ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর তহবিলে 10 হাজার অনুদান দুর্গাপুরের 5 ক্লাবের - 600 দুস্থ পরিবারের ভরণ পোষণ ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 10 হাজার টাকা দান করল দুর্গাপুরের 5 টি ক্লাব

দুর্গাপুর নগর নিগমের 23 নম্বর ওয়ার্ডের পাঁচটি ক্লাব পাশে দাঁড়াল গরিব মানুষগুলোর ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করল 10 হাজার টাকা ৷

Durgapur's 5 clubs took responsibility of 600 poor families and gave 10 thousand rupees to cm corona relief fund
600 দুস্থ পরিবারের ভরণ পোষণ ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 10 হাজার টাকা দান করল দুর্গাপুরের 5 টি ক্লাব
author img

By

Published : Apr 4, 2020, 4:48 PM IST

দুর্গাপুর , 4 এপ্রিল : কোরোনা সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে লকডাউন ৷ ফলে বিপাকে পড়েছে দুস্থ খেটে খাওয়া মানুষেরা ৷ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর তরফে খোলা হয়েছে ত্রাণ তহবিল ৷ এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছে বহু মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠন । ত্রাণ তহবিলে দান করছেন বিভিন্ন মানুষ ৷ এবার দুর্গাপুর নগর নিগমের 23 নম্বর ওয়ার্ডের পাঁচটি ক্লাব পাশে দাঁড়াল গরিব মানুষগুলোর ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করল 10 হাজার টাকা ৷ স্থানীয় কাউন্সিলর দেবব্রত সাঁইয়ের অনুরোধে এই ওয়ার্ডের 600 টি দরিদ্র পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিল । এই পরিবারগুলিকে শুধু খাদ্যসামগ্রী নয়, তাদের ওষুধপত্র থেকে যাবতীয় প্রয়োজন মেটাবে এই ক্লাবের সদস্যরা ।

Durgapur's 5 clubs took responsibility of 600 poor families and gave 10 thousand rupees to cm corona relief fund
600 দুস্থ পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিল ক্লাব সদস্যরা

দেশজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি । দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সকলেই কোরোনা মোকাবিলায় লকডাউনের ডাক দিয়েছেন । বন্ধ রয়েছে গণপরিবহন ৷ বন্ধ দোকানপাট ৷ নিষেধ জমায়েতে ৷ বন্ধ সমস্ত সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানগুলি । ফলে বহু মানুষ এখন কর্মহীন ,রোজগারহীন । বিশেষ করে বস্তি এলাকার দিনমজুর মানুষেরা লকডাউনের জেরে আর্থিক সঙ্গতিহীন হয়ে পড়েছেন । এসময়ে শুধুমাত্র সরকারি সাহায্যের মুখাপেক্ষী হয়ে থাকলে হবে না ৷ তা বুঝতে পেরেই বহু স্বেচ্ছাসেবী সংগঠন, ধর্মীয় সংগঠন এমনকি ব্যক্তিরাও দরিদ্র মানুষদের পাশে দাঁড়াচ্ছেন । সেকারণেই দুর্গাপুর নগরনিগমের 23 নম্বর ওয়ার্ডের 5 টি ক্লাবের সদস্যরা এই ওয়ার্ডের মোট 600 টি দরিদ্র পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিল ৷ খাদ্যসামগ্রী থেকে ওষুধপত্র , চিকিৎসা সমস্ত কিছুই দেখভালের দায়িত্ব নিল তারা ৷

Durgapur's 5 clubs took responsibility of 600 poor families and gave 10 thousand rupees to cm corona relief fund
600 দুস্থ পরিবারের ভরণ পোষণ ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 10 হাজার টাকা দান করল দুর্গাপুরের 5 টি ক্লাব

ক্লাবের সদস্যদের কথায়, " রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে প্রথম সারিতে দাঁড়িয়ে কোরোনা ভাইরাসের মোকাবিলা করছেন । তাতে আমরা অনুপ্রাণিত ৷ ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত সাঁই যেভাবে আমাদের কাছে অনুরোধ করেছেন তাতেও আমরা অনুপ্রাণিত ৷ আমরা এই কাজে উদ্যোগী হয়েছি । লকডাউন যতদিন থাকবে এই পরিবারগুলোর সঙ্গে আমরা সবরকম ভাবে আছি । এদের যাতে কোনও অভাব না হয় তা দেখভাল করার দায়িত্ব আমরা 5 টি ক্লাবের পক্ষ থেকে নিয়েছি । এর সঙ্গে আমরা সম্মিলিতভাবে 10 হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিচ্ছি । "

দুর্গাপুর , 4 এপ্রিল : কোরোনা সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে লকডাউন ৷ ফলে বিপাকে পড়েছে দুস্থ খেটে খাওয়া মানুষেরা ৷ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর তরফে খোলা হয়েছে ত্রাণ তহবিল ৷ এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছে বহু মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠন । ত্রাণ তহবিলে দান করছেন বিভিন্ন মানুষ ৷ এবার দুর্গাপুর নগর নিগমের 23 নম্বর ওয়ার্ডের পাঁচটি ক্লাব পাশে দাঁড়াল গরিব মানুষগুলোর ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করল 10 হাজার টাকা ৷ স্থানীয় কাউন্সিলর দেবব্রত সাঁইয়ের অনুরোধে এই ওয়ার্ডের 600 টি দরিদ্র পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিল । এই পরিবারগুলিকে শুধু খাদ্যসামগ্রী নয়, তাদের ওষুধপত্র থেকে যাবতীয় প্রয়োজন মেটাবে এই ক্লাবের সদস্যরা ।

Durgapur's 5 clubs took responsibility of 600 poor families and gave 10 thousand rupees to cm corona relief fund
600 দুস্থ পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিল ক্লাব সদস্যরা

দেশজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি । দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সকলেই কোরোনা মোকাবিলায় লকডাউনের ডাক দিয়েছেন । বন্ধ রয়েছে গণপরিবহন ৷ বন্ধ দোকানপাট ৷ নিষেধ জমায়েতে ৷ বন্ধ সমস্ত সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানগুলি । ফলে বহু মানুষ এখন কর্মহীন ,রোজগারহীন । বিশেষ করে বস্তি এলাকার দিনমজুর মানুষেরা লকডাউনের জেরে আর্থিক সঙ্গতিহীন হয়ে পড়েছেন । এসময়ে শুধুমাত্র সরকারি সাহায্যের মুখাপেক্ষী হয়ে থাকলে হবে না ৷ তা বুঝতে পেরেই বহু স্বেচ্ছাসেবী সংগঠন, ধর্মীয় সংগঠন এমনকি ব্যক্তিরাও দরিদ্র মানুষদের পাশে দাঁড়াচ্ছেন । সেকারণেই দুর্গাপুর নগরনিগমের 23 নম্বর ওয়ার্ডের 5 টি ক্লাবের সদস্যরা এই ওয়ার্ডের মোট 600 টি দরিদ্র পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিল ৷ খাদ্যসামগ্রী থেকে ওষুধপত্র , চিকিৎসা সমস্ত কিছুই দেখভালের দায়িত্ব নিল তারা ৷

Durgapur's 5 clubs took responsibility of 600 poor families and gave 10 thousand rupees to cm corona relief fund
600 দুস্থ পরিবারের ভরণ পোষণ ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 10 হাজার টাকা দান করল দুর্গাপুরের 5 টি ক্লাব

ক্লাবের সদস্যদের কথায়, " রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে প্রথম সারিতে দাঁড়িয়ে কোরোনা ভাইরাসের মোকাবিলা করছেন । তাতে আমরা অনুপ্রাণিত ৷ ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত সাঁই যেভাবে আমাদের কাছে অনুরোধ করেছেন তাতেও আমরা অনুপ্রাণিত ৷ আমরা এই কাজে উদ্যোগী হয়েছি । লকডাউন যতদিন থাকবে এই পরিবারগুলোর সঙ্গে আমরা সবরকম ভাবে আছি । এদের যাতে কোনও অভাব না হয় তা দেখভাল করার দায়িত্ব আমরা 5 টি ক্লাবের পক্ষ থেকে নিয়েছি । এর সঙ্গে আমরা সম্মিলিতভাবে 10 হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিচ্ছি । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.