ETV Bharat / state

কুয়োয় দুর্গন্ধ, খোঁজ করতেই উদ্ধার মৃতদেহ - অন্ডাল

কুয়োর মধ্যে থেকে ক্রমাগত দুর্গন্ধ বেরোচ্ছিল ৷ খোঁজ নিতেই মৃতদেহ মিলল তার থেকে ৷ অন্ডালের ঘটনা ৷

ছবি
ছবি
author img

By

Published : Aug 12, 2020, 5:26 PM IST

দুর্গাপুর, 12 অগাস্ট : কুয়ো থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ ৷ যার কারণে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন অন্ডালের সকরা কবরডাঙা এলাকার বাসিন্দারা ৷ কী কারণে বেরোচ্ছে এই দুর্গন্ধ ? সেই খোঁজের জন্য কুয়োর ভিতর দেখেন এলাকাবাসী ৷ আর তারপরই হতভম্ব হয়ে যান তাঁরা ৷ কুয়োর ভিতরে পড়ে রয়েছে মৃতদেহ ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ পরে অন্ডাল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ৷

স্থানীয় বাসিন্দা দেবেন বাউরি জানান, "ওই ব্যক্তির নাম কানাইলাল শ্রীবাস্তব (51) ৷ তিনি অবিবাহিত ছিলেন ৷ একাই থাকতেন বাড়িতে ।" স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, কানাইলাল পরিবারের লোকেদের সঙ্গে সম্পর্ক রাখতেন না ৷ তিনি দিনমজুরের কাজ করতেন । গত দু'দিন আগে তাঁকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায় ।

কী বললেন স্থানীয় বাসিন্দা ?

তবে কীভাবে কানাইলালের মৃত্যু হল? তা নিয়ে তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ ।

দুর্গাপুর, 12 অগাস্ট : কুয়ো থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ ৷ যার কারণে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন অন্ডালের সকরা কবরডাঙা এলাকার বাসিন্দারা ৷ কী কারণে বেরোচ্ছে এই দুর্গন্ধ ? সেই খোঁজের জন্য কুয়োর ভিতর দেখেন এলাকাবাসী ৷ আর তারপরই হতভম্ব হয়ে যান তাঁরা ৷ কুয়োর ভিতরে পড়ে রয়েছে মৃতদেহ ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ পরে অন্ডাল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ৷

স্থানীয় বাসিন্দা দেবেন বাউরি জানান, "ওই ব্যক্তির নাম কানাইলাল শ্রীবাস্তব (51) ৷ তিনি অবিবাহিত ছিলেন ৷ একাই থাকতেন বাড়িতে ।" স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, কানাইলাল পরিবারের লোকেদের সঙ্গে সম্পর্ক রাখতেন না ৷ তিনি দিনমজুরের কাজ করতেন । গত দু'দিন আগে তাঁকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায় ।

কী বললেন স্থানীয় বাসিন্দা ?

তবে কীভাবে কানাইলালের মৃত্যু হল? তা নিয়ে তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.