দুর্গাপুর, 24 ডিসেম্বর : ছোট মামির সঙ্গে ভাগ্নের বিবাহ বহির্ভূত সম্পর্কের জের (Extramarital Affair in Durgapur) ৷ তাতেই রাগ মেটাতে বড় মামিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ভাগ্নের শ্বশুর বাড়ির বিরুদ্ধে । অভিযুক্ত শ্বশুর শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ ৷ মৃতার নাম জাইতুন নিশা বিবি (43)।
বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার হরিবাজারের এই ঘটনা জানাজানি হতেই শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । 2017 সালে আজগর আলির সঙ্গে আকিদা বিবির বিয়ে হয় ৷ দাদু ঠাকুমার বাড়িতেই ছেলেবেলা থেকে মানুষ আজগার । বিয়ের পর থেকেই পরিবারে সাংসারিক অশান্তি লেগে থাকত বলে অভিযোগ ৷ তবে এই অশান্তি হত মূলত আজগরের ছোট মামিকে কেন্দ্র করে । মামির সঙ্গে আজগরের অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে তার সঙ্গে অশান্তি করত আকিদা ৷
বৃহস্পতিবার বিকেলে অশান্তি চরম পর্যায়ে পৌঁছলে আকিদার বাবা-মা মেয়ের কথা শুনে জেমুয়া থেকে হরিবাজারে আসে ৷ শুরু হয় তুমুল অশান্তি ৷ শেষ পর্যন্ত আকিদার বাবা শেখ আকশারুল ও মা খুরশিদা বিবি বড় মামি জাইতুন নিশা বিবিকে সামনে পেয়ে বেধড়ক মারধর শুরু করে ।
গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে ৷ গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্তদের ।
যদিও এই বিষয়ে অবৈধ সম্পর্কে অভিযুক্ত ছোট মামি অবশ্য অন্য কথা বলেন ৷ তাঁর দাবি, "ওদের বাড়ি এমনিতেই অশান্তি লেগে থাকে ৷ আমাদের বাড়ি আসতে মানা করার পরেও ভাগ্না আসায় নিজের বাবা-মা কে খবর দেয় তার বৌ ৷ তারপরেই এই ঘটনা ৷"
আরও পড়ুন : Howrah Extramarital Affair Case : ‘স্বামীসঙ্গে’র অভাব, চাহিদা মেটাতেই ঘর ছেড়েছিলেন দুই গৃহবধূ