ETV Bharat / state

ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠে জেলাশাসক - যশ

ঘূর্ণিঝড় মোকাবিলায় তৈরি পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ৷ মাঠে নেমে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখছেন স্বয়ং জেলাশাসক ৷ মঙ্গলবার পশ্চিম বর্ধমানের জেলাশাসক বিভু গোয়েল কাঁকসার অজয় লাগোয়া বসত এলাকাগুলি ঘুরে দেখেন ৷ কথা বলেন স্থানীয়দের সঙ্গে ৷

wb_dur_04_district magistrate visit in kaksa_7204345
ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠে জেলাশাসক
author img

By

Published : May 25, 2021, 8:51 PM IST

দুর্গাপুর, 25 মে : বুধবারই স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ ৷ যার প্রভাব পড়বে এ রাজ্যেও ৷ ঝড়-বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৷ সেই পরিস্থিতির মোকাবিলা করতে আগে থেকেই তৎপর পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ৷ মাঠে নেমে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখছেন স্বয়ং জেলাশাসক ৷

মঙ্গলবার পশ্চিম বর্ধমানের জেলাশাসক বিভু গোয়েল কাঁকসার অজয় লাগোয়া বসত এলাকাগুলি ঘুরে দেখেন ৷ সঙ্গে ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক অর্ঘ্য প্রসূন কাজি, কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য-সহ অন্য আধিকারিকরা ৷ ইতিমধ্যেই এই এলাকার কাঁচা বাড়িগুলি খালি করে দেওয়া হয়েছে ৷ বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী সরকারি ত্রাণশিবিরে ৷ এছাড়াও, স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালের কর্মী ও চিকিৎসকদের সতর্ক থাকতে বলা হয়েছে ৷

আরও পড়ুন : যশে সতর্কতা নিতে ট্রেনের চাকায় তালা, শান্তিপুরে খোলা হল স্টেশনের ফ্যান

এদিন অজয় তীরবর্তী এলাকা পরিদর্শন করেন জেলাশাসক ৷ কথা বলেন স্থানীয়দের সঙ্গে ৷ দুর্যোগের সময় মানুষের যাতে কোনওরকম সমস্যা না হয়, তা নিশ্চিত করতে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন এবং কাঁকসা ব্লক প্রশাসনকে সম্পূর্ণ তৈরি থাকারও নির্দেশ দিয়েছেন জেলাশাসক ৷ আশ্বস্ত করেছেন আমজনতাকেও ৷

দুর্গাপুর, 25 মে : বুধবারই স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ ৷ যার প্রভাব পড়বে এ রাজ্যেও ৷ ঝড়-বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৷ সেই পরিস্থিতির মোকাবিলা করতে আগে থেকেই তৎপর পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ৷ মাঠে নেমে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখছেন স্বয়ং জেলাশাসক ৷

মঙ্গলবার পশ্চিম বর্ধমানের জেলাশাসক বিভু গোয়েল কাঁকসার অজয় লাগোয়া বসত এলাকাগুলি ঘুরে দেখেন ৷ সঙ্গে ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক অর্ঘ্য প্রসূন কাজি, কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য-সহ অন্য আধিকারিকরা ৷ ইতিমধ্যেই এই এলাকার কাঁচা বাড়িগুলি খালি করে দেওয়া হয়েছে ৷ বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী সরকারি ত্রাণশিবিরে ৷ এছাড়াও, স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালের কর্মী ও চিকিৎসকদের সতর্ক থাকতে বলা হয়েছে ৷

আরও পড়ুন : যশে সতর্কতা নিতে ট্রেনের চাকায় তালা, শান্তিপুরে খোলা হল স্টেশনের ফ্যান

এদিন অজয় তীরবর্তী এলাকা পরিদর্শন করেন জেলাশাসক ৷ কথা বলেন স্থানীয়দের সঙ্গে ৷ দুর্যোগের সময় মানুষের যাতে কোনওরকম সমস্যা না হয়, তা নিশ্চিত করতে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন এবং কাঁকসা ব্লক প্রশাসনকে সম্পূর্ণ তৈরি থাকারও নির্দেশ দিয়েছেন জেলাশাসক ৷ আশ্বস্ত করেছেন আমজনতাকেও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.