ETV Bharat / state

ফরিদপুরে পঞ্চায়েত কার্যালয়ের পিছন থেকে উদ্ধার যুবকের মৃতদেহ - পঞ্চায়েত কার্যালয়ের পিছন থেকে উদ্ধার যুবকের মৃতদেহ

আজ সকালে স্থানীয়রা প্রথমে মৃতদেহটি পঞ্চায়েত অফিসের পিছনে পড়ে থাকতে দেখে ৷ খুন নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ ৷

পঞ্চায়েত কার্যালয়ের পিছন থেকে উদ্ধার যুবকের মৃত
পঞ্চায়েত কার্যালয়ের পিছন থেকে উদ্ধার যুবকের মৃত
author img

By

Published : Nov 9, 2020, 3:09 PM IST

দুর্গাপুর, 9 নভেম্বর : দুর্গাপুরের ফরিদপুরের প্রতাপপুর পঞ্চায়েত কার্যালয়ের পিছন থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ৷ ঘটনাটি খুন নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ ৷

মৃত যুবকের নাম স্বরূপ সৌ (33) ৷ তিনি ফরিদপুর থানার পারুলিয়া এলাকার বাসিন্দা ৷ তাঁর দাদা অরূপকুমার সৌ জানান, " আমার ভাই মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন ৷ প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে যেতেন ৷ গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিলেন ৷ সব রকম নেশাও করতেন ৷ BJP করতেন ৷ "

আজ সকালে স্থানীয়রা প্রথমে মৃতদেহটি পঞ্চায়েত অফিসের পিছনে পড়ে থাকতে দেখে ৷ পরে পুলিশে খবর দেওয়া হয় ৷ ফরিদপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ DCP (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, "ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে ।"

দুর্গাপুর, 9 নভেম্বর : দুর্গাপুরের ফরিদপুরের প্রতাপপুর পঞ্চায়েত কার্যালয়ের পিছন থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ৷ ঘটনাটি খুন নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ ৷

মৃত যুবকের নাম স্বরূপ সৌ (33) ৷ তিনি ফরিদপুর থানার পারুলিয়া এলাকার বাসিন্দা ৷ তাঁর দাদা অরূপকুমার সৌ জানান, " আমার ভাই মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন ৷ প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে যেতেন ৷ গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিলেন ৷ সব রকম নেশাও করতেন ৷ BJP করতেন ৷ "

আজ সকালে স্থানীয়রা প্রথমে মৃতদেহটি পঞ্চায়েত অফিসের পিছনে পড়ে থাকতে দেখে ৷ পরে পুলিশে খবর দেওয়া হয় ৷ ফরিদপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ DCP (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, "ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.