দুর্গাপুর, 26 ফেব্রুয়ারি : দুর্গাপুর মহকুমা হাসপাতালে বকেয়া বেতনের দাবিতে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ ৷ ‘গো ব্যাক’, ‘ওয়াক থু’ স্লোগানে এলাকা ছাড়তে হল বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইকেও (Contractual Labour Agitation in Durgapur Sub Divisional Hospital) ।
বকেয়া বেতনের দাবিতে গত চারদিন ধরে বিক্ষোভে নেমেছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের অস্থায়ী ঠিকাকর্মীরা । আজ তাঁদের সঙ্গে কথা বলতে গেলে বিক্ষোভের মুখে পড়ে পিছু হটতে হল দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ককে । হাসপাতালে আন্দোলনরত অস্থায়ী কর্মীরা সাফ জানান, কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের তাঁদেরকে রাজনৈতিক ইস্যু হিসাবে ব্যবহার করাকে তাঁরা মানবেন না । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে ।
স্থানীয় তৃণমূল কাউন্সিলর দীপেন মাজি বলেন, ‘‘এটা বিজেপি নেতাদের চরিত্র । ইস্যু খুঁজে রাজনীতি করা । আজ মোক্ষম জবাব পেয়েছেন বিজেপি বিধায়ক ।’’ অন্যদিকে বিজেপি বিধায়ক বলেন, ‘‘রাজনীতি করতে সরকারি মহকুমা হাসপাতালে আসিনি । গরীব মানুষের অধিকার রক্ষার লড়াইকে সম্মান জানাতে, তাঁদের দাবি যাতে পূরণ হয় তার চেষ্টা করতে এসেছিলাম ।’’
আরও পড়ুন : Durpagur Fishplate Stealing : রাজবাঁধে রেললাইনের ফিশপ্লেট চুরি, আরপিএফের হাতে ধরা পড়ল দু‘জন
এই ইস্যুতে দুর্গাপুর পূর্বের তৃণমূল বিধায়ক প্রদীপ মজুমদারের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে দাবি বিজেপি বিধায়কের । তবে আন্দোলনকারীরা আজ বিজেপি বিধায়ককে যেভাবে স্লোগান দিয়ে এলাকাছাড়া করলেন, তাতে এটা স্পষ্ট যে তাঁরা এই আন্দোলনকে রাজনৈতিক রঙ দিতে নারাজ ।