ETV Bharat / state

কাজোড়া কোলিয়ারির উৎপাদন বন্ধ করল শ্রমিকরা - কোরোনা রুখতে নেই কোনও ব্যবস্থা ও জলের দাবিতে খনির উৎপাদন বন্ধ করল শ্রমিকরা

কোরোনা সংক্রমণ রুখতে কোনও পদক্ষেপ করেনি কর্তৃপক্ষ । তাই উৎপাদনের কাজ বন্ধ রাখল কাজোড়া কোলিয়ারির শ্রমিকরা ।

coal workers of kajora koliyari stopped working due to corona outbreak
কোরোনার জেরে কাজোড়া কোলিয়ারির উৎপাদন বন্ধ করল শ্রমিকরা
author img

By

Published : Apr 2, 2020, 10:22 PM IST

দুর্গাপুর, 2 এপ্রিল : অন্ডালের কাজড়া এলাকার কাজোড়া কোলিয়ারির উৎপাদন বন্ধ করল শ্রমিকরা ৷ অভিযোগ, কোরোনা সংক্রমন রুখতে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের পক্ষ থেকে খনি শ্রমিকদের সুরক্ষার জন্য কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি ৷ সেকারণেই উৎপাদনের কাজ বন্ধ করল শ্রমিক সংগঠন HMS ।

কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে কেন্দ্র ও রাজ্য সরকার সাধারণ মানুষকে সচেতন হতে বারবার আবেদন করেছেন । লকডাউন ঘোষণা করে সবাইকে অযথা বাইরে না গিয়ে ঘরে থাকতে বলেছেন । তারপরও জরুরি কাজের সাথে যুক্ত ইসিএল কর্মীরা তাঁদের কাজ করে চলেছেন ৷ জীবনের ঝুঁকি নিয়ে চালাচ্ছেন কয়লা উৎপাদন । কোলিয়ারির শ্রমিকদের জন্য বিন্দুমাত্র সচেতনতামূলক পদক্ষেপ করতে দেখা যায়নি খনি কর্তৃপক্ষকে ৷

খনি শ্রমিকদের কোনও স্যানিটাইজ়ার দেওয়া হয়নি। এমনকী খনির কাজে ব্যবহার করা ধাতব সামগ্রীতেও জীবাণুনাশক রাসায়নিক তরল স্প্রে করা হয়নি । এমন অবস্থায় আবার অন্ডালের খাসিকাজোড়া খনি আবাসনগুলিতে বেশ কিছুদিন ধরে জলের পরিষেবাও প্রায় বন্ধ । এই অবস্থায় খনি কর্মীরা কোথায় যাবেন, কী করবেন? কর্তৃপক্ষকে বারবার বলেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ ।

একারণেই আজ খাসিকাজোড়া খনির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখান ওই খনির HMS সংগঠনের কর্মী-সমর্থকরা । এই আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা যায় তৃণমূল নেতা বিষ্ণুদেব নুনিয়াকে । যদিও এই বিষয়ে খনি কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

দুর্গাপুর, 2 এপ্রিল : অন্ডালের কাজড়া এলাকার কাজোড়া কোলিয়ারির উৎপাদন বন্ধ করল শ্রমিকরা ৷ অভিযোগ, কোরোনা সংক্রমন রুখতে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের পক্ষ থেকে খনি শ্রমিকদের সুরক্ষার জন্য কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি ৷ সেকারণেই উৎপাদনের কাজ বন্ধ করল শ্রমিক সংগঠন HMS ।

কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে কেন্দ্র ও রাজ্য সরকার সাধারণ মানুষকে সচেতন হতে বারবার আবেদন করেছেন । লকডাউন ঘোষণা করে সবাইকে অযথা বাইরে না গিয়ে ঘরে থাকতে বলেছেন । তারপরও জরুরি কাজের সাথে যুক্ত ইসিএল কর্মীরা তাঁদের কাজ করে চলেছেন ৷ জীবনের ঝুঁকি নিয়ে চালাচ্ছেন কয়লা উৎপাদন । কোলিয়ারির শ্রমিকদের জন্য বিন্দুমাত্র সচেতনতামূলক পদক্ষেপ করতে দেখা যায়নি খনি কর্তৃপক্ষকে ৷

খনি শ্রমিকদের কোনও স্যানিটাইজ়ার দেওয়া হয়নি। এমনকী খনির কাজে ব্যবহার করা ধাতব সামগ্রীতেও জীবাণুনাশক রাসায়নিক তরল স্প্রে করা হয়নি । এমন অবস্থায় আবার অন্ডালের খাসিকাজোড়া খনি আবাসনগুলিতে বেশ কিছুদিন ধরে জলের পরিষেবাও প্রায় বন্ধ । এই অবস্থায় খনি কর্মীরা কোথায় যাবেন, কী করবেন? কর্তৃপক্ষকে বারবার বলেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ ।

একারণেই আজ খাসিকাজোড়া খনির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখান ওই খনির HMS সংগঠনের কর্মী-সমর্থকরা । এই আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা যায় তৃণমূল নেতা বিষ্ণুদেব নুনিয়াকে । যদিও এই বিষয়ে খনি কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.