ETV Bharat / state

Durgapur Amrai Blast: ভূপতিনগরের ছায়া দুর্গাপুরের আমরাইয়ে, বাড়িতে বিস্ফোরণের পর উধাও 'জখম রাজমিস্ত্রী'

সোমবার বিকেলে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের আমরাই গ্রামের একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ (Durgapur Amrai Blast) হয় ৷ ভূপতিনগর বিস্ফোরণের (Bhupati Nagar Blast) কাটতে না কাটতেই এই ঘটনায় বাড়ছে রহস্য ৷

Durgapur Amrai Blast sparks new controversy
Durgapur Amrai Blast: ভূপতিনগরের ছায়া দুর্গাপুরের আমরাইয়ে, বাড়িতে বিস্ফোরণের পর উধাও 'জখম রাজমিস্ত্রী'
author img

By

Published : Dec 12, 2022, 8:37 PM IST

এবার বিস্ফোরণ আমরাই গ্রামে ৷

দুর্গাপুর, 12 ডিসেম্বর: পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণ (Bhupati Nagar Blast) নিয়ে ইতিমধ্য়েই বিস্তর জলঘোলা হয়েছে ৷ সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই ফের বিস্ফোরণ আমরাইয়ে ৷ আর আমরাইয়ে বিস্ফোরণের ঘটনায় ভূপতিনগরের ছায়া স্পষ্ট ৷ সোমবার বিকেলে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের (Durgapur) আমরাইয়ে (Amrai) একটি বাড়িতে বিস্ফোরণের (Durgapur Amrai Blast) ঘটে ৷ তাতে একজনের আহত হওয়ার খবর মিললেও সেই জখম ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি !

আমরাই গ্রামের বাসিন্দা শেখ আনসার রহমান ওরফে শেখ কাজল পেশায় রাজমিস্ত্রী ৷ সোমবার সন্ধেয় তাঁর বাড়ি থেকেই বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় ৷ প্রতিবেশীদের দাবি, বোমা না ফাটলে এমন ভয়াবহ শব্দ হতে পারে না ৷ যদিও কেউ কেউ আবার দাবি করছেন সিলিন্ডার ফেটে এই ঘটনা ঘটেছে ৷ কিন্তু, ঘটনাস্থলে সিলিন্ডার ফাটার তেমন কোনও চিহ্ন চোখে পড়েনি ৷ উপরন্তু আনসারের স্ত্রীর বয়ানও অসংলগ্ন ৷ আনসারের স্ত্রী সোমা বিবিকে এই প্রশ্ন করা হলে তিনি জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না ৷ ফিরে এসে স্বামীকে রক্তাক্ত অবস্থায় ঘরের ভিতর পড়ে থাকতে দেখেন ৷ প্রশ্ন হল, তাহলে এত গুরুতর জখম অবস্থায় আনসার কোথায় গেলেন, কীভাবে গেলেন?

আরও পড়ুন: তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ-কাণ্ডে তদন্তে বম্ব ও ডগ স্কোয়াড

বাসিন্দাদের একাংশের দাবি, ওই বাড়ির ভিতর বোমা তৈরি হচ্ছিল ৷ সেই বোমা ফেটেই ঘটে বিপত্তি ৷ আনসার ঘটনায় জখম হলেও তাঁর সঙ্গীরা তাঁকে নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেন বলেও দাবি করছেন প্রতিবেশীরা ৷ দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি আপাতত 'সিল' করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ তবে, বিস্ফোরণের কারণ নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ ৷ এই খবর লেখা পর্যন্ত আহত শেখ আনসার রহমানের কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ এছাড়া ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি হাওয়াই চটি উদ্ধার করা হয়েছে ৷ সেগুলি কার বা কাদের, তাও স্পষ্ট নয় ৷

প্রসঙ্গত, সম্প্রতি কাঁথিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সভার আগের রাতে স্থানীয় ভূপতিনগরের একটি বাড়িতে বিস্ফোরণ হয় ৷ তা নিয়ে এখনও সরগরম রাজ্য-রাজনীতি ৷ এই প্রেক্ষাপটে দুর্গাপুরের ঘটনা নিয়েও জলঘোলা হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷

এবার বিস্ফোরণ আমরাই গ্রামে ৷

দুর্গাপুর, 12 ডিসেম্বর: পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণ (Bhupati Nagar Blast) নিয়ে ইতিমধ্য়েই বিস্তর জলঘোলা হয়েছে ৷ সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই ফের বিস্ফোরণ আমরাইয়ে ৷ আর আমরাইয়ে বিস্ফোরণের ঘটনায় ভূপতিনগরের ছায়া স্পষ্ট ৷ সোমবার বিকেলে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের (Durgapur) আমরাইয়ে (Amrai) একটি বাড়িতে বিস্ফোরণের (Durgapur Amrai Blast) ঘটে ৷ তাতে একজনের আহত হওয়ার খবর মিললেও সেই জখম ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি !

আমরাই গ্রামের বাসিন্দা শেখ আনসার রহমান ওরফে শেখ কাজল পেশায় রাজমিস্ত্রী ৷ সোমবার সন্ধেয় তাঁর বাড়ি থেকেই বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় ৷ প্রতিবেশীদের দাবি, বোমা না ফাটলে এমন ভয়াবহ শব্দ হতে পারে না ৷ যদিও কেউ কেউ আবার দাবি করছেন সিলিন্ডার ফেটে এই ঘটনা ঘটেছে ৷ কিন্তু, ঘটনাস্থলে সিলিন্ডার ফাটার তেমন কোনও চিহ্ন চোখে পড়েনি ৷ উপরন্তু আনসারের স্ত্রীর বয়ানও অসংলগ্ন ৷ আনসারের স্ত্রী সোমা বিবিকে এই প্রশ্ন করা হলে তিনি জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না ৷ ফিরে এসে স্বামীকে রক্তাক্ত অবস্থায় ঘরের ভিতর পড়ে থাকতে দেখেন ৷ প্রশ্ন হল, তাহলে এত গুরুতর জখম অবস্থায় আনসার কোথায় গেলেন, কীভাবে গেলেন?

আরও পড়ুন: তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ-কাণ্ডে তদন্তে বম্ব ও ডগ স্কোয়াড

বাসিন্দাদের একাংশের দাবি, ওই বাড়ির ভিতর বোমা তৈরি হচ্ছিল ৷ সেই বোমা ফেটেই ঘটে বিপত্তি ৷ আনসার ঘটনায় জখম হলেও তাঁর সঙ্গীরা তাঁকে নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেন বলেও দাবি করছেন প্রতিবেশীরা ৷ দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি আপাতত 'সিল' করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ তবে, বিস্ফোরণের কারণ নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ ৷ এই খবর লেখা পর্যন্ত আহত শেখ আনসার রহমানের কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ এছাড়া ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি হাওয়াই চটি উদ্ধার করা হয়েছে ৷ সেগুলি কার বা কাদের, তাও স্পষ্ট নয় ৷

প্রসঙ্গত, সম্প্রতি কাঁথিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সভার আগের রাতে স্থানীয় ভূপতিনগরের একটি বাড়িতে বিস্ফোরণ হয় ৷ তা নিয়ে এখনও সরগরম রাজ্য-রাজনীতি ৷ এই প্রেক্ষাপটে দুর্গাপুরের ঘটনা নিয়েও জলঘোলা হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.