ETV Bharat / state

Didir Suraksha Kawach: মিড-ডে মিল রান্না করলেন ‘দিদির দূত’ মন্ত্রী প্রদীপ মজুমদার - মিড ডে মিল রান্না করলেন দিদির দূত

দিদির সুরক্ষা কবচ (Didir Suraksha Kawach) কর্মসূচিতে মিড-ডে মিল রান্না করলেন ‘দিদির দূত’ মন্ত্রী প্রদীপ মজুমদার ৷ এমনকি স্কুলের পড়ুয়াদের সঙ্গে বসে দুপুরের খাবারও খেলেন তিনি ৷

Didir Suraksha Kawach ETV BHARAT
Didir Suraksha Kawach
author img

By

Published : Jan 20, 2023, 6:42 PM IST

‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে মিড-ডে মিল রাঁধলেন পঞ্চায়েত মন্ত্রী

দুর্গাপুর, 20 জানুয়ারি: কাঁকসায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে মিড-ডে মিল রান্না করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার (Didir Doot Minister Pradeep Majumder Cooks Mid-Day Meal) ৷ তারপর মধ্যাহ্নভোজে তা পড়ুয়াদের সঙ্গে বসে খেলেনও তিনি ৷ শুক্রবার সকাল 10টায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়েছিলেন কাঁকসার আমলাজোড়া এলাকায় ৷ প্রদীপ মজুমদারকে দেখা গেল বাইকে করে আমলাজোড়ার পাড়ায় পাড়ায় ঘুরতে ৷ সকলের সমস্যার কথা শুনতেও দেখা গেল তাঁকে ৷ এর পর সেখান থেকে দুপুরে পৌঁছে যান আমলাজোড়া উচ্চ বিদ্যালয়ে ৷

স্কুলে পৌঁছে প্রথমে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী ৷ তারপর মন্ত্রীকে দেখা যায় মিড-ডে মিলের রান্নাঘরে ঢুকতে ৷ সেখানে গিয়ে নিজের হাতে খুন্তি তুলে নেন ৷ সেখানেই পড়ুয়াদের সঙ্গে মিড-ডে মিলের রান্না করা খাবার খেয়েছেন মন্ত্রী ৷ ডাল, পাঁচমেশালি তরকারি ও বাঁধাকপির তরকারি দিয়ে মধ্যাহ্নভোজ সারেন পড়ুয়াদের সঙ্গে বসে ৷ তবে, ডিমসেদ্ধটি পাশের এক খুদে পড়ুয়াকে তুলে দেন তিনি ৷ এদিন মন্ত্রী প্রদীপ মজুমদার পাঁচমেশালি তরকারি রান্না করেন স্কুলে ৷

মন্ত্রী শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন ৷ মূলত, স্কুলের সমস্যা এবং অন্যান্য ইস্যুতে কথা হয় ৷ এদিন খাওয়া-দাওয়া শেষে পড়ুয়াদের পড়ালেনও প্রদীপ মজুমদার ৷ পড়ুয়াদের কোনও সমস্যা আছে কি না, সে কথাও জানতে চান তিনি ৷ সবশেষে জানালেন, ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটিয়ে খুব আনন্দ পেয়েছেন তিনি ৷ তাঁদের অভিভাবকদের অভাব-অভিযোগের কথাও শুনেছেন বলে জানান মন্ত্রী প্রদীপ মজুমদার ৷

আরও পড়ুন: স্বামীকে খুঁজে দিন, 'দিদির দূত' শতাব্দীর কাছে আর্জি গৃহবধূর

আর রান্না করা নিয়ে তিনি বলেন, ‘‘নিজের হাতে মাঝেমধ্যে রান্না করতে ভালোই লাগে ৷ ছাত্র-ছাত্রীদের সঙ্গে একটা দিন কাটানোর মধ্যে অনাবিল আনন্দ লাভ করলাম ৷ ওদের অভাব-অভিযোগের কথা শুনলাম ৷ দ্রুত সেসব অভাব মিটিয়ে দেওয়া হবে ৷’’ আজ তিনি কাঁকসা রক্ষিতপুর গ্রামে রাতে থাকবেন ৷ তার আগে সন্ধ্যেয় রক্ষিতপুর গ্রামের বাসিন্দাদের কাছে ‘দিদির দূত’ হয়ে যাবেন ৷

‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে মিড-ডে মিল রাঁধলেন পঞ্চায়েত মন্ত্রী

দুর্গাপুর, 20 জানুয়ারি: কাঁকসায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে মিড-ডে মিল রান্না করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার (Didir Doot Minister Pradeep Majumder Cooks Mid-Day Meal) ৷ তারপর মধ্যাহ্নভোজে তা পড়ুয়াদের সঙ্গে বসে খেলেনও তিনি ৷ শুক্রবার সকাল 10টায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়েছিলেন কাঁকসার আমলাজোড়া এলাকায় ৷ প্রদীপ মজুমদারকে দেখা গেল বাইকে করে আমলাজোড়ার পাড়ায় পাড়ায় ঘুরতে ৷ সকলের সমস্যার কথা শুনতেও দেখা গেল তাঁকে ৷ এর পর সেখান থেকে দুপুরে পৌঁছে যান আমলাজোড়া উচ্চ বিদ্যালয়ে ৷

স্কুলে পৌঁছে প্রথমে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী ৷ তারপর মন্ত্রীকে দেখা যায় মিড-ডে মিলের রান্নাঘরে ঢুকতে ৷ সেখানে গিয়ে নিজের হাতে খুন্তি তুলে নেন ৷ সেখানেই পড়ুয়াদের সঙ্গে মিড-ডে মিলের রান্না করা খাবার খেয়েছেন মন্ত্রী ৷ ডাল, পাঁচমেশালি তরকারি ও বাঁধাকপির তরকারি দিয়ে মধ্যাহ্নভোজ সারেন পড়ুয়াদের সঙ্গে বসে ৷ তবে, ডিমসেদ্ধটি পাশের এক খুদে পড়ুয়াকে তুলে দেন তিনি ৷ এদিন মন্ত্রী প্রদীপ মজুমদার পাঁচমেশালি তরকারি রান্না করেন স্কুলে ৷

মন্ত্রী শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন ৷ মূলত, স্কুলের সমস্যা এবং অন্যান্য ইস্যুতে কথা হয় ৷ এদিন খাওয়া-দাওয়া শেষে পড়ুয়াদের পড়ালেনও প্রদীপ মজুমদার ৷ পড়ুয়াদের কোনও সমস্যা আছে কি না, সে কথাও জানতে চান তিনি ৷ সবশেষে জানালেন, ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটিয়ে খুব আনন্দ পেয়েছেন তিনি ৷ তাঁদের অভিভাবকদের অভাব-অভিযোগের কথাও শুনেছেন বলে জানান মন্ত্রী প্রদীপ মজুমদার ৷

আরও পড়ুন: স্বামীকে খুঁজে দিন, 'দিদির দূত' শতাব্দীর কাছে আর্জি গৃহবধূর

আর রান্না করা নিয়ে তিনি বলেন, ‘‘নিজের হাতে মাঝেমধ্যে রান্না করতে ভালোই লাগে ৷ ছাত্র-ছাত্রীদের সঙ্গে একটা দিন কাটানোর মধ্যে অনাবিল আনন্দ লাভ করলাম ৷ ওদের অভাব-অভিযোগের কথা শুনলাম ৷ দ্রুত সেসব অভাব মিটিয়ে দেওয়া হবে ৷’’ আজ তিনি কাঁকসা রক্ষিতপুর গ্রামে রাতে থাকবেন ৷ তার আগে সন্ধ্যেয় রক্ষিতপুর গ্রামের বাসিন্দাদের কাছে ‘দিদির দূত’ হয়ে যাবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.