ETV Bharat / state

মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ছে DVC

author img

By

Published : Aug 5, 2020, 10:05 PM IST

মাইথন ও পাঞ্চেত ড্যাম থেকে জল ছাড়া শুরু করেছে । DVC-র দাবি, ছাড়া জলের পরিমাণ খুব বেশি নয় যাতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে । বৃষ্টিপাত বেশি হলে বেশি পরিমাণে জল ছাড়ার ইঙ্গিত দিয়েছে DVC ।

DVC is releasing water from Maithon and Panchet dam
DVC is releasing water from Maithon and Panchet dam

আসানসোল, 5 অগাস্ট : গত দুদিনের টানা বৃষ্টিতে জল ছাড়া শুরু করল DVC-র মাইথন এবং পাঞ্চেত ড্যাম । যদিও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন পরিমাণ জল ছাড়া হয়নি বলে DVC দাবি করেছে । শুধু তাই নয় দুটি জলাধারেই বিপদসীমার নিচেই রয়েছে জলস্তর । তবে ঝাড়খন্ডে বেশি বৃষ্টিপাত হলে বেশি পরিমাণে জল ছাড়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে DVC-র পক্ষ থেকে ।

গত দুদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে DVC-র পাঞ্চেত ও মাইথন ড্যামের জলাধার ভরেছে । ঝাড়খন্ডের দিকেও বৃষ্টিপাত হওয়ায় DVC-র তেনুঘাট ও তিলাইয়া ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে ঝাড়খন্ডে । সেই জল জমা হয় DVC র পাঞ্চেত ও মাইথন জলাধারে । চাপ সৃষ্টি হওয়ায় পাঞ্চেত ও মাইথন থেকে জল ছাড়া হচ্ছে নিয়মিত ।

DVC সূত্রে খবর, গত 24 ঘণ্টায় মাইথন থেকে 27 হাজার 564 কিউসেক জল ছাড়া হয়েছে । মাইথন ড্যামে ঢুকেছে 18 হাজার 38 কিউসেক জল । মাইথন ড্যামের উচ্চতা 495 ফুট। বর্তমানে জল রয়েছে 474.64 ফুট উচ্চতায় । পাঞ্চেতে ঢুকেছে 23 হাজার 113 কিউসেক জল, জল ছাড়া হয়েছে 22 হাজার 92 কিউসেক । পাঞ্চেত জলাধারের উচ্চতা 425 ফুট। পাঞ্চেতে বর্তমানে 406.86 ফুট উচ্চতায় জল রয়েছে ।

এমনিতে প্রতিদিনই 23 হাজার কিউসেক জল ছাড়া হয় । পানীয়জল, কলকারখানা ও নানা কারণে । সেই অর্থে এখনও বন্যা পরিস্থিতি সৃষ্টির মত জল ছাড়া হয়নি । তবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে জল ছাড়া বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ।

আসানসোল, 5 অগাস্ট : গত দুদিনের টানা বৃষ্টিতে জল ছাড়া শুরু করল DVC-র মাইথন এবং পাঞ্চেত ড্যাম । যদিও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন পরিমাণ জল ছাড়া হয়নি বলে DVC দাবি করেছে । শুধু তাই নয় দুটি জলাধারেই বিপদসীমার নিচেই রয়েছে জলস্তর । তবে ঝাড়খন্ডে বেশি বৃষ্টিপাত হলে বেশি পরিমাণে জল ছাড়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে DVC-র পক্ষ থেকে ।

গত দুদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে DVC-র পাঞ্চেত ও মাইথন ড্যামের জলাধার ভরেছে । ঝাড়খন্ডের দিকেও বৃষ্টিপাত হওয়ায় DVC-র তেনুঘাট ও তিলাইয়া ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে ঝাড়খন্ডে । সেই জল জমা হয় DVC র পাঞ্চেত ও মাইথন জলাধারে । চাপ সৃষ্টি হওয়ায় পাঞ্চেত ও মাইথন থেকে জল ছাড়া হচ্ছে নিয়মিত ।

DVC সূত্রে খবর, গত 24 ঘণ্টায় মাইথন থেকে 27 হাজার 564 কিউসেক জল ছাড়া হয়েছে । মাইথন ড্যামে ঢুকেছে 18 হাজার 38 কিউসেক জল । মাইথন ড্যামের উচ্চতা 495 ফুট। বর্তমানে জল রয়েছে 474.64 ফুট উচ্চতায় । পাঞ্চেতে ঢুকেছে 23 হাজার 113 কিউসেক জল, জল ছাড়া হয়েছে 22 হাজার 92 কিউসেক । পাঞ্চেত জলাধারের উচ্চতা 425 ফুট। পাঞ্চেতে বর্তমানে 406.86 ফুট উচ্চতায় জল রয়েছে ।

এমনিতে প্রতিদিনই 23 হাজার কিউসেক জল ছাড়া হয় । পানীয়জল, কলকারখানা ও নানা কারণে । সেই অর্থে এখনও বন্যা পরিস্থিতি সৃষ্টির মত জল ছাড়া হয়নি । তবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে জল ছাড়া বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.