ETV Bharat / state

দুর্গাপুর থানা ভেঙে ৪ টি থানা তৈরির প্রস্তাব - Durgapur

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে স্বরাষ্ট্রদপ্তরের কাছে দুর্গাপুর থানাকে ভেঙে মোট চারটি আলাদা থানা করার প্রস্তাব দিতে চলেছে । আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গঠন হয় আসানসোল ও দুর্গাপুর মহকুমার মোট 16টি থানা নিয়ে । দুটি মহিলা থানা (হীরাপুর, দুর্গাপুর) নিয়ে এই মুহূর্তে 18টি থানা রয়েছে ।

দুর্গাপুর থানা
দুর্গাপুর থানা
author img

By

Published : Feb 9, 2020, 2:17 PM IST

দুর্গাপুর, 9 ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 13 ফেব্রুয়ারি প্রশাসনিক সভা করবেন দুর্গাপুরে । তার আগে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে স্বরাষ্ট্রদপ্তরের কাছে দুর্গাপুর থানাকে ভেঙে মোট চারটি আলাদা থানা করার প্রস্তাব দিতে চলেছে । শিল্পনগরী দুর্গাপুরে এই দুর্গাপুর থানার অন্তর্ভুক্ত 4টি পুলিশ ফাঁড়ি রয়েছে । দুর্গাপুর ইস্পাত নগরীর অরবিন্দ অ্যাভিনিউতে অবস্থিত এই দুর্গাপুর থানা এলাকাতেই ADCP-র ইস্ট ডিভিসনের DCP (পূর্ব), ACP (পূর্ব) কার্যালয় রয়েছে । দুর্গাপুর থানার অন্তর্ভুক্ত যে 4টি পুলিশ ফাঁড়ি রয়েছে তার মধ্যে অতি গুরুত্মপূর্ণ ফাঁড়ি সিটি সেন্টার ।

সিটি সেন্টার বিগত প্রায় দেড় দশক সময়কাল ধরে দুর্গাপুরের প্রধান স্থান । বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান-সহ সরকারি অফিস,আদালত, পৌরসভা ভবন-সহ প্রায় সমস্ত ব্যাঙ্কের শাখা এখানে । ব্যাবসায়িক দিক থেকেও এই সিটি সেন্টার অতি গুরুত্বপূর্ণ । তাই সিটিসেন্টার ফাঁড়ি, ইস্পাত নগরীর বিজোন ফাঁড়ি, ইস্পাত কারখানা সংলগ্ন ওয়ারিয়া ফাঁড়িকে আলাদা আলাদা থানা করার প্রস্তাব পাঠানো হচ্ছে আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে । বিধানচন্দ্র রায়ের সময়ে শিল্পনগরী দুর্গাপুরের প্রতিষ্ঠা ।

এই নতুন প্রস্তাবে কী থাকছে?

1) ডিটিপিএস ও সিটিসেন্টার এলাকা নিয়ে সিটিসেন্টার থানা ।

2) ওয়ারিয়া ও ফরিদপুর ফাঁড়ি এলাকা নিয়ে ওয়ারিয়া থানা ।

4) দুর্গাপুর থানা ও এ-জোন ফঁড়ি এলাকা নিয়ে দুর্গাপুর থানা ।

4) বি-জ়োন ফাঁড়ির এলাকা আরও বর্ধিত হয়ে পারুলিয়া, কমলপুর, রঘুনাথপুর এই এলাকা নিয়ে বি-জ়োন থানা ।

চারটি আলাদা থানা পাওয়ার খবরে খুশি স্থানীয়রা

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গঠন হয় আসানসোল ও দুর্গাপুর মহকুমার মোট 16টি থানা নিয়ে । দুটি মহিলা থানা (হীরাপুর, দুর্গাপুর) নিয়ে এই মুহূর্তে 18টি থানা রয়েছে । এই ওয়ারিয়া, সিটিসেন্টার ও বি-জোন এই তিনটি থানা আলাদা হলে থানা সংখ্যা বেড়ে হবে 21টি । এখন দেখার রাজ্য স্বরাষ্ট্রদপ্তর আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এই প্রস্তাব কতটা মেনে নেয় ।

দুর্গাপুর, 9 ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 13 ফেব্রুয়ারি প্রশাসনিক সভা করবেন দুর্গাপুরে । তার আগে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে স্বরাষ্ট্রদপ্তরের কাছে দুর্গাপুর থানাকে ভেঙে মোট চারটি আলাদা থানা করার প্রস্তাব দিতে চলেছে । শিল্পনগরী দুর্গাপুরে এই দুর্গাপুর থানার অন্তর্ভুক্ত 4টি পুলিশ ফাঁড়ি রয়েছে । দুর্গাপুর ইস্পাত নগরীর অরবিন্দ অ্যাভিনিউতে অবস্থিত এই দুর্গাপুর থানা এলাকাতেই ADCP-র ইস্ট ডিভিসনের DCP (পূর্ব), ACP (পূর্ব) কার্যালয় রয়েছে । দুর্গাপুর থানার অন্তর্ভুক্ত যে 4টি পুলিশ ফাঁড়ি রয়েছে তার মধ্যে অতি গুরুত্মপূর্ণ ফাঁড়ি সিটি সেন্টার ।

সিটি সেন্টার বিগত প্রায় দেড় দশক সময়কাল ধরে দুর্গাপুরের প্রধান স্থান । বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান-সহ সরকারি অফিস,আদালত, পৌরসভা ভবন-সহ প্রায় সমস্ত ব্যাঙ্কের শাখা এখানে । ব্যাবসায়িক দিক থেকেও এই সিটি সেন্টার অতি গুরুত্বপূর্ণ । তাই সিটিসেন্টার ফাঁড়ি, ইস্পাত নগরীর বিজোন ফাঁড়ি, ইস্পাত কারখানা সংলগ্ন ওয়ারিয়া ফাঁড়িকে আলাদা আলাদা থানা করার প্রস্তাব পাঠানো হচ্ছে আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে । বিধানচন্দ্র রায়ের সময়ে শিল্পনগরী দুর্গাপুরের প্রতিষ্ঠা ।

এই নতুন প্রস্তাবে কী থাকছে?

1) ডিটিপিএস ও সিটিসেন্টার এলাকা নিয়ে সিটিসেন্টার থানা ।

2) ওয়ারিয়া ও ফরিদপুর ফাঁড়ি এলাকা নিয়ে ওয়ারিয়া থানা ।

4) দুর্গাপুর থানা ও এ-জোন ফঁড়ি এলাকা নিয়ে দুর্গাপুর থানা ।

4) বি-জ়োন ফাঁড়ির এলাকা আরও বর্ধিত হয়ে পারুলিয়া, কমলপুর, রঘুনাথপুর এই এলাকা নিয়ে বি-জ়োন থানা ।

চারটি আলাদা থানা পাওয়ার খবরে খুশি স্থানীয়রা

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গঠন হয় আসানসোল ও দুর্গাপুর মহকুমার মোট 16টি থানা নিয়ে । দুটি মহিলা থানা (হীরাপুর, দুর্গাপুর) নিয়ে এই মুহূর্তে 18টি থানা রয়েছে । এই ওয়ারিয়া, সিটিসেন্টার ও বি-জোন এই তিনটি থানা আলাদা হলে থানা সংখ্যা বেড়ে হবে 21টি । এখন দেখার রাজ্য স্বরাষ্ট্রদপ্তর আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এই প্রস্তাব কতটা মেনে নেয় ।

Intro:দুর্গাপুরঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আগামী ১৩ ই ফেব্রুয়ারি প্রশাসনিক সভা করবেন দুর্গাপুরে।তার আগে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে রাজ স্বরাষ্টমন্ত্রকের কাছে দুর্গাপুর থানাকে ভেঙে মোট চারটি আলাদা থানা করার প্রস্তাব দিতে চলেছে।শিল্পনগরী দুর্গাপুরে এই দুর্গাপুর থানার অন্তর্ভুক্ত ৪ টি পুলিশ ফাঁড়ি রয়েছে।দুর্গাপুর ইস্পাত নগরীর অরবিন্দ এভিনিউ এ অবস্থিত এই দুর্গাপুর থানা এলাকাতেই এডিসিপি র ইস্ট ডিভিসনের ডিসিপি(পুর্ব),এসিপি(পুর্ব) কার্য্যালয় রয়েছে।দুর্গাপুর থানার অন্তর্ভুক্ত যে ৪ টি পুলিশ ফাঁড়ি রয়েছে তার মধ্যে অতি গুরুত্মপুর্ন ফাঁড়ি সিটিসেন্টার। সিটিসেন্টার বিগত প্রায় দেড় দশক সময়কাল ধরে দুর্গাপুরের প্রধান স্থান।এখানে বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠানসহ সরকারি অফিস,আদালত, পুরসভা ভবন,আড্ডা র কার্য্যালয় সহ প্রায় সমস্ত ব্যাঙ্কের শাখা এখানে।ব্যাবসায়ীক দিক থেকেও এই সিটিসেন্টার অতি গুরুত্বপূর্ণ। তাই সিটিসেন্টার ফাঁড়ি,ইস্পাত নগরীর বিজোন ফাঁড়ি,ইস্পাত কারখানা সংলগ্ন ওয়ারিয়া ফাঁড়ি কে আলাদা আলাদা থানা করার প্রস্তাব পাঠানো হচ্ছে আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে।।ডাঃ বিধান চন্দ্র রায়ের সময়ে শিল্পনগরী দুর্গাপুরের প্রতিষ্ঠালাভ।জীবিকার তাগিদে এখানে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসে বসবাস করার কারনে দুর্গাপুরের জনসংখ্যা ও বসতিযুক্ত আয়তন বাড়ছে।তাই দুর্গাপুর থানাকে ভেঙে আরো তিনটি আলাদা থানার প্রস্তাব দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে।এই নতুন প্রস্তাবে কি থাকছে?
১)ডিটিপিএস ও সিটিসেন্টার এলাকা নিয়ে সিটিসেন্টার থানা।
২)ওয়ারিয়া ও ফরিদপুর ফাঁড়ি এলাকা নিয়ে ওয়ারিয়া থানা।
৩)দুর্গাপুর থানা ও এ-জোন ফঁড়ি এলাকা নিয়ে দুর্গাপুর থানা।
৪)বি-জোন ফাঁড়ি র এলাকা আরোও বর্ধিত হয়ে পারুলিয়া,কমলপুর,রঘুনাথপুর এই এলাকা নিয়ে বি-জোন থানা।।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গঠন হয় আসানসোল ও দুর্গাপুর মহকুমার মোট ১৬ টি থানা কে নিয়ে।দুটি মহিলা থানা (হীরাপুর,দুর্গাপুর) নিয়ে এই মুহুর্তে ১৮ টি থানা রয়েছে।এই ওয়ারিয়া,সিটিসেন্টার ও বি-জোন এই তিনটি থানা আলাদা হলে থানা সংখ্যা বেড়ে হবে ২১ টি।।এখন দেখার রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রক আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এই প্রস্তাব কতটা মেনে নেয়।।Body:GConclusion:H
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.