দুর্গাপুর, 31 মার্চ : পুলিশের ভয়ে 3 দিন অভুক্ত থেকে জঙ্গলে আত্মগোপন করেছিলেন 14 ব্যক্তি । তাঁদের উদ্ধার করেন দুর্গাপুর নগর নিগমের বোরো চেয়ারম্যান । খাবার দিয়ে রাখা হল কোয়ারান্টাইনে ।
মহসিন, রহমানরা কয়েকবছর আগে মালদা টাউন ছেড়ে রুটি-রুজির জন্য ওড়িশায় চলে গিয়েছিলেন । প্রসাধনীর জিনিস বাড়ি বাড়ি ফেরি করে তাঁরা সংসার চালান। লকডাউনের জন্য বাড়ি ফেরার কোনও উপায় না দেখে বাইকে চড়ে মালদা রওনা দেন। এই রাজ্যে ঢোকার পরেই বিভিন্ন জায়গায় পুলিশি নজরদারিতে পড়েন । বলা হয়, ফেরত যেতে । কোনওভাবে এসে পৌঁছান দুর্গাপুরের 2 নম্বর জাতীয় সড়কের পাশের জঙ্গলে ।
3 দিন অভুক্ত অবস্থায় ভয়ে ওঁরা জঙ্গলেই লুকিয়েছিলেন ৷ খবর যায় দুর্গাপুর নগর নিগমের ৪ নম্বর বোরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের কাছে । তিনি গিয়ে তাঁদের জঙ্গল থেকে বের করে এনে খাওয়ার ব্যবস্থা করেন । আপাতত তাঁদের কে কোকওভেন থানার উলটোদিকের একটি লজে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।
অন্যদিকে,মহসিন, রহমানরা খুশি বোরো চেয়ারম্যানের এই আতিথেয়তা দেখে । তাঁরা ভেবেছিলেন জঙ্গল থেকে বের করে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে । তা না করে তাঁদের খাওয়ানো থেকে কোয়ারান্টাইনে রাখার মধ্যে খুঁজে পেলেন স্বস্তি ।