ETV Bharat / state

"বিকেলের মধ্যে টাকা দেব", বিক্ষোভের মুখে বললেন কাটমানি খাওয়া তৃণমূল নেতা

সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে বিকেলের মধ্যেই কাটমানি ফেরতের প্রতিশ্রুতি দিলেন তৃণমূল নেতা ।

author img

By

Published : Jul 3, 2019, 3:15 PM IST

Updated : Jul 3, 2019, 3:22 PM IST

কাটমানির দাবিতে বিক্ষোভ

দুর্গাপুর, 3 জুলাই : সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে বিকেলের মধ্যেই কাটমানি ফেরতের প্রতিশ্রুতি দিলেন তৃণমূল নেতা । কাটমানি ফেরতের দাবিতে আজ লাউদোহার বাঁশগড়া গ্রামে স্থানীয় তৃণমূল নেতা মহাবীর সিংহের দোকানের সামনে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ ।

স্থানীয়দের অভিযোগ, তৃণমূল নেতা মহাবীর সিং এলাকার গরিব মানুষের প্রাপ্য আবাস যোজনার টাকা থেকে 5 হাজার টাকা কেটে নিয়েছিলেন । বিক্ষোভকারী এক বৃদ্ধ জানান, মহাবীর সিং অন্যায়ভাবে আবাস যোজনার টাকা কেটে নেন । সেই কাটমানি ফেরতের দাবিতেই আজ মহাবীর সিংয়ের দোকান ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন ।

যদিও অভিযুক্ত তৃণমূল নেতা মহাবীর সিংহ জানান, তিনি এলাকাবাসীর উন্নয়নের স্বার্থেই 5 হাজার টাকা কেটে রেখেছিলেন । তাঁর দাবি, গ্রামের উন্নয়নের স্বার্থে এবং সকলের সম্মতিতেই টাকা নিয়েছিলেন । তবে আজ সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে বিকেল 5টার মধ্যেই সেই টাকা ফেরতের প্রতিশ্রুতি দেন । বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । বিক্ষোভকারীরা জানান, আজ বিকেলের মধ্যে টাকা ফেরত না পেলে আগামীকাল আবারও তাঁরা বিক্ষোভে সামিল হবেন ।

দেখুন ভিডিয়ো
আরও পড়ুন : 21 লাখ টাকা কাটমানি ফেরানোর আশ্বাস তৃণমূল নেতার; বললেন, "এর জন্য দিদি দায়ি"

দুর্গাপুর, 3 জুলাই : সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে বিকেলের মধ্যেই কাটমানি ফেরতের প্রতিশ্রুতি দিলেন তৃণমূল নেতা । কাটমানি ফেরতের দাবিতে আজ লাউদোহার বাঁশগড়া গ্রামে স্থানীয় তৃণমূল নেতা মহাবীর সিংহের দোকানের সামনে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ ।

স্থানীয়দের অভিযোগ, তৃণমূল নেতা মহাবীর সিং এলাকার গরিব মানুষের প্রাপ্য আবাস যোজনার টাকা থেকে 5 হাজার টাকা কেটে নিয়েছিলেন । বিক্ষোভকারী এক বৃদ্ধ জানান, মহাবীর সিং অন্যায়ভাবে আবাস যোজনার টাকা কেটে নেন । সেই কাটমানি ফেরতের দাবিতেই আজ মহাবীর সিংয়ের দোকান ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন ।

যদিও অভিযুক্ত তৃণমূল নেতা মহাবীর সিংহ জানান, তিনি এলাকাবাসীর উন্নয়নের স্বার্থেই 5 হাজার টাকা কেটে রেখেছিলেন । তাঁর দাবি, গ্রামের উন্নয়নের স্বার্থে এবং সকলের সম্মতিতেই টাকা নিয়েছিলেন । তবে আজ সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে বিকেল 5টার মধ্যেই সেই টাকা ফেরতের প্রতিশ্রুতি দেন । বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । বিক্ষোভকারীরা জানান, আজ বিকেলের মধ্যে টাকা ফেরত না পেলে আগামীকাল আবারও তাঁরা বিক্ষোভে সামিল হবেন ।

দেখুন ভিডিয়ো
আরও পড়ুন : 21 লাখ টাকা কাটমানি ফেরানোর আশ্বাস তৃণমূল নেতার; বললেন, "এর জন্য দিদি দায়ি"
Intro:লাউদোহার বাঁশগড়ায় বিকালে কাটমানি ফেরতের প্রতিশ্রুতি তৃণমূল নেতার।


- ""আমরা এ টাকা কেটে রেখে ছিলাম তাদের উন্নয়নের জন্যই। কারণ তারা যখন তখন হাসপাতালে ভর্তি হন। যে কোন সময় তাদের টাকা লাগে। সেই কারণেই টাকা কেটে রেখেছিলাম। বিকেলের মধ্যে টাকা ফেরত দিয়ে দেব ""-সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে এমন কথাই জানালেন ফরিদপুর থানা এলাকার বাঁশগড়ার তৃণমূল নেতা। কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ লাউদোহার বাঁশগড়া গ্রামে । স্থানীয় তৃণমূল নেতা মহাবীর সিং এলাকার গরিব মানুষদের কাছে আবাস যোজনার টাকা থেকে 5000 টাকা করে কেটে নিয়েছিলেন। সেই কাট মানি ফেরতের দাবিতে আজ মহাবীর সিং এর দোকান ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় এলাকার মানুষজন ।অভিযোগকারী অমিত সিংহ ও কার্তিক বাউরি রা জানান মহাবীর সিং যেভাবে গরীব মানুষের ঘরের টাকা থেকে টাকা কেটে নিয়েছেন সেটা অন্যায়, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দেন দলীয় নেতৃত্ব কে। সেই নির্দেশ মতোই তারা তাদের কেটে নেওয়া টাকা ফেরতের দাবিতে অভিযুক্ত তৃণমূল নেতার দোকানের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে আসে ফরিদপুর থানার পুলিশ ।
বিক্ষোভকারী এক আদিবাসী বৃদ্ধ জানান, মহাবীর সিং অন্যায় ভাবে তাদের থেকে টাকা কেটে নিয়েছিল । সরকারি আবাস যোজনার টাকা যখন আসে তাদেরকে বলা হয়েছিল 5 হাজার টাকা করে না দিলে বাকি টাকা ঢুকবে না, সেই মর্মে তাদের কাছ থেকে টাকা কেটে নেওয়া হয় ।তাই সেই টাকা ফেরতের দাবিতে ওই এলাকার আদিবাসী সমাজের লোকেরা মহাবীর সিং এর দোকানে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন । ঘটনাস্থলে লাউদোহা ফরিদপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
যদিও কাটমানি নেওয়ার ব্যাপারে অভিযুক্ত মহাবীর সিং জানান তিনি কোন কাট মানি নেননি । তিনি যে টাকা নিয়েছিলেন সে কথা স্বীকার করে বলেন সেই টাকা গ্রামের উন্নয়নের স্বার্থে নিয়েছিলেন এবং সকলকে সম্মতি নিয়েই এই টাকা নিয়েছিলেন । তবে এভাবে টাকা নেওয়া যে বেআইনি সেটা তিনি জেনেও না জানার ভান করলেন ।শেষমেষ বিক্ষোভকারীদের বিক্ষোভের মুখে পড়ে আজ বিকেল পাঁচটার মধ্যে সমস্ত টাকা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন । বিক্ষোভকারীরা তার কথা মত আজ বিকাল পর্যন্ত তাকে সময় দেন । নইলে আগামীকাল আবার তারা বিক্ষোভ সামিল হবেন ।Body:HConclusion:G
Last Updated : Jul 3, 2019, 3:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.