ETV Bharat / state

অ্যাপ ডাউনলোড করিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লোপাটের অভিযোগ - সাইবার ক্রাইম

"টিম ভিউয়ার কুইক" অ্যাপ ডাউনলোড করিয়ে যুবকের ফোন থেকে 3 লাখ 29 হাজার টাকা লুটের অভিযোগ ৷ আসানসোল-দুর্গাপুর সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

money forgery
প্রতারিত যুবক
author img

By

Published : Aug 11, 2020, 10:08 PM IST

আসানসোল, 11 অগাস্ট : এতদিন ফোন করে ATM-এর তথ্য জেনে নিয়ে টাকা লোপাট করত ATM হ্যাকাররা ৷ এবার মোবাইলে অ্যাপ ডাউন লোড করিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লোপাটের অভিযোগ সামনে এল ৷ মোবাইলকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এক যুবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরানো হল 3 লাখ 29 হাজার টাকা ৷ পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের ঘটনা ৷

পাণ্ডবেশ্বরের ডালুরবাঁধের বাসিন্দা চন্দন গণ জানান, তাঁর রাষ্ট্রায়ত্ত একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে ৷ গতকাল রাত 10 টা নাগাদ তাঁর কাছে একটা ফোন আসে ৷ একটি নামী কম্পানির পরিচয় দেওয়া হয় । বলা হয়, KYC কমপ্লিট করতে হবে । আর তারজন্য "টিম ভিউয়ার কুইক অ্যাপ" আপলোড করতে বলা হয় । অ্যাপ ডাউনলোড করার পর সেই অ্যাপের পাসওয়ার্ড চাওয়া হয় তাঁর কাছে । এরপরই তাঁর মোবাইলটি প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যায় । চন্দন বলেন, "মোবাইলে একটি OTP আসে । কিন্তু, মোবাইল প্রতারকদের নিয়ন্ত্রণে থাকায় সেই OTP তারা জেনে যায় । এরপর ধাপে ধাপে আমার অ্যাকাউন্ট থেকে মোট 3 লাখ 29 হাজার টাকা তুলে নেয় ৷"

আজ আসানসোল-দুর্গাপুর পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানাতে এসেছিলেন চন্দন ৷ বলেন, "আমি বেকার । বাবা ওই টাকা আমাকে রাখতে দিয়েছিল । কিন্তু নিজের ভুলেই সেই টাকা চলে গেল সাইবার অপরাধীদের হাতে । " আসানসোল-দুর্গাপুর পুলিশের সাইবার ক্রাইম বিভাগ সূত্রে জানা গেছে, অভিযোগ দায়ের হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

আসানসোল, 11 অগাস্ট : এতদিন ফোন করে ATM-এর তথ্য জেনে নিয়ে টাকা লোপাট করত ATM হ্যাকাররা ৷ এবার মোবাইলে অ্যাপ ডাউন লোড করিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লোপাটের অভিযোগ সামনে এল ৷ মোবাইলকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এক যুবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরানো হল 3 লাখ 29 হাজার টাকা ৷ পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের ঘটনা ৷

পাণ্ডবেশ্বরের ডালুরবাঁধের বাসিন্দা চন্দন গণ জানান, তাঁর রাষ্ট্রায়ত্ত একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে ৷ গতকাল রাত 10 টা নাগাদ তাঁর কাছে একটা ফোন আসে ৷ একটি নামী কম্পানির পরিচয় দেওয়া হয় । বলা হয়, KYC কমপ্লিট করতে হবে । আর তারজন্য "টিম ভিউয়ার কুইক অ্যাপ" আপলোড করতে বলা হয় । অ্যাপ ডাউনলোড করার পর সেই অ্যাপের পাসওয়ার্ড চাওয়া হয় তাঁর কাছে । এরপরই তাঁর মোবাইলটি প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যায় । চন্দন বলেন, "মোবাইলে একটি OTP আসে । কিন্তু, মোবাইল প্রতারকদের নিয়ন্ত্রণে থাকায় সেই OTP তারা জেনে যায় । এরপর ধাপে ধাপে আমার অ্যাকাউন্ট থেকে মোট 3 লাখ 29 হাজার টাকা তুলে নেয় ৷"

আজ আসানসোল-দুর্গাপুর পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানাতে এসেছিলেন চন্দন ৷ বলেন, "আমি বেকার । বাবা ওই টাকা আমাকে রাখতে দিয়েছিল । কিন্তু নিজের ভুলেই সেই টাকা চলে গেল সাইবার অপরাধীদের হাতে । " আসানসোল-দুর্গাপুর পুলিশের সাইবার ক্রাইম বিভাগ সূত্রে জানা গেছে, অভিযোগ দায়ের হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.