আসানসোল, 2 অগস্ট: সিবিআইয়ের পাশাপাশি রাজ্যের সিআইডিও তৎপর হয়েছে বেআইনি কয়লা কারবার নিয়ে । এই প্রথমবার বেআইনি কয়লা কারবারে রাজ্যের বাইরের কোনও ব্যবসায়ীকে গ্রেফতার করল সিআইডি (Delhi Businessman Sanjay Malik Arrest by CID)। গ্রেফতার করা হল দিল্লির ব্যবসায়ী সঞ্জয় মালিককে । তার বাড়ি দিল্লির প্রতাপপুরে । হরিয়ানার একটি ফার্ম হাউস থেকে তাকে গ্রেফতার করে সিআইডি । ট্রানজিট রিমান্ডে প্রথমে কলকাতায় নিয়ে আসা হয় । মঙ্গলবার সঞ্জয় মালিককে আসানসোল আদালতে তোলা হয় ।
কয়েকদিন আগেই কলকাতার এয়ারপোর্ট থানা এলাকা থেকে সিআইডি গ্রেফতার করে আব্দুল বারিক বিশ্বাস নামে এক ব্যবসায়ীকে । সোনা, গরু পাচার ছাড়াও বেআইনি কয়লার কারবারে আব্দুল বারিক বিশ্বাসের যোগ রয়েছে সন্দেহে তাকে নিজেদের হেফাজতে নেয় সিআইডি । তাকে জিজ্ঞাসাবাদ করেই সিআইডি এই সঞ্জয় মালিকের সন্ধান পায় বলে জানা গিয়েছে । বলাই বাহুল্য এই প্রথমবার ভিন রাজ্যের কোনও ব্যবসায়ীকে সিআইডি বেআইনি কয়লা মামলায় গ্রেফতার করল ।
আরও পড়ুন: সন্তানকে কোলে নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির রুজিরা
অন্যদিকে, বারাবনীর একটি কয়লা মামলায় পাঁচজনকে সিআইডি নিজেদের হেফাজতে নিয়েছে । ওম আগরওয়াল, অভিষেক সিং, যুধিষ্ঠির ঘোষ, বিজয় সিং ও মীর সাহিদুল নামে এই পাঁচজনকে সিআইডি আগেই জামুড়িয়ায় কয়লা পাচার মামলায় গ্রেফতার করেছিল । বারাবনীতে 2019 সালের কয়লা পাচার মামলায় এই পাঁচজনকে 7 দিনের হেফাজতে নিয়েছে সিআইডি । অনুমান করা হচ্ছে, সঞ্জয় মালিক ও এই 5 জনকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি আরও অনেক রাঘববোয়ালদের নাম জোগাড় করতে পারবে বেআইনি কয়লা মামলায় ।