ETV Bharat / state

পরিত্যক্ত খনি থেকে উদ্ধার নিখোঁজ শিক্ষকের রক্তাক্ত দেহ, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ অগ্নিমিত্রার - Andal Paschim Bardhaman

Home Tutor Murder in Andal: পশ্চিম বর্ধমানের অণ্ডালে একটি পরিত্যক্ত খনি থেকে মিলল এক গৃহশিক্ষকের দেহে ৷ 16 ডিসেম্বর থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না ৷ এই ঘটনায় রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ৷

ETV Bharat
নিখোঁজ গৃহশিক্ষকের দেহ উদ্ধার
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 3:04 PM IST

অন্ডালের পরিত্যক্ত কয়লাখনিতে মিলল নিখোঁজ গৃহশিক্ষকের মৃতদেহ

দুর্গাপুর, 20 ডিসেম্বর: নিখোঁজ গৃহশিক্ষকের রক্তাক্ত দেহ উদ্ধার পরিত্যক্ত খাদানে ৷ মৃতদেহ উদ্ধার করল অণ্ডাল থানার পুলিশ ৷ ঘটনায় খুনের অভিযোগ তুলছেন পরিবার পরিজনেরা ৷ মৃত যুবকের নাম দেবাশিস চট্টোপাধ্য়ায় (26) ৷ চলতি মাসের 16 তারিখ থেকে অণ্ডালের দক্ষিণখণ্ডের গৃহশিক্ষক নিখোঁজ হয়ে যায় ৷ অনেক খোঁজাখুঁজির পরেও সন্ধান না-মেলায় নিখোঁজ ডায়েরি করা হয় অণ্ডাল থানায় ৷ এই ঘটনায় শাসকদলকে দুষলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ৷

মঙ্গলবার সন্ধ্যায় অণ্ডালের কালীপুরের একটি পরিত্যক্ত খাদানের মধ্যে এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৷ খবর দেওয়া হয় দেবাশিস চট্টোপাধ্য়ায়ের বাড়িতে ৷ খবর যায় অণ্ডাল থানায় ৷ মৃতদেহ শনাক্ত করেন দেবাশিসের পরিবারের সদস্যরা ৷

ঘটনাস্থলে পৌঁছে অণ্ডাল থানার পুলিশ পরিত্যক্ত খাদান থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে ৷ মৃত যুবকের দাদা অনাথবন্ধু চট্টোপাধ্য়ায় অভিযোগ করেন, তাঁর খুড়তুতো ভাইয়ের দেহ যেভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তাতে বোঝা যাচ্ছে তাঁকে খুন করা হয়েছে ৷ যদিও তাঁর দাবি, দেবাশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে এলাকার কারও কোনও শত্রুতা ছিল না ৷

মৃতের আরও এক আত্মীয় দেবকুসুম চট্টোপাধ্যায়ের অভিযোগ, এই মৃত্যুর নেপথ্যে অনেক রহস্য আছে ৷ যেভাবে রক্তক্ষরণ হয়েছে, তাতে এটা অস্বাভাবিক মৃত্যু বলে মনে করছেন তাঁরা ৷ আমরা তাই চাইছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক।" এই মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে। কী কারণে এই মৃত্যু, সেই তদন্তে নেমেছে অণ্ডাল থানার পুলিশ ৷

অন্যদিকে বিজেপির বিধায়িক অগ্নিমিত্রা পল এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ও রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তীব্র কটাক্ষ করে বলেন, "এই রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির আরও এক ছবি ধরা পড়ল অণ্ডালে ৷ আসানসোলেও দিনেদুপুরে খুনের ঘটনা ঘটেছে ৷ পুলিশ একেবারে নিষ্ক্রিয়। প্রত্যেকটি ঘটনার তদন্ত শুরু হলেও তার রিপোর্ট প্রকাশিত হয় না ৷"

আরও পড়ুন:

  1. বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন, বারুইপুরে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার 12
  2. বিহারের দানাপুরে আদালত চত্বরে বন্দিকে গুলি করে খুন, গ্রেফতার দুই আততায়ী
  3. বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি! নিহতের স্ত্রী’কে মারধর করে পলাতক দুষ্কৃতীরা

অন্ডালের পরিত্যক্ত কয়লাখনিতে মিলল নিখোঁজ গৃহশিক্ষকের মৃতদেহ

দুর্গাপুর, 20 ডিসেম্বর: নিখোঁজ গৃহশিক্ষকের রক্তাক্ত দেহ উদ্ধার পরিত্যক্ত খাদানে ৷ মৃতদেহ উদ্ধার করল অণ্ডাল থানার পুলিশ ৷ ঘটনায় খুনের অভিযোগ তুলছেন পরিবার পরিজনেরা ৷ মৃত যুবকের নাম দেবাশিস চট্টোপাধ্য়ায় (26) ৷ চলতি মাসের 16 তারিখ থেকে অণ্ডালের দক্ষিণখণ্ডের গৃহশিক্ষক নিখোঁজ হয়ে যায় ৷ অনেক খোঁজাখুঁজির পরেও সন্ধান না-মেলায় নিখোঁজ ডায়েরি করা হয় অণ্ডাল থানায় ৷ এই ঘটনায় শাসকদলকে দুষলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ৷

মঙ্গলবার সন্ধ্যায় অণ্ডালের কালীপুরের একটি পরিত্যক্ত খাদানের মধ্যে এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৷ খবর দেওয়া হয় দেবাশিস চট্টোপাধ্য়ায়ের বাড়িতে ৷ খবর যায় অণ্ডাল থানায় ৷ মৃতদেহ শনাক্ত করেন দেবাশিসের পরিবারের সদস্যরা ৷

ঘটনাস্থলে পৌঁছে অণ্ডাল থানার পুলিশ পরিত্যক্ত খাদান থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে ৷ মৃত যুবকের দাদা অনাথবন্ধু চট্টোপাধ্য়ায় অভিযোগ করেন, তাঁর খুড়তুতো ভাইয়ের দেহ যেভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তাতে বোঝা যাচ্ছে তাঁকে খুন করা হয়েছে ৷ যদিও তাঁর দাবি, দেবাশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে এলাকার কারও কোনও শত্রুতা ছিল না ৷

মৃতের আরও এক আত্মীয় দেবকুসুম চট্টোপাধ্যায়ের অভিযোগ, এই মৃত্যুর নেপথ্যে অনেক রহস্য আছে ৷ যেভাবে রক্তক্ষরণ হয়েছে, তাতে এটা অস্বাভাবিক মৃত্যু বলে মনে করছেন তাঁরা ৷ আমরা তাই চাইছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক।" এই মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে। কী কারণে এই মৃত্যু, সেই তদন্তে নেমেছে অণ্ডাল থানার পুলিশ ৷

অন্যদিকে বিজেপির বিধায়িক অগ্নিমিত্রা পল এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ও রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তীব্র কটাক্ষ করে বলেন, "এই রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির আরও এক ছবি ধরা পড়ল অণ্ডালে ৷ আসানসোলেও দিনেদুপুরে খুনের ঘটনা ঘটেছে ৷ পুলিশ একেবারে নিষ্ক্রিয়। প্রত্যেকটি ঘটনার তদন্ত শুরু হলেও তার রিপোর্ট প্রকাশিত হয় না ৷"

আরও পড়ুন:

  1. বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন, বারুইপুরে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার 12
  2. বিহারের দানাপুরে আদালত চত্বরে বন্দিকে গুলি করে খুন, গ্রেফতার দুই আততায়ী
  3. বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি! নিহতের স্ত্রী’কে মারধর করে পলাতক দুষ্কৃতীরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.