ETV Bharat / state

অবশেষে শুরু হল আসানসোলের ‘কিশোর কুমার’-এর বাড়ি তৈরির কাজ

author img

By

Published : Jun 15, 2021, 4:44 PM IST

লকডাউনের কারণে জলসা-অনুষ্ঠান বন্ধ প্রায় এক বছর ধরে । উপার্জনহীন হয়ে পড়েছিলেন আসানসোলের ‘কিশোরকুমার’ ৷ অর্থকষ্টে ভুগছিলেন তিনি । অন্যদিকে তাঁর বাড়িটিরও জরাজীর্ণ অবস্থা । আর সেই কথা সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পরেই আসানসোলের তৎকালীন মেয়র জিতেন্দ্র তিওয়ারি দুর্গা রানার বাড়ি তৈরির কাজ শুরু করেন । কিন্তু তিনি হঠাৎ দলবদল করায় এবং পৌরনিগমের প্রশাসনিক পদ ছেড়ে দেওয়ায় বন্ধ হয়ে যায় দুর্গা রানার বাড়ি তৈরির কাজ ।

অবশেষে শুরু হল আসানসোলের কিশোর কুমাররের বাড়ি তৈরির কাজ
অবশেষে শুরু হল আসানসোলের কিশোর কুমাররের বাড়ি তৈরির কাজ

আসানসোল, 15 জুন : ফের শুরু হল আসানসোলের 'কিশোর কুমার' দুর্গা রানার অসমাপ্ত বাড়ির কাজ । আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি শিল্পীর দুরাবস্থার কথা জেনে তাঁর বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছিলেন । কিন্তু তিনি দলবদল করায় এবং পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যানের পদ ছেড়ে দিতেই বন্ধ হয়ে গিয়েছিল দুর্গা রানার বাড়ি তৈরির কাজ । প্রায় এক বছর পর বিষয়টি জানতে পারেন পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক । আজ আনুষ্ঠানিকভাবে বাড়ি তৈরির কাজ শুরু করালেন আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এবং অভিজিৎ ঘটক ৷

লকডাউনের কারণে জলসা-অনুষ্ঠান বন্ধ প্রায় এক বছরেরও বেশি সময় ধরে । উপার্জনহীন হয়ে পড়েছিলেন আসানসোলের ‘কিশোরকুমার’ ৷ অর্থকষ্টে ভুগছিলেন তিনি । অন্যদিকে তাঁর বাড়িটিরও জরাজীর্ণ অবস্থা । আর সেই কথা সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পরেই আসানসোলের তৎকালীন মেয়র জিতেন্দ্র তিওয়ারি দুর্গা রানার বাড়ি তৈরির কাজ শুরু করেন । কিন্তু তিনি হঠাৎ দলবদল করায় এবং পৌরনিগমের প্রশাসনিক পদ ছেড়ে দেওয়ায় বন্ধ হয়ে যায় দুর্গা রানার বাড়ি তৈরির কাজ । রাজনৈতিক টানাপোড়েনের কারণে অথৈ জলে পড়েন দুর্গা রানা ।

ফের শুরু হল দুর্গা রানার অসমাপ্ত বাড়ি তৈরির কাজ

দুর্গা রানার বাড়িতে দুটো ঘর ছিল। নতুন করে তৈরি করার জন্য ভেঙে ফেলা হয়েছিল একটি ঘর। ফলে সম্বল ছিল একটি মাত্র ঘর। আর সেই দশ ফুট বাই দশ ফুট ঘরে স্ত্রী-পুত্রকে নিয়ে কোনরকমে থাকছিলেন তিনি । এই অবস্থায় কেটে গিয়েছে একবছর । সম্প্রতি বিষয়টি জানতে পারেন আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক । তিনি পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেন এবং এই অসমাপ্ত বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করার উদ্যোগ নেন । আজ দুর্গা রানার বাড়িতে গিয়ে নতুন করে নারকেল ফাটিয়ে বাড়ি তৈরির কাজ শুরু করা হয়েছে।

শুধু তাই নয়, দুর্গা রানার চিকিৎসার বিষয়েও শিল্পীর পাশে থাকবেন বলে জানিয়েছেন তাঁরা । বাড়ি তৈরিতে বিলম্ব হওয়ায় দুর্গা রানার কাছে ক্ষমা চেয়ে নেন আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় । তিনি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব বাড়িটি তৈরি করে দেবেন তাঁরা।

অভিজিৎ ঘটক বলেন, "এবার আর বিলম্ব নয় । যত দ্রুত সম্ভব বাড়ি তৈরির কাজ করা হবে । পাশাপাশি ওঁর চিকিৎসার বিষয়টি আমরা দেখছি ।" আশাবাদী দুর্গা রানা নিজেও । স্বপ্ন দেখছেন কত তাড়াতাড়ি তাঁর নতুন বাড়ি তৈরি হয়।

আরও পড়ুন : মদের গুদামে লুঠের ঘটনায় ৭ জন গ্রেফতার, উদ্ধার ৪০ পেটি মদ

যদিও ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেতা অভিজিৎ আচার্য বলেন, ‘‘কাজটি আমাদের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি শুরু করেছিলেন । যেহেতু তিনি এবং তাঁর সঙ্গে আমরা দল ছেড়ে দিই তাই আমাদের প্রতি প্রতিশোধ নিতেই ওঁর বাড়ি তৈরির কাজ বন্ধ করে দিয়েছিল বর্তমান পুর বোর্ড ।"

আসানসোল, 15 জুন : ফের শুরু হল আসানসোলের 'কিশোর কুমার' দুর্গা রানার অসমাপ্ত বাড়ির কাজ । আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি শিল্পীর দুরাবস্থার কথা জেনে তাঁর বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছিলেন । কিন্তু তিনি দলবদল করায় এবং পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যানের পদ ছেড়ে দিতেই বন্ধ হয়ে গিয়েছিল দুর্গা রানার বাড়ি তৈরির কাজ । প্রায় এক বছর পর বিষয়টি জানতে পারেন পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক । আজ আনুষ্ঠানিকভাবে বাড়ি তৈরির কাজ শুরু করালেন আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এবং অভিজিৎ ঘটক ৷

লকডাউনের কারণে জলসা-অনুষ্ঠান বন্ধ প্রায় এক বছরেরও বেশি সময় ধরে । উপার্জনহীন হয়ে পড়েছিলেন আসানসোলের ‘কিশোরকুমার’ ৷ অর্থকষ্টে ভুগছিলেন তিনি । অন্যদিকে তাঁর বাড়িটিরও জরাজীর্ণ অবস্থা । আর সেই কথা সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পরেই আসানসোলের তৎকালীন মেয়র জিতেন্দ্র তিওয়ারি দুর্গা রানার বাড়ি তৈরির কাজ শুরু করেন । কিন্তু তিনি হঠাৎ দলবদল করায় এবং পৌরনিগমের প্রশাসনিক পদ ছেড়ে দেওয়ায় বন্ধ হয়ে যায় দুর্গা রানার বাড়ি তৈরির কাজ । রাজনৈতিক টানাপোড়েনের কারণে অথৈ জলে পড়েন দুর্গা রানা ।

ফের শুরু হল দুর্গা রানার অসমাপ্ত বাড়ি তৈরির কাজ

দুর্গা রানার বাড়িতে দুটো ঘর ছিল। নতুন করে তৈরি করার জন্য ভেঙে ফেলা হয়েছিল একটি ঘর। ফলে সম্বল ছিল একটি মাত্র ঘর। আর সেই দশ ফুট বাই দশ ফুট ঘরে স্ত্রী-পুত্রকে নিয়ে কোনরকমে থাকছিলেন তিনি । এই অবস্থায় কেটে গিয়েছে একবছর । সম্প্রতি বিষয়টি জানতে পারেন আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক । তিনি পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেন এবং এই অসমাপ্ত বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করার উদ্যোগ নেন । আজ দুর্গা রানার বাড়িতে গিয়ে নতুন করে নারকেল ফাটিয়ে বাড়ি তৈরির কাজ শুরু করা হয়েছে।

শুধু তাই নয়, দুর্গা রানার চিকিৎসার বিষয়েও শিল্পীর পাশে থাকবেন বলে জানিয়েছেন তাঁরা । বাড়ি তৈরিতে বিলম্ব হওয়ায় দুর্গা রানার কাছে ক্ষমা চেয়ে নেন আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় । তিনি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব বাড়িটি তৈরি করে দেবেন তাঁরা।

অভিজিৎ ঘটক বলেন, "এবার আর বিলম্ব নয় । যত দ্রুত সম্ভব বাড়ি তৈরির কাজ করা হবে । পাশাপাশি ওঁর চিকিৎসার বিষয়টি আমরা দেখছি ।" আশাবাদী দুর্গা রানা নিজেও । স্বপ্ন দেখছেন কত তাড়াতাড়ি তাঁর নতুন বাড়ি তৈরি হয়।

আরও পড়ুন : মদের গুদামে লুঠের ঘটনায় ৭ জন গ্রেফতার, উদ্ধার ৪০ পেটি মদ

যদিও ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেতা অভিজিৎ আচার্য বলেন, ‘‘কাজটি আমাদের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি শুরু করেছিলেন । যেহেতু তিনি এবং তাঁর সঙ্গে আমরা দল ছেড়ে দিই তাই আমাদের প্রতি প্রতিশোধ নিতেই ওঁর বাড়ি তৈরির কাজ বন্ধ করে দিয়েছিল বর্তমান পুর বোর্ড ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.