ETV Bharat / state

সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা না হলেও নিষ্ঠার সঙ্গে রামের পুজো রানিগঞ্জে - রানিগঞ্জ

কোরোনার প্রভাব পড়ল রামনবমীতে । বাতিল সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে শোভাযাত্রা ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 1, 2020, 10:25 AM IST

রানিগঞ্জ, 1 এপ্রিল : লকডাউনের প্রভাব পড়ল রামনবমীতেও । রানিগঞ্জে পুজো হলেও ভক্ত সমাগম হচ্ছে না সেখানে।

এই প্রথম রানিগঞ্জের রামনবমীর পুজো জৌলুসহীন । আছে আলোর রোশনাই । পুজোও হচ্ছে । কিন্তু নেই ভক্তদের ঢল । বন্ধ হয়েছে মেলাও । সঙ্গে বন্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানও ।

বিশ্ব হিন্দু পরিষদের রানিগঞ্জ শাখার তরফে রামনবমী উৎসবে শোভাযাত্রার আয়োজন করা হয় প্রত্যেক বছরই । তবে এবছর কোরোনার সংক্রমণ রুখতে বন্ধ করা হয়েছে শোভাযাত্রা । ়

এদিকে রামনবমী উৎসবের শোভাযাত্রার আয়োজনের বদলে দরিদ্রদের পাশে দাঁড়িয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ।

রানিগঞ্জ, 1 এপ্রিল : লকডাউনের প্রভাব পড়ল রামনবমীতেও । রানিগঞ্জে পুজো হলেও ভক্ত সমাগম হচ্ছে না সেখানে।

এই প্রথম রানিগঞ্জের রামনবমীর পুজো জৌলুসহীন । আছে আলোর রোশনাই । পুজোও হচ্ছে । কিন্তু নেই ভক্তদের ঢল । বন্ধ হয়েছে মেলাও । সঙ্গে বন্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানও ।

বিশ্ব হিন্দু পরিষদের রানিগঞ্জ শাখার তরফে রামনবমী উৎসবে শোভাযাত্রার আয়োজন করা হয় প্রত্যেক বছরই । তবে এবছর কোরোনার সংক্রমণ রুখতে বন্ধ করা হয়েছে শোভাযাত্রা । ়

এদিকে রামনবমী উৎসবের শোভাযাত্রার আয়োজনের বদলে দরিদ্রদের পাশে দাঁড়িয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.