আসানসোল, 15 জুন : হাসপাতালের ভিতরে নয় বাইরে ম্যারাপ খাটিয়ে চিকিৎসা পরিষেবা দিয়ে অভিনব প্রতিবাদে নামলেন আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকরা । এর জেরে নাকাল রোগী ও পরিজনরা ।
সোমবার (10 জুন) রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয় NRS । প্রহৃত হন জুনিয়র ডাক্তার পরিবহ মুখার্জি । প্রতিবাদে বুধবার থেকে সব সরকারি ও বেসরকারি হাসপাতালে OPD বন্ধের ডাক দেয় ডাক্তারদের সংগঠন । এর জেরে সব হাসপাতাল থেকে ফিরে যেতে হচ্ছে রোগীদের । কিন্তু আসানসোল জেলা হাসপাতালের চিত্রটা অন্যরকম । এখানে প্রতিবাদ মিছিল করছেন চিকিৎসকরা । আবার প্যান্ডেল খাটিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী বহির্বিভাগ । সেখানেই চলছে চিকিৎসা ।
এক চিকিৎসক বলেন, "আমরা প্রতীকী প্রতিবাদ করছি । আমরা যে পেশার সঙ্গে যুক্ত সেখানে সবকিছু বন্ধ করে ধর্মঘটে বসার মতো বিলাসিতা দেখাতে পারব না । এখন আমরা কাজ করতে করতেই প্রতিবাদ করব । প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তার দাবি থাকবে ।"
তবে, আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকদের এই পদক্ষেপের জেরে নাকাল হচ্ছেন রোগী ও তাঁর পরিজন । কিছু ক্ষেত্রে বিভ্রান্ত হচ্ছেন রোগীরা । রণজয় মাঝি নামে এক রোগী বলেন, "ভীষণ অসুবিধা হচ্ছে । বুঝতে পারছি না কোন ডাক্তার কোথায় বসেছে ।" যদিও রোগীর পরিজনদের একাংশ ডাক্তারদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন । তাঁদের কথায়, কিছু না হোক চিকিৎসা তো হচ্ছে ।