দুর্গাপুর, 27 মে : সরকারি হাসপাতালে শিকেয় উঠল করোনা বিধি ৷ ভ্যাকসিন নিতে গ্রাহকদের লম্বা লাইন পড়ল হাসপাতাল চত্বরে ৷ পরিস্থিতি এমন দাঁড়ায় যে ভিড় সামালাতে ছুটে আসতে হয় পুলিশকে ৷ তারপর আবার শুরু হয় পুলিশ-রোগী বচসা ৷ পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত হাসপাতাল চত্বরে মোতায়েন করতে হয়েছে পুলিশ ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ৷
বৃহস্পতিবার সকালে দু'টি ধাপে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয় । ভোররাত থেকেই ভ্যাকসিন নিতে মানুষের ভিড় জমে যায় হাসপাতাল চত্বরে ৷ লম্বা লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ অধৈর্য হয়ে পড়েন । তাঁদের ধৈয্যের বাঁধ ভাঙে যখন ভ্যাকসিন চলাকালীন হাসপাতাল কর্তৃপক্ষ ভ্যাকসিনের পোর্টালের সার্ভার ডাউন আছে বলে ঘোষণা করে । এই ঘোষণায় উত্তেজনা ছড়ায় টিকা গ্রাহকদের মধ্যে ৷ তাঁদের কথা, সমস্যা থাকতেই পারে ৷ কিন্তু তা বলে কেন হাসপাতাল কর্তৃপক্ষ সিস্টেম মেনে ভ্যাকসিন দেওয়ার কাজ করবে না ৷ তাহলে তো অহেতুক লাইনে দাঁড়িয়ে মানুষকে হেনস্থা হতে হয় না ।
অশান্তির বাতাবরণ তৈরি হলে ভিড় নিয়ন্ত্রণ করতে আসে পুলিশ ৷ সেইসময় পুলিশের সঙ্গে মহিলাদের বচসা শুরু হয় ৷ সব মিলিয়ে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভ্যাকসিন নিতে এসে চূড়ান্ত হয়রানির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে ৷ শেষমেশ অস্বস্তি এড়াতে দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম ডোজের ভ্যাকসিনেশন চালু রাখে ৷ তবে ভ্যাকসিন না থাকায় দুপুর বারোটা নাগাদ দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ বন্ধ করে দেওয়া হয় ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ।
হাসপাতালের সুপার ধীমান মণ্ডল জানান, ভিড় সামলাতে পুলিশকে বলা হয়েছে ৷ আর ভ্যাকসিন না থাকলে কি করার আছে ? মানুষকে আগে সচেতন হতে হবে ৷ নচেৎ এই সমস্যা মিটবে না ।
আরও পড়ুন : রাজ্যে 15 জুন পর্যন্ত বাড়ল করোনা সংক্রান্ত বিধিনিষেধ