ETV Bharat / state

দুর্গাপুরে দেদার বিকোচ্ছে কাপড়ের তৈরি মাস্ক - tailoring

জামা,প্যান্ট ছেড়ে এখন মাস্ক তৈরিতে ব্যস্ত দুর্গাপুরের দরজিরা । কাপড়ের তৈরির মাস্কের এখন বিপুল চাহিদা দুর্গাপুরের বাজারে ৷

Corona fear :  cloth made masks sold in Durgapur
কোরোনা ভাইরাস আতঙ্ক: কাপড়ের তৈরি দেদার বিক্রি হচ্ছে দুর্গাপুরে
author img

By

Published : Mar 20, 2020, 10:51 AM IST

Updated : Mar 20, 2020, 12:36 PM IST

দুর্গাপুর, 20 মার্চ : কোরোনা আতঙ্কের জেরে বাজার থেকে রাতারাতি উধাও মাস্ক । কালোবাজারি চলছে মাস্ক নিয়ে এমন অভিযোগ জেলায় জেলায় । সেই সময় দুর্গাপুরে দরজিদের দেখা যাচ্ছে জামা,প্যান্ট তৈরি করা ছেড়ে তারা এখন মাস্ক তৈরিতে ব্যস্ত । সস্তা দরের কাপড়ের তৈরি এই মাস্ক দেদার বিকোচ্ছে ।

কোরোনা ভাইরাসের আতঙ্কে জেরবার গোটা দেশ। প্রধানমন্ত্রী আগামী রবিবার জনতা কার্ফু জারি করার কথা বলেছেন । গোটা দেশজুড়ে কোরোনা ভাইরাস সংক্রমণের ভয়ে ভীত আমজনতা । বিশেষজ্ঞ চিকিৎসকরা অনেকেই পরামর্শ দিয়েছেন যাদের শরীর খারাপ তারা মাস্ক ব্যবহার করুন । কিন্তু চড়া দামে বিক্রি হওয়া মাস্ক সবাই কিনতে পারছেন না । তাই দজরিদের কাছে খরিদ্দারদের আবেদন কাপড় দিয়েই তৈরি করে দিন মাস্ক । আর সেই আবেদন শুনে জামা প্যান্ট তৈরি করা ছেড়ে সকাল থেকে রাত অবধি কাপড় দিয়ে মাস্ক তৈরি করছেন দুর্গাপুর আমরাই মোড়ের টেলারিং-এর কারিগর দিনু লাহা ৷

কোরোনা আতঙ্ক, দুর্গাপুরে দেদার বিকোচ্ছে কাপড়ের তৈরি মাস্ক

তিনি জানালেন, ‘‘আমার কাছে খরিদ্দাররা এসে বলল মাস্ক তৈরি করে দিতে হবে । আমি তাদের কথা শুনে তৈরি করতে লাগলাম ৷ এখন খুব চাহিদা । সকাল থেকে রাত পর্যন্ত আর জামা প্যান্ট তৈরি না করে মাস্ক তৈরি করছি । 20 টাকা, 30 টাকা দরে বিক্রি হচ্ছে এই মাস্ক।’’ কাপড়ের তৈরি মাস্ক কিনে আনন্দের সঙ্গে তা পরতে দেখা গেল এক খরিদ্দার হীরালাল স্বর্ণকারকে ।

দুর্গাপুর, 20 মার্চ : কোরোনা আতঙ্কের জেরে বাজার থেকে রাতারাতি উধাও মাস্ক । কালোবাজারি চলছে মাস্ক নিয়ে এমন অভিযোগ জেলায় জেলায় । সেই সময় দুর্গাপুরে দরজিদের দেখা যাচ্ছে জামা,প্যান্ট তৈরি করা ছেড়ে তারা এখন মাস্ক তৈরিতে ব্যস্ত । সস্তা দরের কাপড়ের তৈরি এই মাস্ক দেদার বিকোচ্ছে ।

কোরোনা ভাইরাসের আতঙ্কে জেরবার গোটা দেশ। প্রধানমন্ত্রী আগামী রবিবার জনতা কার্ফু জারি করার কথা বলেছেন । গোটা দেশজুড়ে কোরোনা ভাইরাস সংক্রমণের ভয়ে ভীত আমজনতা । বিশেষজ্ঞ চিকিৎসকরা অনেকেই পরামর্শ দিয়েছেন যাদের শরীর খারাপ তারা মাস্ক ব্যবহার করুন । কিন্তু চড়া দামে বিক্রি হওয়া মাস্ক সবাই কিনতে পারছেন না । তাই দজরিদের কাছে খরিদ্দারদের আবেদন কাপড় দিয়েই তৈরি করে দিন মাস্ক । আর সেই আবেদন শুনে জামা প্যান্ট তৈরি করা ছেড়ে সকাল থেকে রাত অবধি কাপড় দিয়ে মাস্ক তৈরি করছেন দুর্গাপুর আমরাই মোড়ের টেলারিং-এর কারিগর দিনু লাহা ৷

কোরোনা আতঙ্ক, দুর্গাপুরে দেদার বিকোচ্ছে কাপড়ের তৈরি মাস্ক

তিনি জানালেন, ‘‘আমার কাছে খরিদ্দাররা এসে বলল মাস্ক তৈরি করে দিতে হবে । আমি তাদের কথা শুনে তৈরি করতে লাগলাম ৷ এখন খুব চাহিদা । সকাল থেকে রাত পর্যন্ত আর জামা প্যান্ট তৈরি না করে মাস্ক তৈরি করছি । 20 টাকা, 30 টাকা দরে বিক্রি হচ্ছে এই মাস্ক।’’ কাপড়ের তৈরি মাস্ক কিনে আনন্দের সঙ্গে তা পরতে দেখা গেল এক খরিদ্দার হীরালাল স্বর্ণকারকে ।

Last Updated : Mar 20, 2020, 12:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.