ্রনাথ চক্রবর্তী দলীয় সভায় বিজেপি সমর্থকদের খোলাখুলি হুমকি দিচ্ছেন ৷ পশ্চিম বর্ধমানের হরিপুরে তিনি তৃণমূলের কর্মীদের নির্দেশ দিচ্ছেন, তারা যেন বিজেপি সমর্থকদের ভয় দেখায় ৷ যাতে কোনও বিজেপি সমর্থক, কর্মী পদ্মফুলে ভোট না দেয় ৷ এর প্রতিবাদে মঙ্গলবার বিজেপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে বিষয়টি জানায় ৷ তারপরে এই পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন ৷ ওই বিতর্কিত ভিডিয়োটি পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে লিখেছিলেন, "পাণ্ডবেশ্বরের (আসানসোল) বিধায়ক নরেন চক্রবর্তী বিজেপি ভোটারদের খোলাখুলি হুমকি দিচ্ছে ৷"

  • TMC’s Pandaveswar (Asansol) MLA Naren Chakraborty, is seen issuing open threats to BJP voters and supporters, asking them not to come out and vote, or else face consequences. Such criminals should be behind bars but in Bengal Mamata Banerjee patronises them.

    ECI must take note. pic.twitter.com/5KiPsPZHVG

    — Amit Malviya (@amitmalviya) March 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Mar 30, 2022, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.