ETV Bharat / state

আসানসোলের রেলপার এলাকা পরিদর্শনে অতিরিক্ত জেলা শাসক

আজ সকালে আসানসোলে রেলপার এলাকা পরিদর্শনে বের হন অতিরিক্ত জেলা শাসক খুরশিদ আলি কাদরি । সঙ্গে ছিলেন এলাকার কাউন্সিলররা । এলাকাবাসীর সঙ্গে কথা বলে পুরো পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন অতিরিক্ত জেলা শাসক

author img

By

Published : May 5, 2020, 6:23 PM IST

ছবি
ছবি

আসানসোল, 5 মে : আসানসোলে রেলপার এলাকায় দিন কয়েক আগেই কোরোনা আক্রান্ত হয়ে এক হাতুড়ে ডাক্তারের মৃত্যু হয়েছিল । স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এলাকার আরও কয়েকজনও কোরোনায় আক্রান্ত । তারপর থেকেই আতঙ্কে রয়েছে পুরো এলাকা। তবে এখনও সচেতনতার অভাব রয়েছে এলাকাবাসীদের মধ্যে । এই পরিস্থিতিতে আজ এলাকা পরিদর্শন এলেন আসানসোলের অতিরিক্ত জেলা শাসক তথা পৌর কমিশনার খুরশিদ আলি কাদরি।

আজ সকালে আসানসোলে রেলপার এলাকা পরিদর্শনে বের হন অতিরিক্ত জেলা শাসক খুরশিদ আলি কাদরি । পুরো এলাকা ঘুরে দেখেন তিনি । বাড়ি বাড়ি গিয়ে কথা বললেন লোকজনের সঙ্গে । প্রত্যেককে মাস্ক পরার পরামর্শ দেন । সবাইকে প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেন । কেউ যাতে অযথা ঘুরে না বেড়ান বা কোনওরকম জমায়েত না হয়, সেবিষয়েও সতর্ক করেন তিনি । আজ অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে ছিলেন এলাকার কাউন্সিলররা । ছিল আসানসোল পৌরনিগমের স্বাস্থ্যদল । স্বাস্থ্যদলের কর্মীরা প্রত্যেকের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন ।

আজ খুরশিদ আলি কাদরি বাসিন্দাদের অভাব অভিযোগ শোনেন । পৌরকর্মীরা নিয়মিত আসছে কি না সেবিষয়ে জানতে চান। খুরশিদ আলি কাদরি বলেন, "পুরো এলাকা ঘুরে দেখেছি । মানুষজনকে সচেতন করা হয়েছে । তাঁদের স্বাস্থ্যপরীক্ষাও করা হয়েছে ।"পৌরকর্মীদের কাজের প্রশংসা করে অতিরিক্ত জেলা শাসক বলেন, "আমাদের কর্মীরাই আসল হিরো। তাঁরা মাঠে নেমে লড়াই করছেন।"

আসানসোল, 5 মে : আসানসোলে রেলপার এলাকায় দিন কয়েক আগেই কোরোনা আক্রান্ত হয়ে এক হাতুড়ে ডাক্তারের মৃত্যু হয়েছিল । স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এলাকার আরও কয়েকজনও কোরোনায় আক্রান্ত । তারপর থেকেই আতঙ্কে রয়েছে পুরো এলাকা। তবে এখনও সচেতনতার অভাব রয়েছে এলাকাবাসীদের মধ্যে । এই পরিস্থিতিতে আজ এলাকা পরিদর্শন এলেন আসানসোলের অতিরিক্ত জেলা শাসক তথা পৌর কমিশনার খুরশিদ আলি কাদরি।

আজ সকালে আসানসোলে রেলপার এলাকা পরিদর্শনে বের হন অতিরিক্ত জেলা শাসক খুরশিদ আলি কাদরি । পুরো এলাকা ঘুরে দেখেন তিনি । বাড়ি বাড়ি গিয়ে কথা বললেন লোকজনের সঙ্গে । প্রত্যেককে মাস্ক পরার পরামর্শ দেন । সবাইকে প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেন । কেউ যাতে অযথা ঘুরে না বেড়ান বা কোনওরকম জমায়েত না হয়, সেবিষয়েও সতর্ক করেন তিনি । আজ অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে ছিলেন এলাকার কাউন্সিলররা । ছিল আসানসোল পৌরনিগমের স্বাস্থ্যদল । স্বাস্থ্যদলের কর্মীরা প্রত্যেকের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন ।

আজ খুরশিদ আলি কাদরি বাসিন্দাদের অভাব অভিযোগ শোনেন । পৌরকর্মীরা নিয়মিত আসছে কি না সেবিষয়ে জানতে চান। খুরশিদ আলি কাদরি বলেন, "পুরো এলাকা ঘুরে দেখেছি । মানুষজনকে সচেতন করা হয়েছে । তাঁদের স্বাস্থ্যপরীক্ষাও করা হয়েছে ।"পৌরকর্মীদের কাজের প্রশংসা করে অতিরিক্ত জেলা শাসক বলেন, "আমাদের কর্মীরাই আসল হিরো। তাঁরা মাঠে নেমে লড়াই করছেন।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.