আসানসোল, 29 এপ্রিল : একদিকে যেমন করোনা আতঙ্ক ছড়াচ্ছে তেমনি তার পাশাপাশি করোনা নিয়ে গুজবও ছড়াচ্ছে । মানুষ দিশেহারা । হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই, চিকিৎসক নেই । কীভাবেই বা হবে চিকিৎসা ? আর এই সব প্রশ্নের উত্তর মিলবে একটি ফোনেই । পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হল কোভিড কোঅর্ডিনেশন সেন্টার । যেখানে ফোন করলেই মিলবে হাসপাতালে ভর্তির সহায়তা, অ্যাম্বুলেন্স, টেলিমেডিসিন থেকে শুরু করে অক্সিজেনের পরিষেবা । এমনই তথ্য জানিয়েছেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব।
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিবের নির্দেশমতো কোভিড কোঅর্ডিনেশন সেন্টার তৈরি করা হল পশ্চিম বর্ধমান জেলায় । এই কোভিড কোঅর্ডিনেশন সেন্টারের ফোন নম্বর 0341-2253650 ।
কী ধরনের সহায়তা মিলবে এই কোভিড কোঅর্ডিনেশন সেন্টারে ফোন করলে ?
জেলাশাসক সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে ভর্তির ক্ষেত্রে যদি কোনও সমস্যা হয় অথবা হাসপাতালে যাবতীয় তথ্য জানতে এই কোভিড কোঅর্ডিনেশন সেন্টারে ফোন করলেই হবে । এছাড়াও কোভিড রোগীর মৃত্যু হলে তার মৃতদেহ সৎকার করার ক্ষেত্রেও পরিষেবা মিলবে এই কোঅর্ডিনেশন সেন্টারে ফোন করলে । অ্যাম্বুলেন্স পরিষেবা, টেলিমেডিসিনের পরিষেবাও মিলবে । এছাড়াও অক্সিজেনের প্রয়োজন হলে এই কোঅর্ডিনেশন সেন্টারে ফোন করলে তার সহায়তাও মিলবে বলে জানিয়েছেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব ।
আরও পড়ুন : দাম কমল কোভ্য়াকসিনের, 600 টাকার বদলে 400 টাকায় টিকা পাবে রাজ্য
দিশেহারা মানুষজন কোভিডে আতঙ্কিত । অন্যদিকে পরিষেবা না পেয়ে ছুটে বেড়াচ্ছেন এদিক-ওদিক । এরই মাঝে চলছে কালোবাজারি । জেলায় কোভিড কোঅর্ডিনেশন সেন্টার হওয়ার পর সরকারি তরফেই সুযোগ-সুবিধা এবং সহযোগিতা পাওয়া গেলে মানুষ অনেকটাই স্বস্তি পাবে বলে মনে করছে জেলা প্রশাসন ।