ETV Bharat / state

MD Selim on Bagtui Massacre : সিআইডি ও সিবিআই তৃণমূল-বিজেপি'র রিক্রুটিং এজেন্ট, মন্তব্য সেলিমের

সিবিআই ও সিআইডি প্রসঙ্গে এদিন বিজেপি ও তৃণমূল দুই দলেরই সমালোচনা করেছেন মহম্মদ সেলিম (MD Selim on CBI and CID) ৷

author img

By

Published : Apr 2, 2022, 4:13 PM IST

MD Selim in Asansol
রামপুরহাট কাণ্ড নয়, ওটা গণহত্যা, মন্তব্য সেলিমের

আসানসোল, 2 এপ্রিল : সিআইডি ও সিবিআইকে তৃণমূল-বিজেপি'র রিক্রুটিং এজেন্ট বলে তোপ দাগলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ রামপুরহাট প্রসঙ্গ তুলে তিনি বলেন, "রামপুরহাট কাণ্ড নয়, ওটা রামপুরহাট গণহত্যা ৷ ওখানে গণহত্যা করা হয়েছে, শিশু, মহিলা, নবদম্পতিকে পুড়িয়ে মারা হয়েছে ৷ এটা গণহত্যার ঘটনা, পেট্রল ঢেলে পুড়িয়ে মারা হয়েছে ৷" শনিবার আসানসোলে ভোট প্রচারে এই মন্তব্য করেন মহম্মদ সেলিম (Md Selim on Bagtui Massacre) ৷ এই ঘটনা প্রসঙ্গে গুজরাতের প্রসঙ্গও টেনেছেন তিনি ৷ বলেছেন, "কাণ্ডকারখানা তো রোজই হচ্ছে ৷ এটা কাণ্ড নয়, এটা হিংসার এক অন্য মাত্রা ৷ জতুগৃহ ৷"

রামপুরহাটে গণহত্যা হয়েছে মন্তব্য সেলিমের

আরও পড়ুন : গরু-পাচার কাণ্ডে আবারও অনুব্রতকে তলব সিবিআইয়ের

আসানসোল লোকসভা নির্বাচনে বামপ্রার্থী পার্থ মুখোপাধ্যায়কে পাশে বসিয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন মহম্মদ সেলিম ৷ তৃণমূলের তরফে এই উপনির্বাচনের দায়িত্ব দেওয়া বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ৷ অনুব্রতকে সিবিআই তলব প্রসঙ্গে তিনি বলেন,"বিপদে পড়লে, সিবিআই তাকে (অনুব্রত মন্ডল) ডাকলে দেখবেন সে বিজেপিতে চলে গিয়েছে । আর সিআইডি থেকে বাঁচতে, ভবানী ভবনে গেলে তাকে বলবে তৃণমূলে যোগ দাও । আবার সিবিআই থেকে বাঁচতে সিজিও কমপ্লেক্স গেলে তাকে বলবে বিজেপিতে যোগ দাও । সিআইডি বা সিবিআই এরা আসলে তৃণমূল কিংবা বিজেপির রিক্রুটিং এজেন্ট । "

আসানসোল, 2 এপ্রিল : সিআইডি ও সিবিআইকে তৃণমূল-বিজেপি'র রিক্রুটিং এজেন্ট বলে তোপ দাগলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ রামপুরহাট প্রসঙ্গ তুলে তিনি বলেন, "রামপুরহাট কাণ্ড নয়, ওটা রামপুরহাট গণহত্যা ৷ ওখানে গণহত্যা করা হয়েছে, শিশু, মহিলা, নবদম্পতিকে পুড়িয়ে মারা হয়েছে ৷ এটা গণহত্যার ঘটনা, পেট্রল ঢেলে পুড়িয়ে মারা হয়েছে ৷" শনিবার আসানসোলে ভোট প্রচারে এই মন্তব্য করেন মহম্মদ সেলিম (Md Selim on Bagtui Massacre) ৷ এই ঘটনা প্রসঙ্গে গুজরাতের প্রসঙ্গও টেনেছেন তিনি ৷ বলেছেন, "কাণ্ডকারখানা তো রোজই হচ্ছে ৷ এটা কাণ্ড নয়, এটা হিংসার এক অন্য মাত্রা ৷ জতুগৃহ ৷"

রামপুরহাটে গণহত্যা হয়েছে মন্তব্য সেলিমের

আরও পড়ুন : গরু-পাচার কাণ্ডে আবারও অনুব্রতকে তলব সিবিআইয়ের

আসানসোল লোকসভা নির্বাচনে বামপ্রার্থী পার্থ মুখোপাধ্যায়কে পাশে বসিয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন মহম্মদ সেলিম ৷ তৃণমূলের তরফে এই উপনির্বাচনের দায়িত্ব দেওয়া বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ৷ অনুব্রতকে সিবিআই তলব প্রসঙ্গে তিনি বলেন,"বিপদে পড়লে, সিবিআই তাকে (অনুব্রত মন্ডল) ডাকলে দেখবেন সে বিজেপিতে চলে গিয়েছে । আর সিআইডি থেকে বাঁচতে, ভবানী ভবনে গেলে তাকে বলবে তৃণমূলে যোগ দাও । আবার সিবিআই থেকে বাঁচতে সিজিও কমপ্লেক্স গেলে তাকে বলবে বিজেপিতে যোগ দাও । সিআইডি বা সিবিআই এরা আসলে তৃণমূল কিংবা বিজেপির রিক্রুটিং এজেন্ট । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.