ETV Bharat / state

আমফানের দুর্নীতিতে বিরক্ত আসানসোলের জেলাশাসক, উন্নয়ন বৈঠকে স্বচ্ছতায় জোর

author img

By

Published : Jun 25, 2020, 11:05 PM IST

কার্যভার নিয়ে প্রথম জেলার উন্নয়ন-বৈঠকে বসলেন আসানসোলের জেলাশাসক পুর্ণেন্দু মাজি । জেলাস্তরের উন্নয়নের বিষয়ে বিশেষ নজর দেওয়ার কথা বললেন প্রথম বৈঠকেই ।

corruption in amphan
আমফানে দুর্নীতি নিয়ে বিরক্ত প্রকাশ

আসানসোল, 25 জুন : "আমফান নিয়ে আপনারা দেখছেন কী চলছে, সরকার ব্যবস্থা নিচ্ছে । এই ধরনের কোনও ঘটনা যেন না ঘটে । তাহলে আমরাও ব্যবস্থা নেব ।" জেলাস্তরের উন্নয়ন-বৈঠকে এমনই হঁশিয়ারি দিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পুর্ণেন্দু মাজি । আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতি প্রসঙ্গে সরব হয়েছেন বিরোধীরা । এবার সরকারি স্তরে কোনও বৈঠকে সেই দুর্নীতিকেই উদাহরণ হিসেবে টেনে নিয়ে আনলেন খোদ জেলাশাসক ।

আসানসোলের রবীন্দ্রভবনে পশ্চিম বর্ধমান জেলার উন্নয়ন বৈঠকের আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন জেলাশাসক পুর্ণেন্দু মাজি, জেলা সভাধিপতি সুভদ্রা বাউরি, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক, প্রত্যেকটি ব্লকের BDO, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত প্রধান ও প্রশাসনিক আধিকারিকেরা ।

এদিনের বিষয় ছিল জেলাস্তরে উন্নয়নশীল কাজের গতিবিধি । কাজে ‘ভাটা’ দেখে সংশ্লিষ্ট আধিকারিকে কাছে কারণ জানতে চান জেলাশাসক । অবশ্য লকডাউনের কারণে কাজে ব্যাঘাত ঘটেছে । তাও দ্রুত নিষ্পত্তি চান জেলাশাসক । তিনি সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, "জেলায় এখনও 40 হাজার শৌচাগার নির্মাণ করতে বাকি রয়েছে । দ্রুততার সঙ্গে সেই কাজ করতে হবে । বর্ষাকালে শৌচকর্মের জন্য সাধারণ মানুষ মাঠে যাবেন, এটা ঠিক নয় ।"

তিনি আরও বলেন, "দ্রুততার চেয়েও বড় কথা স্বচ্ছতার সঙ্গে কাজ শেষ করতে হবে । আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য সংগঠন তৈরি করা হয়েছে । স্বচ্ছতার সঙ্গে কাজ হবে ।"

আসানসোল, 25 জুন : "আমফান নিয়ে আপনারা দেখছেন কী চলছে, সরকার ব্যবস্থা নিচ্ছে । এই ধরনের কোনও ঘটনা যেন না ঘটে । তাহলে আমরাও ব্যবস্থা নেব ।" জেলাস্তরের উন্নয়ন-বৈঠকে এমনই হঁশিয়ারি দিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পুর্ণেন্দু মাজি । আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতি প্রসঙ্গে সরব হয়েছেন বিরোধীরা । এবার সরকারি স্তরে কোনও বৈঠকে সেই দুর্নীতিকেই উদাহরণ হিসেবে টেনে নিয়ে আনলেন খোদ জেলাশাসক ।

আসানসোলের রবীন্দ্রভবনে পশ্চিম বর্ধমান জেলার উন্নয়ন বৈঠকের আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন জেলাশাসক পুর্ণেন্দু মাজি, জেলা সভাধিপতি সুভদ্রা বাউরি, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক, প্রত্যেকটি ব্লকের BDO, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত প্রধান ও প্রশাসনিক আধিকারিকেরা ।

এদিনের বিষয় ছিল জেলাস্তরে উন্নয়নশীল কাজের গতিবিধি । কাজে ‘ভাটা’ দেখে সংশ্লিষ্ট আধিকারিকে কাছে কারণ জানতে চান জেলাশাসক । অবশ্য লকডাউনের কারণে কাজে ব্যাঘাত ঘটেছে । তাও দ্রুত নিষ্পত্তি চান জেলাশাসক । তিনি সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, "জেলায় এখনও 40 হাজার শৌচাগার নির্মাণ করতে বাকি রয়েছে । দ্রুততার সঙ্গে সেই কাজ করতে হবে । বর্ষাকালে শৌচকর্মের জন্য সাধারণ মানুষ মাঠে যাবেন, এটা ঠিক নয় ।"

তিনি আরও বলেন, "দ্রুততার চেয়েও বড় কথা স্বচ্ছতার সঙ্গে কাজ শেষ করতে হবে । আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য সংগঠন তৈরি করা হয়েছে । স্বচ্ছতার সঙ্গে কাজ হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.