ETV Bharat / state

স্কুলের নামে বিভ্রান্তি, NEET দেওয়া হল না অনেক ছাত্রছাত্রীর - বার্নপুর রিভারসাইড স্কুল

বার্নপুর রিভারসাইড স্কুল । বেসরকারী এই স্কুলের চিত্তরঞ্জনেও একটি শাখা রয়েছে । চিত্তরঞ্জনে থাকা স্কুলের নামও বার্নপুর রিভারসাইড স্কুল । বিভ্রান্তি এখানেই ।

NEET
NEET
author img

By

Published : Sep 13, 2020, 7:50 PM IST

আসানসোল, 13 সেপ্টেম্বর : স্কুলের নামে বিভ্রান্তি । তাই NEET পরীক্ষা দেওয়া হল না বেশ কয়েকজন ছাত্রছাত্রীর । এমনকী বাঁকুড়া থেকে আসানসোলে এসে স্কুল খুঁজতে দেরি হয়ে যাওয়ায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারেননি ছাত্রছাত্রীরা । ফলে পরীক্ষা না দিয়েই ফিরে যেতে হয় তাদের ।

বার্নপুর রিভারসাইড স্কুল । বেসরকারী এই স্কুলের চিত্তরঞ্জনেও একটি শাখা রয়েছে । চিত্তরঞ্জনে থাকা স্কুলের নামও বার্নপুর রিভারসাইড স্কুল । বিভ্রান্তি এখানেই । আসানসোলেরই অনেকে জানেন না যে চিত্তরঞ্জনে বার্নপুর রিভারসাইড স্কুল নামে আরেকটি স্কুল আছে । তাই ভিন জেলার মানুষেরও জানার কথা নয় । নিটের পরীক্ষা গ্রহন কেন্দ্র ছিল চিত্তরঞ্জনে স্থিত বার্নপুর রিভারসাইড স্কুলে । কিন্তু অ্যাডমিড কার্ডে স্কুলের নামে বার্নপুর থাকায় বাঁকুড়ার কোতুলপুর থেকে আসা অভিভাবকরা ছাত্রীদের নিয়ে শিল্পশহর বার্নপুরের রিভারসাইড স্কুলে চলে যায় ।

তাপস ঘোষ নামে এক ছাত্রীর বাবা জানান, “কোতুলপুর থেকে তিনছাত্রীকে নিয়ে ভোর 6 টায় রওনা দিয়েছিলাম । রাস্তায় ট্রাফিক পুলিশ থেকে শুরু করে অনান্যদের জিজ্ঞেস করা হলে সবাই বার্নপুর শহরের রিভারসাইড স্কুলের দিকেই পথ দেখায় । কিন্তু দীর্ঘপথ পেরিয়ে বার্নপুরে রিভার সাইড স্কুল গিয়ে দেখি সেখানে কোনও পরীক্ষা কেন্দ্র নেই । স্কুলেই শুনতে পাই, তাদের চিত্তরঞ্জন শাখায় পরীক্ষা কেন্দ্র হয়েছে । সেই স্কুলের নামও বার্নপুর রিভারসাইড স্কুল । তড়িঘড়ি সেখান থেকে গাড়ি নিয়ে আরও 30 কিলোমিটার পথ পেরিয়ে চিত্তরঞ্জন যাওয়া হলেও ততক্ষণে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় পেরিয়ে গেছে । অগত্যা ফিরে আসতে হয় ।" একই কারণে নিটে বসতে পারেননি বাঁকুড়ার ছাত্রী প্রিয়াশ্রী পাত্র, মধুশ্রী রায় । একটা বছর নষ্ট হওয়ায় হতাশ তারা ।

যদিও অ্যাডমিট কার্ডে স্কুলের ঠিকানা লেখা ছিল । তা দেখে যদি অভিভাবকরা যেতেন তাহলে সঠিক সময়ে পৌঁছে যেতেন বলেই স্কুল কর্তৃপক্ষের ধারণা । হয়ত ঠিকানা না বলে রাস্তায় স্কুলের নাম দিয়ে খোঁজ করাতেই গন্ডগোল হয়েছে ।

আসানসোল, 13 সেপ্টেম্বর : স্কুলের নামে বিভ্রান্তি । তাই NEET পরীক্ষা দেওয়া হল না বেশ কয়েকজন ছাত্রছাত্রীর । এমনকী বাঁকুড়া থেকে আসানসোলে এসে স্কুল খুঁজতে দেরি হয়ে যাওয়ায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারেননি ছাত্রছাত্রীরা । ফলে পরীক্ষা না দিয়েই ফিরে যেতে হয় তাদের ।

বার্নপুর রিভারসাইড স্কুল । বেসরকারী এই স্কুলের চিত্তরঞ্জনেও একটি শাখা রয়েছে । চিত্তরঞ্জনে থাকা স্কুলের নামও বার্নপুর রিভারসাইড স্কুল । বিভ্রান্তি এখানেই । আসানসোলেরই অনেকে জানেন না যে চিত্তরঞ্জনে বার্নপুর রিভারসাইড স্কুল নামে আরেকটি স্কুল আছে । তাই ভিন জেলার মানুষেরও জানার কথা নয় । নিটের পরীক্ষা গ্রহন কেন্দ্র ছিল চিত্তরঞ্জনে স্থিত বার্নপুর রিভারসাইড স্কুলে । কিন্তু অ্যাডমিড কার্ডে স্কুলের নামে বার্নপুর থাকায় বাঁকুড়ার কোতুলপুর থেকে আসা অভিভাবকরা ছাত্রীদের নিয়ে শিল্পশহর বার্নপুরের রিভারসাইড স্কুলে চলে যায় ।

তাপস ঘোষ নামে এক ছাত্রীর বাবা জানান, “কোতুলপুর থেকে তিনছাত্রীকে নিয়ে ভোর 6 টায় রওনা দিয়েছিলাম । রাস্তায় ট্রাফিক পুলিশ থেকে শুরু করে অনান্যদের জিজ্ঞেস করা হলে সবাই বার্নপুর শহরের রিভারসাইড স্কুলের দিকেই পথ দেখায় । কিন্তু দীর্ঘপথ পেরিয়ে বার্নপুরে রিভার সাইড স্কুল গিয়ে দেখি সেখানে কোনও পরীক্ষা কেন্দ্র নেই । স্কুলেই শুনতে পাই, তাদের চিত্তরঞ্জন শাখায় পরীক্ষা কেন্দ্র হয়েছে । সেই স্কুলের নামও বার্নপুর রিভারসাইড স্কুল । তড়িঘড়ি সেখান থেকে গাড়ি নিয়ে আরও 30 কিলোমিটার পথ পেরিয়ে চিত্তরঞ্জন যাওয়া হলেও ততক্ষণে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় পেরিয়ে গেছে । অগত্যা ফিরে আসতে হয় ।" একই কারণে নিটে বসতে পারেননি বাঁকুড়ার ছাত্রী প্রিয়াশ্রী পাত্র, মধুশ্রী রায় । একটা বছর নষ্ট হওয়ায় হতাশ তারা ।

যদিও অ্যাডমিট কার্ডে স্কুলের ঠিকানা লেখা ছিল । তা দেখে যদি অভিভাবকরা যেতেন তাহলে সঠিক সময়ে পৌঁছে যেতেন বলেই স্কুল কর্তৃপক্ষের ধারণা । হয়ত ঠিকানা না বলে রাস্তায় স্কুলের নাম দিয়ে খোঁজ করাতেই গন্ডগোল হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.