ETV Bharat / state

"সেবাই ধর্ম, সব বন্ধ করে ধর্মঘট করতে পারব না" - opd

হাসপাতালের বাইরে প্যান্ডেল খাটিয়ে চিকিৎসা চলছে । আবার প্রতিবাদ মিছিলও চলছে আসানসোল জেলা হাসপাতালে ।

প্যান্ডেল খাটিয়ে চিকিৎসা চলছে
author img

By

Published : Jun 15, 2019, 7:54 PM IST

আসানসোল, 15 জুন : হাসপাতালের ভিতরে নয় বাইরে ম্যারাপ খাটিয়ে চিকিৎসা পরিষেবা দিয়ে অভিনব প্রতিবাদে নামলেন আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকরা । এর জেরে নাকাল রোগী ও পরিজনরা ।

সোমবার (10 জুন) রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয় NRS । প্রহৃত হন জুনিয়র ডাক্তার পরিবহ মুখার্জি । প্রতিবাদে বুধবার থেকে সব সরকারি ও বেসরকারি হাসপাতালে OPD বন্ধের ডাক দেয় ডাক্তারদের সংগঠন । এর জেরে সব হাসপাতাল থেকে ফিরে যেতে হচ্ছে রোগীদের । কিন্তু আসানসোল জেলা হাসপাতালের চিত্রটা অন্যরকম । এখানে প্রতিবাদ মিছিল করছেন চিকিৎসকরা । আবার প্যান্ডেল খাটিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী বহির্বিভাগ । সেখানেই চলছে চিকিৎসা ।

এক চিকিৎসক বলেন, "আমরা প্রতীকী প্রতিবাদ করছি । আমরা যে পেশার সঙ্গে যুক্ত সেখানে সবকিছু বন্ধ করে ধর্মঘটে বসার মতো বিলাসিতা দেখাতে পারব না । এখন আমরা কাজ করতে করতেই প্রতিবাদ করব । প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তার দাবি থাকবে ।"

তবে, আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকদের এই পদক্ষেপের জেরে নাকাল হচ্ছেন রোগী ও তাঁর পরিজন । কিছু ক্ষেত্রে বিভ্রান্ত হচ্ছেন রোগীরা । রণজয় মাঝি নামে এক রোগী বলেন, "ভীষণ অসুবিধা হচ্ছে । বুঝতে পারছি না কোন ডাক্তার কোথায় বসেছে ।" যদিও রোগীর পরিজনদের একাংশ ডাক্তারদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন । তাঁদের কথায়, কিছু না হোক চিকিৎসা তো হচ্ছে ।

আসানসোল, 15 জুন : হাসপাতালের ভিতরে নয় বাইরে ম্যারাপ খাটিয়ে চিকিৎসা পরিষেবা দিয়ে অভিনব প্রতিবাদে নামলেন আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকরা । এর জেরে নাকাল রোগী ও পরিজনরা ।

সোমবার (10 জুন) রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয় NRS । প্রহৃত হন জুনিয়র ডাক্তার পরিবহ মুখার্জি । প্রতিবাদে বুধবার থেকে সব সরকারি ও বেসরকারি হাসপাতালে OPD বন্ধের ডাক দেয় ডাক্তারদের সংগঠন । এর জেরে সব হাসপাতাল থেকে ফিরে যেতে হচ্ছে রোগীদের । কিন্তু আসানসোল জেলা হাসপাতালের চিত্রটা অন্যরকম । এখানে প্রতিবাদ মিছিল করছেন চিকিৎসকরা । আবার প্যান্ডেল খাটিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী বহির্বিভাগ । সেখানেই চলছে চিকিৎসা ।

এক চিকিৎসক বলেন, "আমরা প্রতীকী প্রতিবাদ করছি । আমরা যে পেশার সঙ্গে যুক্ত সেখানে সবকিছু বন্ধ করে ধর্মঘটে বসার মতো বিলাসিতা দেখাতে পারব না । এখন আমরা কাজ করতে করতেই প্রতিবাদ করব । প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তার দাবি থাকবে ।"

তবে, আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকদের এই পদক্ষেপের জেরে নাকাল হচ্ছেন রোগী ও তাঁর পরিজন । কিছু ক্ষেত্রে বিভ্রান্ত হচ্ছেন রোগীরা । রণজয় মাঝি নামে এক রোগী বলেন, "ভীষণ অসুবিধা হচ্ছে । বুঝতে পারছি না কোন ডাক্তার কোথায় বসেছে ।" যদিও রোগীর পরিজনদের একাংশ ডাক্তারদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন । তাঁদের কথায়, কিছু না হোক চিকিৎসা তো হচ্ছে ।

Intro:"আমরা রোগীদের পক্ষে, আবার সরকারের বিপক্ষে নই। আমাদের খোলা হাওয়ায়, মুক্ত মনে কাজ করতে দিন কাজ করতে দিন।" আর এই আবেদনকে সামনে রেখে চিকিৎসক নিগৃহীতার প্রতিবাদে অভিনব আয়োজন আসানসোল জেলা হাসপাতালে। চিকিৎসকরা প্রতীকি প্রতিবাদ জানিয়ে হাসপাতালের বহির্বিভাগকেই হাসপাতালের বাইরে নিয়ে এলেন। ম্যারাপ খাটিয়ে অস্থায়ী "আউটডোর" বিভাগ তৈরি করে রোগীদের চিকিৎসা চলল। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে বিভ্রান্তি। দুইয়ে মিলে নাকাল হয় রোগীরা।
Body:NRS এর চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়কে রোগীর পরিবার লোক দ্বারা নিগৃহীত হওয়ার প্রতিবাদে গোটা দেশ উত্তাল। থেমে নেই আসানসোল জেলা হাসপাতালও। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা দফায় দফায় নানাভাবে প্রতিবাদ জানিয়েছেন গত তিনদিন ধরে। কিন্তু আসানসোল হাসপাতালে রোগীদের পরিষেবা প্রদান থেকে পিছু হটেননি চিকিৎসকরা। আজ আবার অভিনব উপায়ে প্রতিবাদে সামিল হলেন চিকিৎসকরা। আজ হাসপাতাল চত্বরে প্রতিবাদ র‍্যালি করার পাশাপাশি হাসপাতালের আউটডোর বিভাগকে বাইরে নিয়ে আসা হয়। প্যান্ডেল খাটিয়ে চিকিৎসকরা হাসপাতাল চত্বরে রোগী দেখতে শুরু করেন। আর এরফলে তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একেই প্রচন্ড গরমে রোগীদের বাইরে লাইন দিয়ে থাকা। তারপর কোন চিকিৎসক কোথায় বসেছেন তা খুঁজে পেতেই হয়রাণির শিকার হয় রোগীরা।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.