বর্ধমান, 10 অক্টোবর: বর্ধমানের কেন্দ্রীয় সংশোধনাগারে এক বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম শেখ মোশারফ হোসেন (২৬) । মোশারফের পরিবারের অভিযোগ ঠিক সময়ে তাদের খবর দেওয়া হয়নি। স্থানীয় ও জেল সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ধরমপুর গ্রামের বাসিন্দা শেখ মোশারফ হোসেন ওরফে চাঁদ গত ৩ অক্টোবর মোশারফ বরমের ঠাকুর দেখতে এসেছিলেন। সেই সময় একটা ডাকাতির ঘটনায় সন্দেহভাজন হিসেবে পুলিশ তাঁকে গ্রেফতার করে (Custodial Death in Purba Bardhaman)।
পরে পরিবারের লোকেরা জেলে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে। তখন তাঁর কোনও শারীরিক অসুস্থতা ছিল না বলে দাবি পরিবারের সদস্যদের । এরপর রবিবার তাঁর বাড়িতে ফোন করে বলা হয় মোশারফ অসুস্থ থাকায় শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল । এরপর আজ তাঁর মৃত্যু হয়েছে । সে কথা মানতে নারাজ মোশারফের পরিবার। মোশারফকে হাসপাতালে ভর্তি করার সময় কেন খবর দেওয়া হয়নি সেই প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা। তাছাড়া মাত্র দু'দিন আগে যে সম্পূর্ণ সুস্থ ছিল তার কীভাবে মৃত্যু হল সেটাও স্পষ্ট নয় পরিবারের সদস্যদের কাছে ।
আরও পড়ুন: বাড়ি ভাড়া নিয়ে রমরমিয়ে ব্যবসা, উদ্ধার তিন কোটির মাদক, গ্রেফতার 6
মৃতের ভাই শেখ জিয়াউদ্দিন আহমেদ বলেন, " আমরা বুঝতে পারছি না যে একজন জেলে থাকার সময় কীভাবে মারা যেতে পারে ? জেল নিরাপদ স্থান । মোশারফের উপর কোনও অত্যাচার হয়েছে বলেই মনে হয়। গত দুদিন আগে যখন আমরা দেখা করতে যাই তখন সে কান্নাকাটি করে বলে তাকে এখানে রাখলে হয়ত মেরে ফেলবে। কীভাবে মৃত্যু হল সেটা তদন্ত করে দেখা হোক।"