ETV Bharat / state

Sniffer Dogs : স্বাধীনতা দিবসের আগে তৎপর লাইকা-জোজো

author img

By

Published : Aug 13, 2021, 6:23 PM IST

আসানসোল স্টেশন চত্ত্বরে ঢুকলেই আপনার সঙ্গে দেখা হয়ে যেতে পারে লাইকা আর জোজোর । ওরা আরপিএফ ডগ স্কোয়াডের দুই সারমেয় । স্বাধীনতা দিবসের আগে আসানসোল স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করার গুরুদায়িত্ব এখন ওদের কাঁধেই ।

আরপিএফের ডগ স্কোয়াড
আরপিএফের ডগ স্কোয়াড

আসানসোল, 13 অগস্ট : স্বাধীনতা দিবসে (Independence Day) রেলযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে তৎপর আসানসোল রেল ডিভিশন (Asansol Rail Division) । ইতিমধ্যেই রেলের আরপিএফ জওয়ানরা সুরক্ষার বিষয়ে নানা পদক্ষেপ করেছেন । তবে আরপিএফ ডগ স্কোয়াডের (Dog Squad of RPF) দুই সারমেয় লাইকা এবং জোজো এখন অত্যন্ত দক্ষতার সঙ্গে স্টেশনে আসা যাত্রী ও যাত্রীদের ব্যাগ এবং অন্যান্য বিষয়ে নজর রাখছে ।

বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের অন্যতম বড় জংশন হল আসানসোল রেল স্টেশন (Asansol Station) । অন্যদিকে আসানসোল রেল ডিভিশন ঝাড়খণ্ড, বিহার পর্যন্ত বিস্তৃত । এই সুবিশাল ডিভিশনের সুরক্ষার বিষয়ে কোনও রকমের ফাঁক রাখতে রাজি নয় আসানসোল রেলকর্তারা ।

অতীতে আসানসোল রেল ডিভিশনে বিহারের বেশ কয়েকটি স্থানে মাওবাদীদের আনাগোনা এবং মাওবাদী নাশকতার খবর মিলেছিল । স্বাধীনতা দিবসের আগে যাতে কোনও ধরনের নাশকতা কিংবা অন্য কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে তৎপর আসানসোল রেল ডিভিশন । প্রায় প্রত্যেকটি স্টেশনে আরপিএফ জওয়ানরা যাত্রীদের ব্যাগ পরীক্ষা করছেন এবং আরও নানা সুরক্ষা সম্বন্ধীয় বিষয়ে নজর রাখছেন ।

আরপিএফের ডগ স্কোয়াড
গন্ধ শুঁকেই বুঝে যেতে পারে ব্যাগে কোনও সন্দেহজনক বস্তু আছে কি না

আরও পড়ুন : রেলপথে মাদক-কারবার রুখতে আসানসোল রেল ডিভিশনে "তুফান"

ডিভিশনের অন্যতম সবচেয়ে বড় স্টেশন আসানসোলের সুরক্ষায় বিশেষভাবে নজর দেওয়া হয়েছে । আর এক্ষেত্রে আরপিএফের ডগ স্কোয়াডের দু'টি অত্যন্ত বুদ্ধিমান সারমেয় লাইকা এবং জোজোকে লাগানো হয়েছে সুরক্ষার কাজে । এই দুটি সারমেয় অত্যন্ত প্রশিক্ষিত এবং তারা গন্ধ শুঁকেই বুঝে যেতে পারে ব্যাগে কোনও সন্দেহজনক বস্তু আছে কি না । অন্যদিকে কোনও সন্দেহভাজন ব্যক্তিকে দেখলে তাঁকেও চিনে ফেলতে পারে এই সারমেয় দু’টি । এমনটাই দাবি করেছেন আরপিএফ আধিকারিকরা ।

আরপিএফের ডগ স্কোয়াড
লাইকা এবং জোজো এখন অত্যন্ত দক্ষতার সঙ্গে স্টেশনে আসা যাত্রী ও যাত্রীদের ব্যাগে নজর রাখছে

তবে শুধু সারমেয় নয়, আসানসোল রেল স্টেশনে লাগানো হয়েছে অটোমেটিক লাগেজ চেকিং মেশিন । বিমানবন্দরে যেভাবে ব্যাগ পরীক্ষা হয়, একই পদ্ধতিতে মেশিনের বেল্টে লাগেজ রেখে দিলেই তা নিজে থেকেই অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে পরীক্ষার পর । এছাড়াও সিসিটিভি নজরদারিও বাড়ানো হয়েছে । সন্দেহজনক কিছু দেখলেই তড়িঘড়ি পরীক্ষা করা হচ্ছে ৷ করা হচ্ছে জিজ্ঞাসাবাদও ।

আসানসোল, 13 অগস্ট : স্বাধীনতা দিবসে (Independence Day) রেলযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে তৎপর আসানসোল রেল ডিভিশন (Asansol Rail Division) । ইতিমধ্যেই রেলের আরপিএফ জওয়ানরা সুরক্ষার বিষয়ে নানা পদক্ষেপ করেছেন । তবে আরপিএফ ডগ স্কোয়াডের (Dog Squad of RPF) দুই সারমেয় লাইকা এবং জোজো এখন অত্যন্ত দক্ষতার সঙ্গে স্টেশনে আসা যাত্রী ও যাত্রীদের ব্যাগ এবং অন্যান্য বিষয়ে নজর রাখছে ।

বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের অন্যতম বড় জংশন হল আসানসোল রেল স্টেশন (Asansol Station) । অন্যদিকে আসানসোল রেল ডিভিশন ঝাড়খণ্ড, বিহার পর্যন্ত বিস্তৃত । এই সুবিশাল ডিভিশনের সুরক্ষার বিষয়ে কোনও রকমের ফাঁক রাখতে রাজি নয় আসানসোল রেলকর্তারা ।

অতীতে আসানসোল রেল ডিভিশনে বিহারের বেশ কয়েকটি স্থানে মাওবাদীদের আনাগোনা এবং মাওবাদী নাশকতার খবর মিলেছিল । স্বাধীনতা দিবসের আগে যাতে কোনও ধরনের নাশকতা কিংবা অন্য কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে তৎপর আসানসোল রেল ডিভিশন । প্রায় প্রত্যেকটি স্টেশনে আরপিএফ জওয়ানরা যাত্রীদের ব্যাগ পরীক্ষা করছেন এবং আরও নানা সুরক্ষা সম্বন্ধীয় বিষয়ে নজর রাখছেন ।

আরপিএফের ডগ স্কোয়াড
গন্ধ শুঁকেই বুঝে যেতে পারে ব্যাগে কোনও সন্দেহজনক বস্তু আছে কি না

আরও পড়ুন : রেলপথে মাদক-কারবার রুখতে আসানসোল রেল ডিভিশনে "তুফান"

ডিভিশনের অন্যতম সবচেয়ে বড় স্টেশন আসানসোলের সুরক্ষায় বিশেষভাবে নজর দেওয়া হয়েছে । আর এক্ষেত্রে আরপিএফের ডগ স্কোয়াডের দু'টি অত্যন্ত বুদ্ধিমান সারমেয় লাইকা এবং জোজোকে লাগানো হয়েছে সুরক্ষার কাজে । এই দুটি সারমেয় অত্যন্ত প্রশিক্ষিত এবং তারা গন্ধ শুঁকেই বুঝে যেতে পারে ব্যাগে কোনও সন্দেহজনক বস্তু আছে কি না । অন্যদিকে কোনও সন্দেহভাজন ব্যক্তিকে দেখলে তাঁকেও চিনে ফেলতে পারে এই সারমেয় দু’টি । এমনটাই দাবি করেছেন আরপিএফ আধিকারিকরা ।

আরপিএফের ডগ স্কোয়াড
লাইকা এবং জোজো এখন অত্যন্ত দক্ষতার সঙ্গে স্টেশনে আসা যাত্রী ও যাত্রীদের ব্যাগে নজর রাখছে

তবে শুধু সারমেয় নয়, আসানসোল রেল স্টেশনে লাগানো হয়েছে অটোমেটিক লাগেজ চেকিং মেশিন । বিমানবন্দরে যেভাবে ব্যাগ পরীক্ষা হয়, একই পদ্ধতিতে মেশিনের বেল্টে লাগেজ রেখে দিলেই তা নিজে থেকেই অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে পরীক্ষার পর । এছাড়াও সিসিটিভি নজরদারিও বাড়ানো হয়েছে । সন্দেহজনক কিছু দেখলেই তড়িঘড়ি পরীক্ষা করা হচ্ছে ৷ করা হচ্ছে জিজ্ঞাসাবাদও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.