ETV Bharat / state

কুয়াশায় ঢেকে সূয্যিমামা, কনকনে শীতেও অজয়-দামোদরে চলল পুণ্যস্নান - Makar Sankranti

Makar Sankranti 2024: সূর্য ঢেকে কুয়াশার চাদরে! কনকনে শীতও ফ্লপ অজয়ে লক্ষ মানুষের পুণ্যস্নানের কাছে ৷ এদিকে সকাল থেকে ঘন কুয়াশায় ছেয়ে রয়েছে আসানসোলও। বেলা যত বাড়ছে ঠান্ডার প্রকোপ ততই বাড়ছে এবং তার সঙ্গে ঘন হয়ে আসছে কুয়াশা। আর এমন অবস্থাতেই দামোদর নদে মকর স্নানে পুণ্যার্থীদের ভিড় চোখে পড়ার মতো ৷

পুণ্যস্নান অজয় ও দামোদরে
Makar Sankranti 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 2:23 PM IST

কনকনে শীতেও অজয়-দামোদরে চলল পুণ্যস্নান

দুর্গাপুর/ আসানসোল, 15 জানুয়ারি: কবি জয়দেবের ডাকে সাড়া দিয়ে অজয় বেয়ে এসেছিলেন মা গঙ্গা। সেখানেই আজকের দিনে পুণ্যস্নান করে রাধা বিনোদের মন্দিরে পুজো দিয়েছিলেন। তারপর থেকেই পুণ্য অর্জনের আশায় প্রতিবছর মকর সংক্রান্তিতে অজয়ের জলে পুণ্যস্নানে আসেন লক্ষ পুণ্যার্থী। এবছরও সূর্যের আলো ফোটার আগে থেকেই পুণ্য অর্জনের আশায় সোমবার অজয়ের জলে ডুব দিলেন পুণ্যার্থীরা। এদিকে সকাল থেকে ঘন কুয়াশায় ছেয়ে রয়েছে আসানসোলও। বেলা যত বাড়ছে ঠান্ডার প্রকোপ ততই বাড়ছে এবং তার সঙ্গে ঘন হয়ে আসছে কুয়াশা। আর এমন অবস্থাতেই দামোদর নদে মকর স্নানে পুণ্যার্থীদের ভিড় চোখে পড়ার মতো ৷

অজয় নদে ডুব দিয়ে রাধা বিনোদের মন্দিরে পুজো দিতে লম্বা লাইনও দেখা গিয়েছে এদিন। প্রায় 200 আখড়ায় প্রসাদ গ্রহণের জন্য মানুষের ভিড় রয়েছে। মেলায় বসেছে হরেক রকমের দোকান। বসেছে নাগরদোল্লাও। কোথাও খোলা মঞ্চে আবার কোথাও আখড়ার ভিতর চলছে হরিনাম-কীর্তনের আসর। কথিত আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। যারা সাগর তীরে যেতে পারেন না তাঁরা অজয়ের জলেই অর্জন করেন পুণ্য। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ এবং স্বেচ্ছাসেবক।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়ছে কেন্দুলীর মেলায়। এই মেলায় গ্রামীণ শিল্পীরা তাদের হাতের তৈরি উপকরণ বিক্রি করে অর্থনৈতিকভাবেও লাভবান হন। জয়দেবের মেলাকে কার্যত মানুষের মেলা বলে চিহ্নিত করা হয়। তীব্র শৈত্যপ্রবাহকে উপেক্ষা করেও সোমবার ভোররাত থেকেই পুণ্যার্থীদের ঢল। বীরভূমের জয়দেবঘাট এবং কাঁকসার শিবপুর ঘাটে পুণ্য স্নানের জন্য ভিড় দেখা গেল। এদিকে, আজ সকাল থেকেই আসানসোলের ডিসেরগড় ঘাটে, মানিকেশ্বর ঘাটে, ভূতনাথ মন্দিরের ঘাটে দামোদর নদে প্রচুর ভক্তকুলের ভিড় দেখা যায়। এদিন দামোদরের পাড়ে বসে পিঠে, তিল-সহ চপ মুড়ি খাওয়ার রেওয়াজ রয়েছে।

স্থানীয়দের মতে শীত এবং কুয়াশার কারণে খুব সকালে মানুষের ঢল অনান্যবারের মতো সেইভাবে দেখা যায়নি। বেলা 11টার পর থেকে ধীরে ধীরে মানুষ আসতে শুরু করেছে দামোদরের পুণ্য স্নান করতে। অন্যদিকে, ঘন কুয়াশার কারণে যাতে দুর্ঘটনা না-ঘটে সেই কারণে সচেষ্ট রয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশকর্মীরা। তারা একেবারে দামোদর ঘাটের কাছে গিয়ে মানুষজনকে সচেতন করছেন এবং বেশি জলে যাতে কেউ না-নামে সেজন্যে মানুষজনকে নিষেধ করা হচ্ছে।

আরও পড়ুন:

  1. সংক্রান্তির প্রাক্কালে বেনারসের আদলে মহাসাগর আরতি গঙ্গাসাগরে, দেখুন ভিডিয়ো
  2. গঙ্গাসাগরে নাশকতার ছক প্রতিরোধে প্রস্তুত অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
  3. ঘন কুয়াশা ও কনকনে শীতকে উপেক্ষা করে গঙ্গাসাগরে চলছে সংক্রান্তির পুণ্যস্নান

কনকনে শীতেও অজয়-দামোদরে চলল পুণ্যস্নান

দুর্গাপুর/ আসানসোল, 15 জানুয়ারি: কবি জয়দেবের ডাকে সাড়া দিয়ে অজয় বেয়ে এসেছিলেন মা গঙ্গা। সেখানেই আজকের দিনে পুণ্যস্নান করে রাধা বিনোদের মন্দিরে পুজো দিয়েছিলেন। তারপর থেকেই পুণ্য অর্জনের আশায় প্রতিবছর মকর সংক্রান্তিতে অজয়ের জলে পুণ্যস্নানে আসেন লক্ষ পুণ্যার্থী। এবছরও সূর্যের আলো ফোটার আগে থেকেই পুণ্য অর্জনের আশায় সোমবার অজয়ের জলে ডুব দিলেন পুণ্যার্থীরা। এদিকে সকাল থেকে ঘন কুয়াশায় ছেয়ে রয়েছে আসানসোলও। বেলা যত বাড়ছে ঠান্ডার প্রকোপ ততই বাড়ছে এবং তার সঙ্গে ঘন হয়ে আসছে কুয়াশা। আর এমন অবস্থাতেই দামোদর নদে মকর স্নানে পুণ্যার্থীদের ভিড় চোখে পড়ার মতো ৷

অজয় নদে ডুব দিয়ে রাধা বিনোদের মন্দিরে পুজো দিতে লম্বা লাইনও দেখা গিয়েছে এদিন। প্রায় 200 আখড়ায় প্রসাদ গ্রহণের জন্য মানুষের ভিড় রয়েছে। মেলায় বসেছে হরেক রকমের দোকান। বসেছে নাগরদোল্লাও। কোথাও খোলা মঞ্চে আবার কোথাও আখড়ার ভিতর চলছে হরিনাম-কীর্তনের আসর। কথিত আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। যারা সাগর তীরে যেতে পারেন না তাঁরা অজয়ের জলেই অর্জন করেন পুণ্য। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ এবং স্বেচ্ছাসেবক।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়ছে কেন্দুলীর মেলায়। এই মেলায় গ্রামীণ শিল্পীরা তাদের হাতের তৈরি উপকরণ বিক্রি করে অর্থনৈতিকভাবেও লাভবান হন। জয়দেবের মেলাকে কার্যত মানুষের মেলা বলে চিহ্নিত করা হয়। তীব্র শৈত্যপ্রবাহকে উপেক্ষা করেও সোমবার ভোররাত থেকেই পুণ্যার্থীদের ঢল। বীরভূমের জয়দেবঘাট এবং কাঁকসার শিবপুর ঘাটে পুণ্য স্নানের জন্য ভিড় দেখা গেল। এদিকে, আজ সকাল থেকেই আসানসোলের ডিসেরগড় ঘাটে, মানিকেশ্বর ঘাটে, ভূতনাথ মন্দিরের ঘাটে দামোদর নদে প্রচুর ভক্তকুলের ভিড় দেখা যায়। এদিন দামোদরের পাড়ে বসে পিঠে, তিল-সহ চপ মুড়ি খাওয়ার রেওয়াজ রয়েছে।

স্থানীয়দের মতে শীত এবং কুয়াশার কারণে খুব সকালে মানুষের ঢল অনান্যবারের মতো সেইভাবে দেখা যায়নি। বেলা 11টার পর থেকে ধীরে ধীরে মানুষ আসতে শুরু করেছে দামোদরের পুণ্য স্নান করতে। অন্যদিকে, ঘন কুয়াশার কারণে যাতে দুর্ঘটনা না-ঘটে সেই কারণে সচেষ্ট রয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশকর্মীরা। তারা একেবারে দামোদর ঘাটের কাছে গিয়ে মানুষজনকে সচেতন করছেন এবং বেশি জলে যাতে কেউ না-নামে সেজন্যে মানুষজনকে নিষেধ করা হচ্ছে।

আরও পড়ুন:

  1. সংক্রান্তির প্রাক্কালে বেনারসের আদলে মহাসাগর আরতি গঙ্গাসাগরে, দেখুন ভিডিয়ো
  2. গঙ্গাসাগরে নাশকতার ছক প্রতিরোধে প্রস্তুত অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
  3. ঘন কুয়াশা ও কনকনে শীতকে উপেক্ষা করে গঙ্গাসাগরে চলছে সংক্রান্তির পুণ্যস্নান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.