ETV Bharat / state

পাণ্ডবেশ্বরে কাঁধে কাঁধ মিলিয়ে রামনবমী পালন ভজন, সৈয়দদের - muslim

কুমারডিহি OCP কলোনি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির নজির রাখল হনুমান মন্দির কমিটি। বিগত ছয় বছর ধরে মন্দিরে রামনবমী পালন করে আসছে তারা। কমিটির সাথে যুক্ত সব ধর্মের মানুষ। শেখ সৈয়দও কমিটির অঙ্গ।

সৈয়দ
author img

By

Published : Apr 13, 2019, 9:38 PM IST

দুর্গাপুর, 13 এপ্রিল : রামনবমীকে কেন্দ্র করে সম্প্রীতির মধুর ছবি দেখা গেল খনি অঞ্চল পাণ্ডবেশ্বরের কুমারডিহিতে। শেখ সৈয়দরাও মেতে উঠলেন রামনবমীর পুজোয়। কুমারডিহি OCP কলোনি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির নজির রাখল হনুমান মন্দির কমিটি। বিগত ছয় বছর ধরে মন্দিরে রামনবমী পালন করে আসছে তারা। কমিটির সাথে যুক্ত প্রায় সব ধর্মের মানুষ। শেখ সৈয়দও কমিটির অঙ্গ।

মন্দিরের পুরোহিত ভজন চক্রবর্তী
মন্দিরের পুরোহিত ভজন চক্রবর্তী
মন্দিরের পুরোহিত ভজন চক্রবর্তী বলেন, "সব ধর্মের ছেলেরাই এই পুজোয় অংশগ্রহণ করে। এখানে জাতি ধর্ম নির্বিশেষে পুজো হয়। পুজোর খরচ ওঠে দান-দক্ষিণা থেকেই। এই ভাবেই দীর্ঘ 6 বছর মন্দিরে পুজো চলে আসছে।"

মন্দির কমিটির সদস্য শেখ সৈয়দ বলেন, "এই পুজোর সাথে যুক্ত হয়ে ভীষণ আনন্দ করি। ধর্ম, জাতির বাধা এখানে মানা হয় না। সকলে একসাথে এই পুজোয় অংশগ্রহণ করি।"

দুর্গাপুর, 13 এপ্রিল : রামনবমীকে কেন্দ্র করে সম্প্রীতির মধুর ছবি দেখা গেল খনি অঞ্চল পাণ্ডবেশ্বরের কুমারডিহিতে। শেখ সৈয়দরাও মেতে উঠলেন রামনবমীর পুজোয়। কুমারডিহি OCP কলোনি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির নজির রাখল হনুমান মন্দির কমিটি। বিগত ছয় বছর ধরে মন্দিরে রামনবমী পালন করে আসছে তারা। কমিটির সাথে যুক্ত প্রায় সব ধর্মের মানুষ। শেখ সৈয়দও কমিটির অঙ্গ।

মন্দিরের পুরোহিত ভজন চক্রবর্তী
মন্দিরের পুরোহিত ভজন চক্রবর্তী
মন্দিরের পুরোহিত ভজন চক্রবর্তী বলেন, "সব ধর্মের ছেলেরাই এই পুজোয় অংশগ্রহণ করে। এখানে জাতি ধর্ম নির্বিশেষে পুজো হয়। পুজোর খরচ ওঠে দান-দক্ষিণা থেকেই। এই ভাবেই দীর্ঘ 6 বছর মন্দিরে পুজো চলে আসছে।"

মন্দির কমিটির সদস্য শেখ সৈয়দ বলেন, "এই পুজোর সাথে যুক্ত হয়ে ভীষণ আনন্দ করি। ধর্ম, জাতির বাধা এখানে মানা হয় না। সকলে একসাথে এই পুজোয় অংশগ্রহণ করি।"

Intro:সম্প্রীতির রামনবমী পাণ্ডবেশ্বরের কুমারডিহি তে।

দুর্গাপুরঃ

রামনবমী কেন্দ্র করে উত্তেজনা নয় সম্প্রীতির মধুর ছবি দেখা গেল খনি অঞ্চল পান্ডবেশ্বরের কুমারডিহিতে। সেখ সঈদ রাও মেতে উঠলেন রামনবমীর পুজায়।
কুমারডিহি ও সি পি কলোনি এলাকায় সাম্প্রদায়িকতার নজির রাখল হনুমান মন্দির কমিটি। বিগত ছয় বছর ধরে মন্দিরে রামনবমী পালন করে আসছেন। কমিটির সাথে যুক্ত প্রায় সব ধর্মের মানুষ । এই কমিটিতে সেখ সঈদ ও রামনবমী পুজার একজন প্রধান উদ্যোক্তা।
মন্দিরের পুরোহিত ভজন চক্রবর্তী জানান ,"" সব ধর্মের ছেলেরাই এই পূজায় অংশগ্রহণ করে। এখানে জাতি ধর্ম নির্বিশেষে পুজো হয় । পূজার খরচ ওঠে দান-দক্ষিণা থেকেই। এই ভাবেই চলে আসছে দীর্ঘ 6 বছর মন্দিরে পুজো।""আজ সকালে রামনবমী উপলক্ষে কলস যাত্রার মাধ্যমে শুরু হয় বজরং বালির পূজার অনুষ্ঠান। মন্দির কমিটির সদস্য শেখ সঈদ জানান, ""এই পুজোর সাথে যুক্ত হয়ে তারা ভীষণ আনন্দ করেন। ধর্ম জাতির বাধা এখানে মানা হয় না। সকলে একসাথে এই পুজোয় অংশগ্রহণ করি।""
এককথায় যেখানে সারাদেশ সাম্প্রদায়িকতা নিয়ে অস্থির এক বাতাবরণ এর চিত্র সেখানে পাণ্ডবেশ্বর এর কুমারডিহি গ্রামের ওসিপি কলোনি হনুমান মন্দির কমিটির সদস্যরা এক বিরল নজির রাখল ।Body:কপিConclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.