ETV Bharat / state

লকডাউনের জেরে ক্ষতির মুখে ডেকরেটর ব্যবসা - corona lockdown

লকডাউনের জেরে 3 মাস ধরে বন্ধ ডেকরেটরের ব্যবসা ৷ সংকটের মুখে ব্যবসায়ীরা ৷ আনলক ওয়ান শুরু হলেও এখনও অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা ৷

ছবি
ছবি
author img

By

Published : Jun 6, 2020, 7:32 AM IST

জামুড়িয়া ,6 জুন : অন্নপ্রাশন থেকে জন্মদিন, বিয়েবাড়ি হোক বা শ্রাদ্ধানুষ্ঠান ৷ এছাড়াও রাজনৈতিক মঞ্চ হোক বা ধর্মীয় অনুষ্ঠান সবক্ষেত্রেই ডেকরেটরের প্রয়োজন । তবে, বর্তমানে লকডাউনের জেরে একেবারেই কাজকর্ম বন্ধ ডেকরেটর ব্যবসাতে । সরকারের নির্দেশ অনুযায়ী একাধিক মানুষের জমায়েত করা যাবে না । ফলে ডেকরেটরের ব্যবসা বন্ধ হয়েছে । কোরোনা সংক্রমণের জেরে 3 মাস ধরে লকডাউন চলায় পুরোপুরি কাজ বন্ধ ডেকরেটর ব্যবসায়ীদের ৷
বৈশাখ, জ্যৈষ্ঠ মাসে বিয়েবাড়ি, পৈতে ও অন্নপ্রাশনের মতো অনুষ্ঠান থাকে ৷ এবার লকডাউনের জেরে সমস্ত অনুষ্ঠান বাতিল হয়েছে ৷ এর রেশ থাকবে ডিসেম্বর মাস পর্যন্ত ৷ তার আগে অনুষ্ঠানের কোনও দিন নেই ৷ তাই আপাতত ব্যবসা বন্ধ ৷ কোনও রাজনৈতিক মঞ্চ না হওয়ায় ডেকোরেটরের চাহিদা কমেছে ৷ তাই, আনলক ওয়ান হলেও এখনও অনিশ্চিয়তার মধ্যেই দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা ৷ ব্যবসাকে পুনরায় চালু করতে প্রায় সাত মাস সময় লাগবে বলে মনে করছেন তাঁরা ৷


অন্যদিকে দুর্গা পুজোর বাজেট কাটছাঁট করছে রাজ্যের প্রায় প্রত্যেকটি ক্লাবেই । দুর্গাপুজোর দিকে নজর রাখলেও তাঁর বিন্দুমাত্র আশা পূর্ণ হবে না বলে মনে করছেন ডেকরেটর ব্যবসায়ীরা । ডেকোরেটর ব্যবসায়ী আদিত্য কুমার মুখার্জি বলেন " তিন মাস ধরে চলছে লকডাউন । তিন মাসের ভেতরে একটাও কাজকর্ম হয়নি এই ব্যবসাতে । ডেকরেটর ব্যবসা যে সমস্ত শ্রমিকেরা কাজ করেন, তাঁদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল । অবশেষে অর্থের অভাবে তাঁরাও চলে যান । যে সমস্ত শ্রমিকেরা কাজ করতেন, তাঁদেরকে পুনরায় আনতে হলে অতিমাত্রায় টাকা দিয়ে আনতে হবে । ঋণ নিয়েই ডেকরেটর ব্যবসা করতে হয় । যে পরিমাণে ঋণ নিয়েছিলাম, তা শোধ করতে পারছিনা । সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল আপাতত তিন মাস ঋণ শোধ না করলেও চলবে । এদিকে শোধ করার জন্য চাপ সৃষ্টি করছে অর্থ দপ্তর । ডেকরেটর ব্যবসার এখন ভরাডুবির । কীভাবে যে সংসার চালাব জানিনা । এইভাবে যদি চলতে থাকে আগামী দিনে ডেকরেটর ব্যবসা বন্ধ করে অন্য কিছু কাজ করতে হবে ।"


ডেকরেটর ব্যবসা এসোসিয়েশনের সেক্রেটারি বরুণ কুমার মাজি বলেন " কোরোনা সঙ্গে লড়াই করে চলতে হবে । কোরোনা সংক্রমণ যতদিন থাকবে ততদিন ডেকরেটর ব্যবসা আর পুনরায় ফিরে আসবে না । কারণ 50 জনের বেশি জমায়েতের নির্দেশ নেই সরকারের পক্ষ থেকে । 50 জনের অনুষ্ঠান বাড়িতে ডেকরেটর ব্যবসা করে কিছু লাভ হবে না । তাই ডেকরেটর ব্যবসা এখন চরম ক্ষতির মুখে দাঁড়িয়েছে ।"

জামুড়িয়া ,6 জুন : অন্নপ্রাশন থেকে জন্মদিন, বিয়েবাড়ি হোক বা শ্রাদ্ধানুষ্ঠান ৷ এছাড়াও রাজনৈতিক মঞ্চ হোক বা ধর্মীয় অনুষ্ঠান সবক্ষেত্রেই ডেকরেটরের প্রয়োজন । তবে, বর্তমানে লকডাউনের জেরে একেবারেই কাজকর্ম বন্ধ ডেকরেটর ব্যবসাতে । সরকারের নির্দেশ অনুযায়ী একাধিক মানুষের জমায়েত করা যাবে না । ফলে ডেকরেটরের ব্যবসা বন্ধ হয়েছে । কোরোনা সংক্রমণের জেরে 3 মাস ধরে লকডাউন চলায় পুরোপুরি কাজ বন্ধ ডেকরেটর ব্যবসায়ীদের ৷
বৈশাখ, জ্যৈষ্ঠ মাসে বিয়েবাড়ি, পৈতে ও অন্নপ্রাশনের মতো অনুষ্ঠান থাকে ৷ এবার লকডাউনের জেরে সমস্ত অনুষ্ঠান বাতিল হয়েছে ৷ এর রেশ থাকবে ডিসেম্বর মাস পর্যন্ত ৷ তার আগে অনুষ্ঠানের কোনও দিন নেই ৷ তাই আপাতত ব্যবসা বন্ধ ৷ কোনও রাজনৈতিক মঞ্চ না হওয়ায় ডেকোরেটরের চাহিদা কমেছে ৷ তাই, আনলক ওয়ান হলেও এখনও অনিশ্চিয়তার মধ্যেই দিন কাটাচ্ছেন ব্যবসায়ীরা ৷ ব্যবসাকে পুনরায় চালু করতে প্রায় সাত মাস সময় লাগবে বলে মনে করছেন তাঁরা ৷


অন্যদিকে দুর্গা পুজোর বাজেট কাটছাঁট করছে রাজ্যের প্রায় প্রত্যেকটি ক্লাবেই । দুর্গাপুজোর দিকে নজর রাখলেও তাঁর বিন্দুমাত্র আশা পূর্ণ হবে না বলে মনে করছেন ডেকরেটর ব্যবসায়ীরা । ডেকোরেটর ব্যবসায়ী আদিত্য কুমার মুখার্জি বলেন " তিন মাস ধরে চলছে লকডাউন । তিন মাসের ভেতরে একটাও কাজকর্ম হয়নি এই ব্যবসাতে । ডেকরেটর ব্যবসা যে সমস্ত শ্রমিকেরা কাজ করেন, তাঁদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল । অবশেষে অর্থের অভাবে তাঁরাও চলে যান । যে সমস্ত শ্রমিকেরা কাজ করতেন, তাঁদেরকে পুনরায় আনতে হলে অতিমাত্রায় টাকা দিয়ে আনতে হবে । ঋণ নিয়েই ডেকরেটর ব্যবসা করতে হয় । যে পরিমাণে ঋণ নিয়েছিলাম, তা শোধ করতে পারছিনা । সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল আপাতত তিন মাস ঋণ শোধ না করলেও চলবে । এদিকে শোধ করার জন্য চাপ সৃষ্টি করছে অর্থ দপ্তর । ডেকরেটর ব্যবসার এখন ভরাডুবির । কীভাবে যে সংসার চালাব জানিনা । এইভাবে যদি চলতে থাকে আগামী দিনে ডেকরেটর ব্যবসা বন্ধ করে অন্য কিছু কাজ করতে হবে ।"


ডেকরেটর ব্যবসা এসোসিয়েশনের সেক্রেটারি বরুণ কুমার মাজি বলেন " কোরোনা সঙ্গে লড়াই করে চলতে হবে । কোরোনা সংক্রমণ যতদিন থাকবে ততদিন ডেকরেটর ব্যবসা আর পুনরায় ফিরে আসবে না । কারণ 50 জনের বেশি জমায়েতের নির্দেশ নেই সরকারের পক্ষ থেকে । 50 জনের অনুষ্ঠান বাড়িতে ডেকরেটর ব্যবসা করে কিছু লাভ হবে না । তাই ডেকরেটর ব্যবসা এখন চরম ক্ষতির মুখে দাঁড়িয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.