দুর্গাপুর, 7 মে: রেশনে দুর্নীতির অভিযোগ ও একাধিক দাবিতে দুর্গাপুরের মহকুমাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করল BJP। আজ BJP নেতা-কর্মীরা মহকুমাশাসকের দপ্তরে একটি স্মারকলিপিও জমা দেন।
দেশজুড়ে তৃতীয় দফার লকডাউন চলছে। টানা লকডাউনের জেরে বিপাকে পড়েছেন অনেকেই । জেলায় জেলায় কর্মহীন মানুষ খাদ্য সংকটে পড়েছে । এরই মধ্যে রেশনে দুর্নীতির অভিযোগ উঠছে একাধিক জায়গায় । তাই জেলায় জেলায় মহকুমাশাসকের দপ্তরের সামনে অথবা BDO অফিসের সামনে BJP-র পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সিটি সেন্টারে দুর্গাপুরের মহকুমাশাসকের দপ্তরের সামনের রাস্তায় হাতে প্ল্যাকার্ড নিয়ে BJP-র নেতা-কর্মীরা অবস্থান বিক্ষোভ করলেন। নেতৃত্বে ছিলেন BJP-র পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষ্মণ ঘড়ুই।
তাদের দাবি, রেশনে দুর্নীতি বন্ধ করতে হবে। তিন মাসের বিদ্যুতের বিল মকুব করতে হবে। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুরও দাবি জানায় তারা । আজ মহকুমাশাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেওয়া হয় তাদের তরফে।
লক্ষ্মণ ঘড়ুই বলেন, "চাল চুরির ঘটনা ঘটছে । কোথাও আবার কেন্দ্রীয় সরকারের পাঠানো চাল বের করে বস্তায় পচা চাল ঢুকিয়ে দেওয়ার ছবিও রাজ্যের মানুষ দেখছে। এসব বন্ধ করতে হবে। তিন মাসের বিদ্যুতের বিল মকুব করতে হবে। অবিলম্বে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে হবে। পরিস্থিতির পরিবর্তন যদি না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামব আমরা।"