দুর্গাপুর, 30 অক্টোবর : দুর্গাপুরের অভিজাত সিটি সেন্টারের শপিং মল এবং বেঙ্গল অম্বুজা উপনগরীর রেসিডেন্সিয়াল এলাকায় অবাধে চলছে হুক্কাবার ৷ কিন্তু কোরোনা পরিস্থিতিতেও কীভাবে এই হুক্কাবারগুলি চলছে তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ অবশেষে আজ দুর্গাপুর নগরনিগমের মেয়র পারিষদ অমিতাভ বন্দোপাধ্যায়ের নেতৃত্বে অভিযান চালানো হয় সিটিসেন্টারের কয়েকটি হুক্কাবারে ।
অমিতাভবাবুর অভিযোগ, অবৈধভাবে চলছে এই সব হুক্কাবারগুলি ৷ হুক্কাবারের আড়ালে চলছে মদের আসরসহ ডান্সবার ৷ বেশিরভাগেরই লাইসেন্সের পুনর্নবীকরণ হয়নি ৷ অনেক আগে একবার হুক্কাবার খোলার লাইসেন্স দেওয়া হয়েছিল ৷ কিন্তু পরে সিদ্ধান্ত হয়েছিল যে হুক্কাবারগুলিকে আর অনুমোদন দেওয়া হবে না ৷ পাশাপাশি, হুক্কাবারগুলি অবাধে চলার জন্য পুলিশের ভূমিকারও সমালোচনা শোনা যায় অমিতাভবাবুর গলায় ৷
হুক্কাবারগুলি আপাতত বন্ধের নির্দেশ দেন অমিতাভবাবু ৷ বলেন, "এরা নিজেরা আজ থেকে বন্ধ করে দেবে ৷ তিনদিন পর অফিস খুললে আসবে ৷ লাইসেন্স খতিয়ে দেখা হবে ৷ তারপর আমরা সিদ্ধান্ত নেব ৷ "