সালানপুর, 20 জুন: মনোনয়ন প্রত্যাহার করতে তৃণমূলের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে । আর যার ফলে বিরোধীদলের বহু প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে অভিযোগ। মঙ্গলবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন । তৃণমূলের হুমকির পরেও মনোনয়ন প্রত্যাহার করবেন না, এই পণ করে নিজের এক মাসের সন্তানকে নিয়ে গা-ঢাকা দিল বিজেপির প্রার্থী এক দম্পতি। এমনটাই দাবি তাঁদের ৷
সালানপুরের হদলা গ্রামে বাসিন্দা সুভাষ কিস্কু এবং সুনীতা কিস্কু । তাঁদের এক মাসের একটি কন্যা সন্তান রয়েছে । সুভাষ এবং সুনীতা দু'জনেই বিজেপির হয়ে মনোনয়ন জমা করেছেন । কিন্তু তা জানার পর থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের বাড়িতে এসে শাসিয়ে যাচ্ছে বলে অভিযোগ । দম্পতির আরও অভিযোগ, মনোনয়ন তুলতে প্রচণ্ড পরিমাণে চাপে রাখা হয়েছিল তাঁদের ৷ শুধু তাই নয়, তাঁদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে
দম্পতির দাবি, দু'জনেই তৃণমূলের হুমকির কাছে মাথা নত করেননি। কিন্তু তাঁদেরকে বলপূর্বক মনোনয়ন প্রত্যাহার করানো হতে পারে, এমনটা আন্দাজ করে তাঁরা কার্যত মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে লুকিয়ে থাকলেন দু'জনে। নিজের এক মাসের কন্যা সন্তানকে নিয়ে দম্পতি একটি নিরাপদ স্থানে লুকিয়ে ছিলেন বলে জানান । সুনীতা কিস্কু বলেন, "তৃণমূলের গুণ্ডারা বাড়িতে এসে হুমকি দিয়ে যাচ্ছে । বারবার বলছে মনোনয়ন প্রত্যাহার করার জন্য । কিন্তু আমরা মনোনয়ন প্রত্যাহার করব না ।" সুনীতার স্বামী সুভাষ কিস্কু বলেন, "আমরা ভোটে লড়াই করতে নেমেছি । ভোটে লড়াই করব । মানুষ আমাদের ভোট না-দিলে তখন দেখা যাবে ।"
আরও পড়ুন: মনোনয়ন প্রত্যাহারকে কেন্দ্র করে উত্তেজনা গঙ্গারামপুরে
সালানপুরের বিজেপি নেতা কৌশিক চক্রবর্তী দম্পতিকে একটি নিরাপদ স্থানে আশ্রয় দিয়েছেন বলে জানা গিয়েছে। কৌশিক চক্রবর্তীর কথায়, দলের উচ্চ নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে ভোটের সময় এই দম্পতিকে নিরাপত্তা দেওয়ার জন্য । অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন, মিথ্যে অভিযোগ । যদি হুমকি দেওয়ার থাকত, তাহলে মনোনয়নের সময়েই দেওয়া হত । যদিও কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হবে এই খবর দম্পত্তিকে আরও সাহস জুগিয়েছে বলে তাঁরা জানান ৷