ETV Bharat / state

Dilip Ghosh Attack Mamata Banerjee: 'রানিগঞ্জে দিদির ভাইরা খুঁড়ে খুঁড়ে আপনার বাড়ির নীচে পৌঁছে গিয়েছেন !' তোপ দিলীপের - দুর্গাপুর

দুর্গাপুর সফরে এসে ফের একবার রানিগঞ্জ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর দলকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh Attack Mamata Banerjee over Raniganj Issue) ৷ কী বললেন তিনি ?

Dilip Ghosh Attack Mamata Banerjee over Raniganj Issue during his Durgapur Visit
দুর্গাপুরে দিলীপ ঘোষ
author img

By

Published : Jan 20, 2023, 4:24 PM IST

দিলীপের তোপ

দুর্গাপুর, 20 জানুয়ারি: জোশীমঠ এবং রানিগঞ্জের পরিস্থিতি এক নয় ৷ ফের একবার একথা মনে করিয়ে দিলেন দিলীপ ঘোষ ৷ তাঁর দাবি, জোশীমঠে যে পরিস্থিতি (Joshimath Crisis) তৈরি হয়েছে, তার কারণ সম্পূর্ণ প্রাকৃতিক ৷ কিন্তু, রানিগঞ্জে ধস নামছে 'দিদির ভাইদের' জন্য ! শুক্রবার সকালে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে 'চায়ে পে চর্চা' করেন দিলীপ ৷ তার আগে অভ্যাস মতো প্রাতঃভ্রমণে বের হন ৷ পরবর্তীতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় রাজ্য়ের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন দিলীপ ঘোষ ৷

জোশীমঠে ধসের ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে সম্প্রতি রানিগঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee concern over Raniganj) ৷ তাঁর দাবি, বাংলার এই কয়লাখনি এলাকাও বিপদে রয়েছে ৷ লাগাতার কয়লা উত্তোলনের জেরে এই অঞ্চলে যেকোনও সময় ধস নামতে পারে ৷ তাতে অন্তত 30 হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেন মমতা ৷ তাঁর বক্তব্য, ধস কবলিত এলাকার বাসিন্দাদের স্বার্থে গত 10 বছর ধরে তাঁর দল এবং সরকার লড়াই করছে ৷ কিন্তু, কেন্দ্রের অসহযোগিতায় যথাযথ পদক্ষেপ করা যাচ্ছে না ৷

আরও পড়ুন: 'দিদির দূতেরা ভোট চাইতে এলে গাছে বেঁধে রাখুন'! নিদান দিলীপের

মুখ্যমন্ত্রীর এই মন্তব্য়ের আগেও সমালোচনা করেছিলেন দিলীপ ৷ এবার দুর্গাপুরে এসেও একই কথা বলেন তিনি (Dilip Ghosh Attack Mamata Banerjee over Raniganj Issue) ৷ দিলীপের বক্তব্য হল, "জোশীমঠে যা ঘটছে তা আদতে একটি প্রাকৃতি ঘটনা ৷ হিমালয়ের চরিত্রের জন্যই এমনটা হচ্ছে ৷ বহু বছর ধরে এই ঘটনা ঘটে চলেছে ৷ বিষয়টি বিশেষজ্ঞরা দেখছেন ৷ কিন্তু, রানিগঞ্জ, আসানসোলে দিদির ভাইরা খুঁড়ে খুঁড়ে আপনাদের বাড়ির নীচে চলে গিয়েছে ৷ একদিন সকালে উঠে দেখবেন, গোটা বাড়িটই ধসে গিয়েছে ৷ এসব কারা করছে ? বন্ধ খনি থেকে কারা কয়লা চুরি করছে ? সেই চুরির টাকা কোথায় যাচ্ছে ? দিদিকে এসব বন্ধ করতে বলুন ৷"

প্রসঙ্গত, জোশীমঠ নিয়ে দেশজুড়েই রাজনীতি চলছে বলে অভিযোগ ৷ বিশেষজ্ঞরা বলছেন, এই বিপর্যয়ের পিছনে প্রাকৃতিক কিছু কারণ থাকলেও আসলে অবৈজ্ঞানিক নির্মাণই জোশীমঠকে এত বড় বিপদের মুখে ঠেলে দিয়েছে ৷ কিন্তু, বিজেপি নেতারা বিষয়টি মানতে নারাজ ৷ একইভাবে বিশেষজ্ঞরা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও রাজ্য়ের মুখ্যমন্ত্রী কিন্তু সে নিয়ে কোনও কথা বলেননি ৷ পালট তিনি রানিগঞ্জকে তুলে ধরে বিজেপি তথা কেন্দ্রকে আক্রমণ করেছেন ৷ দোষারোপ, পালটা দোষারোপের সেই পালা এখনও চলছে ৷

দিলীপের তোপ

দুর্গাপুর, 20 জানুয়ারি: জোশীমঠ এবং রানিগঞ্জের পরিস্থিতি এক নয় ৷ ফের একবার একথা মনে করিয়ে দিলেন দিলীপ ঘোষ ৷ তাঁর দাবি, জোশীমঠে যে পরিস্থিতি (Joshimath Crisis) তৈরি হয়েছে, তার কারণ সম্পূর্ণ প্রাকৃতিক ৷ কিন্তু, রানিগঞ্জে ধস নামছে 'দিদির ভাইদের' জন্য ! শুক্রবার সকালে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে 'চায়ে পে চর্চা' করেন দিলীপ ৷ তার আগে অভ্যাস মতো প্রাতঃভ্রমণে বের হন ৷ পরবর্তীতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় রাজ্য়ের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন দিলীপ ঘোষ ৷

জোশীমঠে ধসের ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে সম্প্রতি রানিগঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee concern over Raniganj) ৷ তাঁর দাবি, বাংলার এই কয়লাখনি এলাকাও বিপদে রয়েছে ৷ লাগাতার কয়লা উত্তোলনের জেরে এই অঞ্চলে যেকোনও সময় ধস নামতে পারে ৷ তাতে অন্তত 30 হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেন মমতা ৷ তাঁর বক্তব্য, ধস কবলিত এলাকার বাসিন্দাদের স্বার্থে গত 10 বছর ধরে তাঁর দল এবং সরকার লড়াই করছে ৷ কিন্তু, কেন্দ্রের অসহযোগিতায় যথাযথ পদক্ষেপ করা যাচ্ছে না ৷

আরও পড়ুন: 'দিদির দূতেরা ভোট চাইতে এলে গাছে বেঁধে রাখুন'! নিদান দিলীপের

মুখ্যমন্ত্রীর এই মন্তব্য়ের আগেও সমালোচনা করেছিলেন দিলীপ ৷ এবার দুর্গাপুরে এসেও একই কথা বলেন তিনি (Dilip Ghosh Attack Mamata Banerjee over Raniganj Issue) ৷ দিলীপের বক্তব্য হল, "জোশীমঠে যা ঘটছে তা আদতে একটি প্রাকৃতি ঘটনা ৷ হিমালয়ের চরিত্রের জন্যই এমনটা হচ্ছে ৷ বহু বছর ধরে এই ঘটনা ঘটে চলেছে ৷ বিষয়টি বিশেষজ্ঞরা দেখছেন ৷ কিন্তু, রানিগঞ্জ, আসানসোলে দিদির ভাইরা খুঁড়ে খুঁড়ে আপনাদের বাড়ির নীচে চলে গিয়েছে ৷ একদিন সকালে উঠে দেখবেন, গোটা বাড়িটই ধসে গিয়েছে ৷ এসব কারা করছে ? বন্ধ খনি থেকে কারা কয়লা চুরি করছে ? সেই চুরির টাকা কোথায় যাচ্ছে ? দিদিকে এসব বন্ধ করতে বলুন ৷"

প্রসঙ্গত, জোশীমঠ নিয়ে দেশজুড়েই রাজনীতি চলছে বলে অভিযোগ ৷ বিশেষজ্ঞরা বলছেন, এই বিপর্যয়ের পিছনে প্রাকৃতিক কিছু কারণ থাকলেও আসলে অবৈজ্ঞানিক নির্মাণই জোশীমঠকে এত বড় বিপদের মুখে ঠেলে দিয়েছে ৷ কিন্তু, বিজেপি নেতারা বিষয়টি মানতে নারাজ ৷ একইভাবে বিশেষজ্ঞরা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও রাজ্য়ের মুখ্যমন্ত্রী কিন্তু সে নিয়ে কোনও কথা বলেননি ৷ পালট তিনি রানিগঞ্জকে তুলে ধরে বিজেপি তথা কেন্দ্রকে আক্রমণ করেছেন ৷ দোষারোপ, পালটা দোষারোপের সেই পালা এখনও চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.