ETV Bharat / state

বেনাচিতি বাজারের রাস্তায় ছবি এঁকে সতর্কবার্তা বোরো চেয়ারম্যানের - Corona awareness spread by drawing

দুর্গাপুরের বেনাচিতি বাজারে আসা মানুষকে কোনওভাবেই সচেতন করা যায়নি । তাই এবার দুর্গাপুর নগর নিগমের দু'নম্বর বোরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার বাজারের মূল রাস্তায় কোরোনার ভয়াবহতা নিয়ে বিভিন্ন ছবি আঁকেন ।

Durgapur
দুর্গাপুর
author img

By

Published : Apr 10, 2020, 11:26 PM IST

দুর্গাপুর , 10 এপ্রিল : লকডাউন চলাকালীন কোনওভাবেই দুর্গাপুর বেনাচিতি বাজারে কাউকে সামাজিক দূরত্ব মেনে চলতে দেখা যায়নি । এমনকী , ভিড় করতেও দেখা যায় ৷ কোনওভাবেই সচেতন করা যায়নি সাধারণ মানুষকে । অবশেষে দুর্গাপুর নগর নিগমের দু'নম্বর বোরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার দুর্গাপুরের বেনাচিতি বাজারের রাস্তায় ছবি এঁকে কোরোনার ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার প্রয়াস চালালেন ৷

দুর্গাপুরের বেনাচিতি বাজারে আসা মানুষকে কোনওভাবেই সচেতন করা যায়নি । এমনকী , খোলা মাঠে বাজার স্থানান্তরিত করা হলেও ভিড় কমেনি । লকডাউন চলাকালীন সামাজিক দূরত্ব না মেনেই বাজারে ভিড় করে করে কেনাকাটা চলছিল । পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কখনও মাইক নিয়ে মানুষকে সচেতন করা , কখনও বা লাঠিচার্জ করলেও কোনও কিছুতেই হেলদোল নেই আমজনতার । তাই এবার দুর্গাপুর নগর নিগমের দু'নম্বর বোরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার বাজারের মূল রাস্তায় কোরোনার ভয়াবহতা নিয়ে বিভিন্ন ছবি আঁকেন । এই ভাইরাস যে বিপজ্জনক , তা ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে ৷

বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার বলেন ,"বহুবার বহুভাবে মানুষকে সচেতন করার প্রচেষ্টা চালালাম । কিন্তু কিছু সংখ্যক মানুষ কোনওভাবেই সচেতন হচ্ছেন না । তাই এই সতর্কবার্তা । এবার রাস্তায় অন্তত বিপজ্জনক এই বার্তা দেখে যদি মানুষ একটু সচেতন হয় । তাই এই প্রচেষ্টা ।"

দুর্গাপুর , 10 এপ্রিল : লকডাউন চলাকালীন কোনওভাবেই দুর্গাপুর বেনাচিতি বাজারে কাউকে সামাজিক দূরত্ব মেনে চলতে দেখা যায়নি । এমনকী , ভিড় করতেও দেখা যায় ৷ কোনওভাবেই সচেতন করা যায়নি সাধারণ মানুষকে । অবশেষে দুর্গাপুর নগর নিগমের দু'নম্বর বোরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার দুর্গাপুরের বেনাচিতি বাজারের রাস্তায় ছবি এঁকে কোরোনার ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার প্রয়াস চালালেন ৷

দুর্গাপুরের বেনাচিতি বাজারে আসা মানুষকে কোনওভাবেই সচেতন করা যায়নি । এমনকী , খোলা মাঠে বাজার স্থানান্তরিত করা হলেও ভিড় কমেনি । লকডাউন চলাকালীন সামাজিক দূরত্ব না মেনেই বাজারে ভিড় করে করে কেনাকাটা চলছিল । পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কখনও মাইক নিয়ে মানুষকে সচেতন করা , কখনও বা লাঠিচার্জ করলেও কোনও কিছুতেই হেলদোল নেই আমজনতার । তাই এবার দুর্গাপুর নগর নিগমের দু'নম্বর বোরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার বাজারের মূল রাস্তায় কোরোনার ভয়াবহতা নিয়ে বিভিন্ন ছবি আঁকেন । এই ভাইরাস যে বিপজ্জনক , তা ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে ৷

বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার বলেন ,"বহুবার বহুভাবে মানুষকে সচেতন করার প্রচেষ্টা চালালাম । কিন্তু কিছু সংখ্যক মানুষ কোনওভাবেই সচেতন হচ্ছেন না । তাই এই সতর্কবার্তা । এবার রাস্তায় অন্তত বিপজ্জনক এই বার্তা দেখে যদি মানুষ একটু সচেতন হয় । তাই এই প্রচেষ্টা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.