দুর্গাপুর , 4 এপ্রিল : কোরোনা সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে লকডাউন ৷ ফলে বিপাকে পড়েছে দুস্থ খেটে খাওয়া মানুষেরা ৷ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর তরফে খোলা হয়েছে ত্রাণ তহবিল ৷ এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছে বহু মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠন । ত্রাণ তহবিলে দান করছেন বিভিন্ন মানুষ ৷ এবার দুর্গাপুর নগর নিগমের 23 নম্বর ওয়ার্ডের পাঁচটি ক্লাব পাশে দাঁড়াল গরিব মানুষগুলোর ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করল 10 হাজার টাকা ৷ স্থানীয় কাউন্সিলর দেবব্রত সাঁইয়ের অনুরোধে এই ওয়ার্ডের 600 টি দরিদ্র পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিল । এই পরিবারগুলিকে শুধু খাদ্যসামগ্রী নয়, তাদের ওষুধপত্র থেকে যাবতীয় প্রয়োজন মেটাবে এই ক্লাবের সদস্যরা ।
![Durgapur's 5 clubs took responsibility of 600 poor families and gave 10 thousand rupees to cm corona relief fund](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-dur-04-clubmembersadopted600poorfamilies-covid-19war-everbodyissliders-7204345_04042020130900_0404f_1585985940_253.jpg)
দেশজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি । দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সকলেই কোরোনা মোকাবিলায় লকডাউনের ডাক দিয়েছেন । বন্ধ রয়েছে গণপরিবহন ৷ বন্ধ দোকানপাট ৷ নিষেধ জমায়েতে ৷ বন্ধ সমস্ত সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানগুলি । ফলে বহু মানুষ এখন কর্মহীন ,রোজগারহীন । বিশেষ করে বস্তি এলাকার দিনমজুর মানুষেরা লকডাউনের জেরে আর্থিক সঙ্গতিহীন হয়ে পড়েছেন । এসময়ে শুধুমাত্র সরকারি সাহায্যের মুখাপেক্ষী হয়ে থাকলে হবে না ৷ তা বুঝতে পেরেই বহু স্বেচ্ছাসেবী সংগঠন, ধর্মীয় সংগঠন এমনকি ব্যক্তিরাও দরিদ্র মানুষদের পাশে দাঁড়াচ্ছেন । সেকারণেই দুর্গাপুর নগরনিগমের 23 নম্বর ওয়ার্ডের 5 টি ক্লাবের সদস্যরা এই ওয়ার্ডের মোট 600 টি দরিদ্র পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিল ৷ খাদ্যসামগ্রী থেকে ওষুধপত্র , চিকিৎসা সমস্ত কিছুই দেখভালের দায়িত্ব নিল তারা ৷
![Durgapur's 5 clubs took responsibility of 600 poor families and gave 10 thousand rupees to cm corona relief fund](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-dur-04-clubmembersadopted600poorfamilies-covid-19war-everbodyissliders-7204345_04042020130900_0404f_1585985940_861.jpg)
ক্লাবের সদস্যদের কথায়, " রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে প্রথম সারিতে দাঁড়িয়ে কোরোনা ভাইরাসের মোকাবিলা করছেন । তাতে আমরা অনুপ্রাণিত ৷ ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত সাঁই যেভাবে আমাদের কাছে অনুরোধ করেছেন তাতেও আমরা অনুপ্রাণিত ৷ আমরা এই কাজে উদ্যোগী হয়েছি । লকডাউন যতদিন থাকবে এই পরিবারগুলোর সঙ্গে আমরা সবরকম ভাবে আছি । এদের যাতে কোনও অভাব না হয় তা দেখভাল করার দায়িত্ব আমরা 5 টি ক্লাবের পক্ষ থেকে নিয়েছি । এর সঙ্গে আমরা সম্মিলিতভাবে 10 হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিচ্ছি । "