ETV Bharat / state

কোরোনা মুক্ত আসানসোল, জানালেন মেয়র - Coronavirus update

মেয়র জিতেন্দ্র তিওয়ারির দাবি , দুর্গাপুরের বিশেষ কোরোনা হাসপাতালে আর আসানসোলের কোনও রোগী নেই । সেই অর্থে আজ কোরোনা আক্রান্ত রোগীর সংখ্যা শূন্যতে ঠেকেছে ।

Kolkata
জিতেন্দ্র তিওয়ারি
author img

By

Published : May 1, 2020, 1:33 AM IST

আসানসোল, 30 এপ্রিল : আসানসোলবাসীকে সুখবর দিলেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি । কোরোনা আক্রান্ত রোগীর সংখ্যা শূন্যতে এসে পৌঁছাল বলে আজ দাবি করলেন তিনি । এমনকী দুর্গাপুরের কোরোনা হাসপাতালেও আর কোনও কোরোনা আক্রান্ত ভরতি নেই বলে জানান তিনি ।

সরকারিভাবে স্বীকার না করা হলেও আসানসোলে কোরোনার সংক্রমণ ছড়িয়েছিল । আসানসোলের বিভিন্ন এলাকায় কয়েকজন কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায় । সূত্রের খবর, কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে রেলপার এলাকার এক হাতুড়ে ডাক্তারের । সুস্থ হয়ে ফিরেছেন এক ট্রান্সপোর্ট সংস্থার কর্মী এবং আরও দুই মহিলা । আজ নুরুদ্দিন রোডেরও এক মহিলা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে । গত 10 দিনে নতুন করে কোরোনা আক্রান্ত রোগীর হদিশ পাওয়া যায়নি । যাঁরা ভরতি হয়েছিলেন তাঁরাও সুস্থ হয়ে ফিরে এসেছে ।

মেয়র জিতেন্দ্র তিওয়ারির দাবি , দুর্গাপুরের বিশেষ কোরোনা হাসপাতালে আর আসানসোলের কোনও রোগী নেই । সেই অর্থে আজ কোরোনা আক্রান্ত রোগীর সংখ্যা শূন্যতে ঠেকেছে । তিনি আরও বলেন "এইভাবে নিরাপত্তা , সুরক্ষা ও সাবধানতার সঙ্গে আমরা চলতে পারলে , আগামী দিনেও নতুন করে সংক্রমণের ঘটনা আর ঘটবে না বলেই আশা করা যায় ।"

আসানসোল, 30 এপ্রিল : আসানসোলবাসীকে সুখবর দিলেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি । কোরোনা আক্রান্ত রোগীর সংখ্যা শূন্যতে এসে পৌঁছাল বলে আজ দাবি করলেন তিনি । এমনকী দুর্গাপুরের কোরোনা হাসপাতালেও আর কোনও কোরোনা আক্রান্ত ভরতি নেই বলে জানান তিনি ।

সরকারিভাবে স্বীকার না করা হলেও আসানসোলে কোরোনার সংক্রমণ ছড়িয়েছিল । আসানসোলের বিভিন্ন এলাকায় কয়েকজন কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায় । সূত্রের খবর, কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে রেলপার এলাকার এক হাতুড়ে ডাক্তারের । সুস্থ হয়ে ফিরেছেন এক ট্রান্সপোর্ট সংস্থার কর্মী এবং আরও দুই মহিলা । আজ নুরুদ্দিন রোডেরও এক মহিলা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে । গত 10 দিনে নতুন করে কোরোনা আক্রান্ত রোগীর হদিশ পাওয়া যায়নি । যাঁরা ভরতি হয়েছিলেন তাঁরাও সুস্থ হয়ে ফিরে এসেছে ।

মেয়র জিতেন্দ্র তিওয়ারির দাবি , দুর্গাপুরের বিশেষ কোরোনা হাসপাতালে আর আসানসোলের কোনও রোগী নেই । সেই অর্থে আজ কোরোনা আক্রান্ত রোগীর সংখ্যা শূন্যতে ঠেকেছে । তিনি আরও বলেন "এইভাবে নিরাপত্তা , সুরক্ষা ও সাবধানতার সঙ্গে আমরা চলতে পারলে , আগামী দিনেও নতুন করে সংক্রমণের ঘটনা আর ঘটবে না বলেই আশা করা যায় ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.