দুর্গাপুর, 20 ডিসেম্বর: নিখোঁজ গৃহশিক্ষকের রক্তাক্ত দেহ উদ্ধার পরিত্যক্ত খাদানে ৷ মৃতদেহ উদ্ধার করল অণ্ডাল থানার পুলিশ ৷ ঘটনায় খুনের অভিযোগ তুলছেন পরিবার পরিজনেরা ৷ মৃত যুবকের নাম দেবাশিস চট্টোপাধ্য়ায় (26) ৷ চলতি মাসের 16 তারিখ থেকে অণ্ডালের দক্ষিণখণ্ডের গৃহশিক্ষক নিখোঁজ হয়ে যায় ৷ অনেক খোঁজাখুঁজির পরেও সন্ধান না-মেলায় নিখোঁজ ডায়েরি করা হয় অণ্ডাল থানায় ৷ এই ঘটনায় শাসকদলকে দুষলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ৷
মঙ্গলবার সন্ধ্যায় অণ্ডালের কালীপুরের একটি পরিত্যক্ত খাদানের মধ্যে এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৷ খবর দেওয়া হয় দেবাশিস চট্টোপাধ্য়ায়ের বাড়িতে ৷ খবর যায় অণ্ডাল থানায় ৷ মৃতদেহ শনাক্ত করেন দেবাশিসের পরিবারের সদস্যরা ৷
ঘটনাস্থলে পৌঁছে অণ্ডাল থানার পুলিশ পরিত্যক্ত খাদান থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে ৷ মৃত যুবকের দাদা অনাথবন্ধু চট্টোপাধ্য়ায় অভিযোগ করেন, তাঁর খুড়তুতো ভাইয়ের দেহ যেভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তাতে বোঝা যাচ্ছে তাঁকে খুন করা হয়েছে ৷ যদিও তাঁর দাবি, দেবাশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে এলাকার কারও কোনও শত্রুতা ছিল না ৷
মৃতের আরও এক আত্মীয় দেবকুসুম চট্টোপাধ্যায়ের অভিযোগ, এই মৃত্যুর নেপথ্যে অনেক রহস্য আছে ৷ যেভাবে রক্তক্ষরণ হয়েছে, তাতে এটা অস্বাভাবিক মৃত্যু বলে মনে করছেন তাঁরা ৷ আমরা তাই চাইছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক।" এই মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে। কী কারণে এই মৃত্যু, সেই তদন্তে নেমেছে অণ্ডাল থানার পুলিশ ৷
অন্যদিকে বিজেপির বিধায়িক অগ্নিমিত্রা পল এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ও রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তীব্র কটাক্ষ করে বলেন, "এই রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির আরও এক ছবি ধরা পড়ল অণ্ডালে ৷ আসানসোলেও দিনেদুপুরে খুনের ঘটনা ঘটেছে ৷ পুলিশ একেবারে নিষ্ক্রিয়। প্রত্যেকটি ঘটনার তদন্ত শুরু হলেও তার রিপোর্ট প্রকাশিত হয় না ৷"
আরও পড়ুন: