দুর্গাপুর, 8 মার্চ : আজ দুর্গাপুরের বেনাচিতি বাজারে "জলযোগ জনযোগ" কর্মসূচি শুরু হল তৃণমূলের । এই কর্মসূচিতে দুর্গাপুর-পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল না থাকলেও ছিলেন দুর্গাপুর পৌরসভার কাউন্সিলর ও ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা ।
সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তৃণমূল নেতা-নেত্রীরা ৷ তাঁদের সুবিধা-অসুবিধার কথা শোনেন । চায়ের দোকানে বসে সাধারণ মানুষ তাঁদের অভাব-অভিযোগের কথা তুলে ধরেন কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীদের সামনে ।
স্থানীয় বাসিন্দা তাপস সিনহা বলেন, "এভাবে মানুষের সঙ্গে সংযোগ অত্যন্ত কাজের । আমরা অনেক সময় পৌরসভায় বা রাজনৈতিক নেতা-নেত্রীদের কাছে যেতে পারি না । কিন্তু, আজ তাঁদের সামনে পেয়ে অনেক সমস্যার কথা শোনাতে পারলাম ।"
দুর্গাপুর দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শরবিন্দু বিশ্বাস বললেন, "এই কর্মসূচি এখন চলবে । অত্যন্ত ভালো লাগলো আজ মানুষ তাদের অভাব-অভিযোগ আমাদের সামনে তুলে ধরল এবং এটাই এই কর্মসূচির সফলতা ।"