দুর্গাপুর, 15 এপ্রিল : রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা যত বাড়ছে ততই মানুষের মনে আশঙ্কা বাড়ছে । সতর্কতা হিসেবে অনেক জায়গায় পাড়ার সামনে বাঁশ লাগিয়ে বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে। এবার সেই পথে হাঁটলেন কাঁকসা থানা এলাকার বস্তিবাসীরা । বস্তিতে ঢোকার মূল প্রবেশপথে দরজা লাগানো হয়েছে।
কাঁকসা থানা এলাকার পানাগড় ক্যানেলপাড়ে একটি বস্তি রয়েছে । সেখানেও বহিরগতদের প্রবেশ নিষিদ্ধ করতে বস্তিতে ঢোকার মুখ আটকে দেওয়া হয়েছে । তবে, আর পাঁচটা জায়গার মতো বাঁশ দিয়ে রাস্তা ঘেরা হয়নি । প্লাইউড দিয়ে দরজা তৈরি করে তা মূল প্রবেশপথে লাগানো হয়েছে । তারপর দরজায় লিখে দেওয়া হয়েছে, বহিরাগতদের প্রবেশ নিষেধ । বস্তিবাসীদের কথায়, সংক্রমণ যাতে বহিরাগতদের মারফত বস্তিতে না ছড়ায় তাই এই ব্যবস্থা করা হয়েছে ।
প্রশাসনের তরফে অবশ্য ওই বস্তিবাসীদের রাস্তা বন্ধ না করার অনুরোধ জানানো হয়েছে । কারণ, ওই বস্তি এলাকা অত্যন্ত ঘিঞ্জি ও জনবসতিপূর্ণ । তাই সেখানে যদি কোনও সমস্যা হয় তাহলে সেখানে দ্রুত পৌঁছানো যাবে না । যদিও প্রশাসনের এই বক্তব্য মানতে রাজি নন ক্যানেলপাড়ের বাসিন্দারা ।